ঢিলেমি, বন্ধ স্কুলের কাজ
নিজস্ব সংবাদদাতা • ফাঁসিদেওয়া |
প্রধান শিক্ষকের গড়িমসিতে দেড় বছর ধরে একটি স্কুলের নতুন ভবনের কাজ অসম্পূর্ণ পড়ে বলে অভিযোগ উঠেছে। ফাঁসিদেওয়ার বিধাননগর সার্কেলের মেজমানগছ প্রাথমিক স্কুলের ঘটনা। সম্প্রতি অভিভাবক এবং বাসিন্দারা সর্বশিক্ষা মিশনের ডি পি ও, ডি আই, কাউন্সিলের চেয়ারম্যান, বিধাননগর সার্কেল এস আই, ফাঁসিদেওয়ার বি ডি ও, পঞ্চায়েত সমিতির সভাপতি ও স্থানীয় পঞ্চায়েত প্রধানের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। ডিপিও সুমেধা প্রধান বলেন, “আমি কোনও অভিযোগপত্র হাতে পাইনি। বিষয়টি দেখা হবে।” এই প্রসঙ্গে বিধাননগর সার্কেল এস আই নরেশ সরকার বলেন, “অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখা হচ্ছে।” পঞ্চায়েত প্রধান জগদীশ সিংহ বলেন, “শুধু স্কুল ভবন নির্মাণ নিয়ে নয়, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বহু বার তাকে বলা হয়েছে। তিনি কোনও কথা কানে তুলছেন না। দেড় বছর ধরে ভবনের কাজ অসর্ম্পূণ পড়ে রয়েছে। ভবন নির্মাণের খরচের হিসেবপত্রও তিনি দিচ্চেন না।” স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, “স্কুল ভবনের কাজ বাবদ অনেকেই টাকা পাবেন। তারা স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে না-পেয়ে হইচই করছেন। স্কুলের পঠনপাঠনের ব্যাঘাত ঘটছে।” যদিও অভিযুক্ত প্রধানশিক্ষক গোপাল পালের সঙ্গে কথা বলার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
|
পাম্পে চা-পাতা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পেট্রোল পাম্পের বিপণিগুলিতে মিলবে মোড়ক বন্দি চা। সোমবার শিলিগুড়ির মাটিগাড়ায় একটি হোটেলে চা প্রস্তুকারী কে বি টি প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থার সঙ্গে এ ব্যাপারে তাদের মউ স্বাক্ষর হয়। উত্তরবঙ্গ, সিকিমে তাদের ২০০ টি বিপণিতে সংস্থার মোড়কবন্দি সিটিসি চা মিলবে। পরে ‘গ্রিন টি’ বিক্রির ব্যবস্থা করা হবে। আইওসি’র জেনারেল ম্যানেজার (বিপণন) ইন্দ্রজিৎ বসু বলেন, “পাম্পগুলিতে জ্বালানি বিক্রি বেশি, তবে লভ্যাংশ কম। তাই পাম্পের বিপণিগুলিতে অন্য পণ্য বিক্রির ব্যবস্থা হচ্ছে। আপাতত উত্তরবঙ্গ এবং সিকিমে আমাদের বিভিন্ন পেট্রোলপাম্পে চা বিক্রি করা হবে।”
|
‘ই-টেন্ডার’
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ই-টেন্ডারিং প্রশিক্ষণ শুরু হল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের দফতরে। মঙ্গলবার এসজেডিএ-র পক্ষ থেকে দু’দিনের ওই প্রশিক্ষণ শুরু হয়। এদিন ৩৬ জনের বেশি ঠিকাদার ওই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন। চলতি মাস থেকেই এসজেডিএ কর্তৃপক্ষ এই ই-টেন্ডারিং ব্যবস্থা চালু করবেন। ঠিকাদারদের যাতে সমস্যা না-হয় সেই জন্যই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এসজেডিএ-র চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য বলেন, “টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছ্বতা আনতে এ পরিকল্পনা হয়েছে। ঠিকাদাররা বাড়িতে বসেই টেন্ডার জমা দিতে পারবেন। সাধারণ মানুষও সাইট খুলে কারা কাজ পেলেন, কাজের অগ্রগতি কেমন জানতে পারবেন।
|
১০ই পঞ্চানন স্মরণ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পঞ্চানন বর্মার তিরোধান দিবসে ১০ সেপ্টেম্বর শিলিগুড়ির নৌকাঘাটে অনুষ্ঠানের আয়োজন করেছে স্মারক সমিতি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য, সুখবিলাস বর্মা, শঙ্কর মালাকার, খগেশ্বর রায়, শিলিগুড়ির মেয়র গঙ্গোত্রী দত্ত, ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা প্রমুখ উপস্থিত থাকবেন।
|
আবসাদে আত্মঘাতী
নিজস্ব সংবাদদাতা • রাজগঞ্জ |
মানসিক অবসাদের জেরে ট্রেনের তলায় ঝাঁপ দিয়ে এক ব্যক্তি আত্মঘাতী হলেন। মঙ্গলবার রাজগঞ্জ থানার পানিকৌড়ি অঞ্চলের ডাক্তারপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। রেল পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম বিমল রায় (৫৫)। বাড়ি ওই এলাকতেই। তিনি অবসাদে ভুগছিলেন বলে পুলিশ জানিয়েছে।
|
আলোচনাসভা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
১১ সেপ্টেম্বর দার্জিলিঙের জিমখানা ক্লাবের ক্ষুদ্র চা চাষিদের সমস্যা ও ভবিষ্যৎ নিয়ে জাতীয়স্তরে আলোচনা সভা হবে। কনফেডারেশন অব ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন ওই কর্মশালার আয়োজক। ক্ষুদ্র চা চাষিরা ছাড়া বিশেষজ্ঞেরাও ওই আলোচনা সভায় অংশ নেবেন।
|
দুর্নীতির অভিযোগে এক সমবায় সমিতির এক সদস্যকে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ। মঙ্গলবার ওই সমবায় সমিতিটির পরিচালন বোর্ডের কাছ থেকে পাওয়া নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বেলাকোবা এলাকার কালী বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বিশ্বনাথ ঝা। সারিয়ামের কালীবাড়ি এলাকায় সমবায় সমিতির দ্বারা পরিচালিত একটি রেশন দোকান রয়েছে। ধৃত বিশ্বনাথবাবু সেই রেশন দোকানের দায়িত্বে ছিলেন। |