টুকরো খবর

রাস্তা সংস্কারের দাবি মুরারইয়ে
বিধানসভা এলাকার তিনটি প্রধান প্রধান রাস্তা বেহাল। এর ফলে তিতি বিরক্ত সাধারণ মানুষ। সমস্যাটি মুরারই এলাকার। মুরারই-মিত্রপুর হয়ে জঙ্গিপুর যাওয়ার রাস্তা, চাতরা, হিয়াতনগর, জাজিগ্রাম পাকা সড়ক, নলহাটি-রাজগ্রাম পাকা সড়ক ছাড়া, বিধানসভা এলাকার হরিশপুর, বিশোড় এলাকার পাকা সড়কগুলিও বেহাল। হরিশপুর ও বিশোড় এলাকার রাস্তা খারাপের কারণে বাস বন্ধ।বাকি রাস্তাগুলিতে কোনও রকমে বাস চলছে। এই সব রাস্তা সংস্কারের দাবিতে বুধবার বিডিও-র কাছে স্মারকলিপি দিল ফরওয়ার্ড ব্লকের অগ্রগামী কিষাণসভা ও সিপিএমের সারাভারত কৃষকসভা। রাস্তা সংস্কার ছাড়া, তারা ব্লক এলাকায় ১০০ দিন কাজ পুনরায় চালু করা, ওই প্রকল্পে অবিলম্বে শ্রমিকদের মজুরি দেওয়া, প্রকৃত প্রাপকদের বিধবা ও বার্ধক্য ভাতা দেওয়ারও দাবি জানিয়েছে। বিডিও অরূপ দত্ত বলেন, “রাস্তা সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করা হয়েছে। বাকি দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

থানায় বিক্ষোভ
তৃণমল নেতার বাড়িতে বোমবাজির ঘটনায় জড়িতদের চিহ্নত করে গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ দেখালেন দলীয় কর্মী-সমর্থকেরা। বুধবার লাভপুর থানায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রায় ৩ হাজার কর্মী-সমর্থক মিছিল করেন। সোমবার রাতে কে বা কারা তৃণমূলের জেলা সম্পাদক দেবাশিস ওঝার বাকুল গ্রামের বাড়িতে বোমাবাজি করে বলে অভিযোগ। পুলিশ জানায়, অভিযুক্তদের খোঁজ চলছে। যদিও দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল মঙ্গলবার দাবি করেছিলেন, দল বিরোধী কাজ করার অভিযোগে দেবাশিসবাবুকে বহিষ্কার করা হয়েছে। বুধবার তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “নেত্রী এবং দলের রাজ্য সভাপতি কাউকে দল থেকে বহিষ্কার করতে পারেন। দেবাশিসবাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা নেই।”

পথ অবরোধ
সেচের জলের দাবিতে বুধবার পাড়ুই থানা এলাকায় বোলপুর-সিউড়ি রাস্তায় অবরোধ করেন স্থানীয় কৃষকেরা। প্রায় ১ ঘণ্টা অবরোধ হয়। পরে পাড়ুই থানার পুলিশ ও সিউড়ি ২ ব্লকের বিডিও-র প্রতিশ্রুতিতে অবরোধ ওঠে। বিডিও কোয়েলি দাস বলেন, “সেচ দফতরের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। তার আগে শুক্রবার এ বিষয় নিয়ে সব স্তরের সঙ্গে আলোচনা করার দিন ধার্য হয়েছে। কৃষকদের সুবিধার জন্য ব্লক অফিসে আলোচনা হবে।” অবিনাশপুর পঞ্চায়েতের ভোলাইপুর, শ্রীখণ্ডপুর, সীতাপুর প্রভৃতি এলাকার কৃষকদের দাবি, সেচের জন্য আবেদন করেও জল পাওয়া যাচ্ছে না। ক্ষতির আশঙ্কায় অবিলম্বে জল দেওয়ার দাবিতে এ দিন তাঁরা অবরোধ করতে বাধ্য হয়েছেন। হাটটিকরার কৃষক পার্থসারথি দাস, শ্রীখণ্ডপুরের রায় হাঁসদা, নবকুমার দাসদের অভিযোগ, “জলের জন্য বহুবার প্রশাসনের সব স্তরে আবেদন জানানো হয়েছিল।”

তিন দুষ্কৃতী ধৃত
পোস্তর খোল-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল দুবরাজপুর থানার পুলিশ। মঙ্গলবার রাতে দুবরাজপুরের বিরোধী মোড়ে কাছ থেকে দুবরাজপুরের সালুঞ্চি গ্রামের শেখ হানিফ, সাহাপুরের সাহাপুর গ্রামের শেখ নয়ন ও রাজনগরের তাঁতিপাড়া গ্রামের দীপক সাউকে ধরে পুলিশ। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে ৬০ কেজি পোস্তর খোল উদ্ধার হয়েছে। এবং তাদের বিরুদ্ধে দুবরাজপুর, সদাইপুর, ইলামবাজার, বর্ধমানের কাঁকসা থানা এলাকায় বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। বুধবার ধতদের সিউড়ি আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।

স্মারকলিপি
সরকারি সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনা, সারের মূল্যবৃদ্ধি বন্ধ করা-সহ ন’দফা দাবিতে বুধবার বোলপুর মহকুমাশাসককে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ কৃষি সঙ্ঘের বোলপুর মহকুমাশাখা। ওই সংগঠনের সভাপতি প্রবীর রায় বলেন, “যে হরে সারের দাম বাড়ানো হচ্ছে তা কৃষকদের নাগালের বাইরে। পাঁচটি সংরক্ষিত ফসলের দামের নিরাপত্তা দিতে হবে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ মকুব করার দাবি জানানো হয়েছে।” বোলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বরূপকুমার মুখোপাধ্যায় বলেন, “মহকুমাশাসকে তাঁদের দাবির ব্যাপারে জানানো হবে।”

কাজ দেওয়ার দাবি
জেলা প্রকল্প আধিকারিককে বুধবার পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে সেতু পাঠ্যক্রম শিক্ষাসেবী সমিতি। মূল দাবিগুলি হল, চলতি বছর ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাওয়া সেতু পাঠ্যক্রম ফের চালু করা, শিক্ষাসেবীদের ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করার নিশ্চয়তা বা অন্য প্রকল্পে কাজ দেওয়া প্রভৃতি। বীরভূম জেলা প্রকল্প আধিকারিক প্রবীর বিশ্বাস বলেন, “দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.