টুকরো খবর

মিশনের অনুষ্ঠান
শিক্ষক দিবস উপলক্ষে আসানসোল রামকৃষ্ণ মিশনের ভোকেশনাল ট্রেনিং সেন্টারের উদ্যোগে বুধবার একটি অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রের প্রধান স্বামী বলভদ্রানন্দ, মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় প্রমুখ। মিশন সূত্রে জানা যায়, ২০০৩-এ তৈরি হওয়া এই সেন্টারে ১২টি বিষয়ে কারিগরি শিক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়। এ দিন একটি অনুষ্ঠানও আয়োজিত হয়।

প্রতিবাদ মিছিল
দিল্লি হাইকোর্ট চত্বরে বিস্ফোরণের প্রতিবাদে এবং ওই ঘটনায় আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বুধবার দুপুরে আসানসোল আদালতের আইনজীবীরা মিছিল করেন। এ দিন সকাল সওয়া ১০টা নাগাদ ওই বিস্ফোরণ হয়। পরে আদালত চত্বরে এই মিছিল বের করা হয়। নেতৃত্বে ছিল আসানসোল বার অ্যাসোসিয়েশন।

নিকাশির দাবি
পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে নিকাশি নর্দমা রয়েছে। কিন্তু দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে মজে গিয়েছে নর্দমা। ভেঙে গিয়েছে পাকা দেওয়াল। বাসিন্দারা পুরসভার কাছে একাধিক বার সংস্কারের দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, এখনও নর্দমা সংস্কার হয়নি। অবিলম্বে নর্দমা সারাইয়ের দাবি জানিয়েছেন তাঁরা। পুরসভা সূত্রে জানানো হয়েছে, ওখানকার রাজমহল রোড ও অরবিন্দ পল্লি সংলগ্ন এলাকার নর্দমা সংস্কারের জন্য ইতিমধ্যেই প্রায় ২ লক্ষ ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। খুব শীঘ্র কাজ শুরু হবে।

শৌচাগার নিয়ে ক্ষোভ
পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের ভগৎ সিংহ কলোনির কমিউনিটি শৌচাগারটি দীর্ঘ দিন ধরে সংস্কার করা হয়নি বলে অভিযোগ। ফলে বাসিন্দারা সেটি ব্যবহার করতে পারেন না। তাঁদের অভিযোগ, শৌচাগারটি ব্যবহারের অযোগ্য হয়ে যাওয়ায় বিশেষ করে পাড়ার মহিলারা বিপাকে পড়েছেন। পুরসভার সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই মেরামতি ও রক্ষণাবেক্ষণ বাবদ প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হয়েছে।

‘দুর্নীতি’, আটক পাঁচ শিক্ষিকা
মিড-ডে মিল নিয়ে দূর্নীতির অভিযোগে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটি শিশু শিক্ষাকেন্দ্রে চার শিক্ষিকাকে আটকে রেখে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বুধবার ঘটনাটি ঘটেছে অন্ডালের খান্দরার মাঝিপাড়া বীরশামুণ্ডা শিশু শিক্ষাকেন্দ্রে। বাসিন্দাদের অভিযোগ, গত ১২ দিন ধরে মিড-ডে মিল বন্ধ। খাতায় কলমে ছাত্র ছাত্রীর সংখ্যা ১২৬। কিন্তু বাস্তবে ৪৬ জনের বেশি পড়ুয়া আসে না। এ সবের প্রতিবাদে এ দিন তাঁরা বিক্ষোভ দেখান। ওই শিশু শিক্ষাকেন্দ্রের এক শিক্ষিকা বীণা বিশ্বাস বলেন, “এক নেতা সব কিছু দেখাশোনা করেন। এই ব্যাপারে আমরা কিছু বলতে পারব না।” বিকাল ৫টা নাগাদ অন্ডালের বিডিও অনিন্দিতা দে প্রতিনিধি পাঠিয়ে শিক্ষিকাদের উদ্ধার করেন ও তদন্তের আশ্বাস দেন।

কুলটিতে সংবর্ধনা শিক্ষক, কৃতীদের
শিক্ষক দিবস উপলক্ষে সোমবার ২৮ জন শিক্ষক ও ২২টি স্কুলের ৬৬ জন কৃতীকে সংবর্ধনা দিল কুলটির ডিসেরগড় অঞ্চল নাগরিকবৃন্দ শিক্ষক দিবস সমিতি। এ দিন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক সংস্থার তরফে মহাবীর শর্মা জানান, ৩৮ বছর আগে এই সমিতি তৈরি হয়েছিল। তার পর থেকেই প্রতি বছর এই অনুষ্ঠান হয়। অন্য দিকে, সব পেয়েছির আসরের তরফেও এ দিন ৩০ জন শিক্ষক ও ৫০ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.