খাদ্যে বিষক্রিয়া, অসুস্থ ২০ ছাত্র |
শিক্ষক দিবসের অনুষ্ঠান শেষে সুজি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে কয়েক জন ছাত্র। সোমবার সন্ধ্যায় ঝালদা ২ ব্লকের খটঙ্গা উচ্চ বিদ্যালয়ের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুজি খাওয়ার পরে পেট ব্যাথা, বমি ও পায়খানা হয় অনেক পড়ুয়ার। ঝালদা- ২ এর বিডিও অনুপ দত্ত বলেন, “সোমবার অনেক রাত পর্যন্ত কোটশিলা স্বাস্থ্যকেন্দ্রে দফায় দফায় পড়ুয়াদের ভর্তি করান হয়। খাবারে বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়ে পড়ে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।” ওই স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ দেবাশিস মণ্ডল বলেন, “মোট ২০ জনকে ভর্তি করা হয়েছিল। তারা সকলেই সুজি খেয়েছিল। মনে হয়, সুজিতে কোনওভাবে বিষক্রিয়া হয়েছিল।” মঙ্গলবার তাদের অনেককেই স্বাস্থ্যকেন্দ্র থেকে ছেড়ে দেওয়া হয়। প্রধান শিক্ষক ভগীরথ কুমারের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
|
ফার্মাসি কর্মীদের স্বীকৃতি ও গুরুত্বপূর্ণ কর্মী হিসেবে তাঁদের দায়িত্বপালন সুনিশ্চিত করার জন্য মঙ্গলবার জাতীয় স্তরে ‘ফার্মাসি দিবস’ পালন করল ‘অ্যাকাডেমি অফ ফামার্সি ম্যানেজমেন্ট অ্যান্ড গাইডেন্স’। ২০০৭ থেকেই এ ভাবে ৬ সেপ্টেম্বর দিনটি পালন করা হচ্ছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। এই উপলক্ষে গত রবিবার একটি আলোচনাচক্রেরও আয়োজন করা হয় বলে জানান তাঁরা। |