• মঙ্গলবার বিকেলে ‘অবস্ট্যাকল কোর্স’ অনুষ্ঠিত হল পুরুলিয়া সৈনিক স্কুলে। টেগোর হাউস, চিত্তরঞ্জন হাউস, প্যাটেল হাউস ও তিলক হাউস- সৈনিক স্কুলের চারটি ছাত্রবাসের মোট ৩১০ জন এই ইভেন্টে অংশ নেয়। দেওয়াল টপকানোর মতো ১৫টি নানা রকমের বাধা পেরিয়ে দলগতভাবে জুনিয়র ও সিমিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয় চিত্তরঞ্জন হাউস। ব্যক্তিগতভাবে সেরা হয়েছে অবিনাশ মাণ্ডি ও সঞ্জীব রাই। উপস্থিত ছিলেন পুরুলিয়া সৈনিক স্কুলের অধ্যক্ষ কর্নেল বি এন ঘোরপাড়ে।
|
• টাইব্রেকারে বিষ্ণুপুর একাদশকে হারিয়ে ডঃঅমলকুমার বিশ্বাস নক-আউট ফুটবল প্রতিযোগিতার খেতাব পেল আয়োজক সংস্থা হাইস্কুলমোড় ফুটবল অ্যাসোসিয়েশন। রবিবার বিষ্ণুপুর স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন আবাসনমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আয়োজক সংস্থার ক্রীড়া সম্পাদক অমল ঘোষ বলেন, “বিষ্ণুপুর ছাড়াও বাঁকুড়া জেলা ও বাইরের ৮টি দল যোগ দিয়েছিল আমাদের এই দ্বিতীয় বর্ষের প্রতিযোগিতায়।”
|
• রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগীয় ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে রামপুরহাট সবুজ সঙ্ঘ ১-০ গোলে গুসকিরা বান্ধব সমিতিকে পরাজিত করে। প্রথম সেমিফাইনালে রামপুরহাট জুনিয়র ফুটবল কোচিং সেন্টার জয়ী হয়। আগামী ১৪ সেপ্টেম্বর সবুজ সঙ্ঘ ও জুনিয়র ফুটবল কোচিং সেন্টারের মধ্যে চূড়ান্ত খেলা হবে সংস্থার নিজস্ব মাঠে। অন্য দিকে, প্রথম বিভাগীয় লিগ ফুটবল প্রতিযোগিতায় আগামী ১২ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনাল খেলা হবে মাড়গ্রাম সোনালী স্পোর্টিং ক্লাব ও আয়াষ নেতাজি বয়েজ ক্লাবের মধ্যে। ১৩ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে খেলবে শুভেচ্ছা স্পোর্টিং ক্লাব ও রামপুরহাট ফুটবল কোচিং সেন্টার। ১৬ সেপ্টেম্বর প্রতিযোগিতার ফাইনাল খেলা। ২ সেপ্টেম্বর গ্রুপ লিগের শেষ পর্যায়ের খেলায় আয়াষ নেতাজি বয়েজ ক্লাব ৩-০ গোলে লোকপাড়া প্রতিবাদ ক্লাবকে পরাজিত করে। ৩ সেপ্টেম্বর শুভেচ্ছা ও মাড়গ্রাম সোনালি স্পোটির্ং ক্লাবের খেলায় ১-১ গোল হয়। ৪ সেপ্টেম্বর রামপুরহাট ফুটবল কোচিং সেন্টার ২-০ গোলে ইয়ুথ শুভেচ্ছা ক্লাবকে হারায়।
|
• সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত কানাইলাল ঘোষ ও চিত্তরঞ্জন পাল স্মৃতি লিগ কাম নকআউট ফুটবলে ৩১ অগস্ট বোলপুর ইয়ং টাউন ক্লাব ৪-০ গোলে সিউড়ি কোচিং সেন্টারকে পরাজিত করে। ১ সেপ্টেম্বর রামপুরহাট ফুটবল কোচিং সেন্টার ও আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের খেলায় ১-১ গোল হয়। ৫ সেপ্টেম্বর পারুলিয়া তরুণ সঙ্ঘ ২-০ গোলে আমোদপুর প্লেয়ার্স অ্যসোসিয়েশনকে পরাজিত করে। আজ, বুধবার মুখোমুখি হবে মাড়গ্রাম সোনালি স্পোটির্ং ক্লাব ও পুরন্দরপুর কেশরী সঙ্ঘ।
|
• সিউড়ি মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলা হবে ১১ সেপ্টেম্বর। কেন্দুয়া স্বামীজি সঙ্ঘ ও সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন মুখোমুখি হবে। ৩ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে কেন্দুয়া স্বামীজি সঙ্ঘ ১-০ গোলে আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশনকে হারায়। পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন টাইব্রেকারে ৪-৩ গোলে সিউড়ি গোল্ড স্টার ক্লাবকে পরাজিত করে।
|
• রামপুরহাট ১ ও ২ ব্লক আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হল শ্যামপাহাড়ি রামকৃষ্ণ বিদ্যাপীঠ ও প্রতাপপুর হাইস্কুল। মঙ্গলবার রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে শ্যামপাহাড়ি রামকৃষ্ণ বিদ্যাপীঠ ১-০ গোলে রামপুরহাট জীতেন্দ্রলাল বিদ্যাভবনকে পরাজিত করে। আর প্রতাপপুর হাইস্কুল টাইব্রেকারে ৪-৩ গোলে সাহাপুর হাইস্কুলকে পরাজিত করে। |