রাস্তা থেকে একটি পাইথন উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দিলেন বন দফতরের কর্মীরা। শালবনি থেকে উদ্ধার হওয়া ওই সাপটির ওজন প্রায় ১৪ কেজি। লম্বায় ৬ ফুট। মঙ্গলবার বিকেলে শালবনি ব্লকের জাড়া-পাথর কুমকুমির কাছে রাস্তার উপর পাইথনটি দেখতে পান এলাকার মানুষ। পাইথন দেখতে রীতিমতো ভিড় জমে যায়। তখন ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন সিআরপিএফের ৫০ নম্বর ব্যাটেলিয়নের কম্যাডান্ট শঙ্কর সেনগুপ্ত। তিনি দেখেন, একটি সাপকে ঘিরে গ্রামবাসীরা ভিড় জমিয়েছেন। সঙ্গে সঙ্গে যৌথ বাহিনীর স্থানীয় ক্যাম্প থেকে জনা কয়েক জওয়ানকে ডেকে পাঠান তিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের কর্মীরা। তাঁরাই পাইথনটি উদ্ধার করে পিরাকাটার গভীর জঙ্গলে ছেড়ে দেন।
|
চালকের তৎপরতায় ট্রেনের ধাক্কার হাত থেকে রক্ষা পেল একটি দাঁতাল। মঙ্গলবার শিলিগুড়ি থেকে আলিপুর দুয়ারগামী ইন্টারসিটি এক্সপ্রেস সন্ধ্যা ৬টা নাগাদ গুলমা ও সেবকের মাঝে মহানন্দা অভয়ারণ্যে ঘটনাটি ঘটেছে। এদিন ঘোড়ানালা ঝোরার কাছে একটি দাঁতাল হাতি জঙ্গল থেকে বার হয়ে এসে লাইনে চলে আসে। হাতি দেখতে পেয়ে চালক ট্রেনটি থামিয়ে দেন। মিনিট পাঁচেক হাতিটি গভীর জঙ্গলে ঢুকে যায়। হলদিবাড়ির পরিবেশপ্রেমী সংগঠন ন্যাসের সম্পাদক সুজিত দাস বলেন, “হাতিটি রক্ষা পেয়েছে। চালকদের কাছ থেকে এমন তৎপরতায় আমরা আশা করি।” আলিপুরদুয়ারের ডিআরএম সচ্চিদানন্দ সিংহ বলেন, “চালকদের নিয়মিত কাউন্সিলিং করানো হচ্ছে। এতে তাঁদের তৎপরতা বাড়ছে।” |