টুকরো খবর
|
মালিকের চড়, পরে পড়ে গিয়ে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা |
মাংসের দোকানে কাজ করতেন ২৬ বছরের যুবকটি। মালিকের চড় খেয়ে তখনকার মতো সামলে নিয়েও পরে রাস্তায় পড়ে গিয়ে মারা গেলেন তিনি। পুলিশ জানায়, নারকেলডাঙার ওই যুবকের নাম মহম্মদ নাসিম। এ ছাড়াও মঙ্গলবার কলকাতায় আরও দু’টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
নারকেলডাঙায় মহম্মদ শরিফ নামে এক ব্যক্তির মাংসের দোকানে কাজ করতেন নাসিম। কয়েক দিন তিনি দোকানে যাননি। এ দিন নাসিম দোকানে গিয়ে বলেন, তিনি কাজ ছেড়ে দিতে চান। শরিফকে পাওনা মিটিয়ে দিতে বলেন তিনি। তাঁকে চড় মারেন শরিফ। পড়ে যান নাসিম। পুলিশে গিয়ে বিষয়টি জানাবেন বলে ঘটনাস্থল ছাড়েন তিনি। যেতে যেতে রাস্তায় ফের পড়ে যান তিনি। স্থানীয় এক বাসিন্দা তাঁকে ট্যাক্সিতে তুলে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নাসিমকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ জানায়, এ দিন সকালে গরফার রামলাল বাজার রোডের একটি বাড়িতে কোয়েলি চক্রবর্তী নামে এক মহিলার ঝুলন্ত দেহ পাওয়া যায়। গলায় শাড়ি জড়ানো অবস্থায় দেহটি সিলিং থেকে ঝুলছিল। পুলিশের অনুমান, কোয়েলি আত্মঘাতী হয়েছেন। তবে তাঁর ঘরে কোনও সুইসাইড নোট মেলেনি। সকালেই দমদমের অমরপল্লিতে একটি পুকুর থেকে এক অজ্ঞাতপরিচয় প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারাই দেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ জানিয়েছে, মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। অন্য দিকে, সোমবার রাতে আগরপাড়ায় একটি শপিং মলের সামনে থেকে এক ফুটবলারকে তুলে নিয়ে গিয়ে তাঁর মোটরবাইক এবং অন্যান্য জিনিসপত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গৌতম কুজুর নামে ওই ফুটবলার খড়দহ থানায় অভিযোগ করেন। পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য মঙ্গলবার বলেন, “সব জিনিসই উদ্ধার হয়েছে। ব্যক্তিগত শত্রুতা থেকেই এই ছিনতাই বলে সন্দেহ করা হচ্ছে।”
|
দক্ষিণেশ্বরে শ্লীলতাহানি, অভিযুক্ত দুই জওয়ান |
এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগকে ঘিরে মঙ্গলবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণেশ্বর সংলগ্ন আলমবাজার এলাকা। অভিযোগ, নিউ টাউনের বাসিন্দা, বছর একুশের ওই তরুণী রাত ৮টা নাগাদ দক্ষিণেশ্বরে পুজো দিতে যান। আলমবাজারে বাস থেকে নামার সময়েই দু’জন উর্দি পরা জওয়ান তাঁর হাত ধরে টেনে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা এবং সহযাত্রীরা জানান, মেয়েটি চিৎকার করে উঠতেই দুই জওয়ান দৌড়ে পাশে বিএসএফ ক্যাম্পে ঢুকে পড়ে। তরুণী তাদের ধাওয়া করেন। মেয়েটির কথায়, “আমাকে চিৎকার করে দৌড়তে দেখে অনেকে সঙ্গে আসেন। ক্যাম্পের রক্ষীরা সব শুনে শুধু আমাকে ভিতরে ঢুকে ওই দুই জওয়ানকে চিহ্নিত করতে বলেন। কিন্তু তাঁদের কথায় ভরসা করতে পারিনি বলে ভিতরে ঢুকিনি।” তরুণী বাবা-মাকে টেলিফোন করে খবর দেন। তাঁরাও ঘটনাস্থলে চলে আসেন। তরুণীটি বলেন, “ওই দুই জওয়ান এত কুৎসিত ভাষায় কথা বলছিল এবং অঙ্গভঙ্গি করছিল যে, কহতব্য নয়।” তত ক্ষণে স্থানীয় মানুষ ক্যাম্পের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। পরিস্থিতি সামলাতে বেলঘরিয়া ও বরাহনগরের পুলিশ আসে। আসেন উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) জয় বিশ্বাস এবং বেলঘরিয়ার এসডিপিও সুদীপ রায়। তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে জনতা। পুলিশের গাড়িতেই ওই তরুণীকে বরাহনগর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গভীর রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
|
কৃষক নেতা মদনকে ‘সৌজন্য’ মন্ত্রী মদনের |
বিরোধী দলের প্রতি আরও একবার ‘সৌজন্যে’র নজির রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। তাঁর সঙ্গে দেখা করতে মঙ্গলবার মহাকরণে যান কৃষক সভার রাজ্য সভাপতি তথা সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মদন ঘোষ। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ১৩ সেপ্টেম্বর বামপন্থী কৃষক সংগঠনের সম্মেলন হবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম পাওয়ার জন্য আগেই ক্রীড়া দফতরে আবেদন জানিয়েছিল কৃষক সভা। কিন্তু অনুমোদনের চিঠি না-পাওয়ায় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলতেই মহাকরণে গিয়েছিলেন মদনবাবু। ক্রীড়ামন্ত্রীর ‘আন্তরিক ব্যবহারে’ খুশি কৃষক নেতা মদনবাবু। তিনি বলেন, “ক্রীড়ামন্ত্রী একটি বৈঠকে ছিলেন। আমি অপেক্ষা করছিলাম। বৈঠক সেরেই তিনি আমার সঙ্গে কথা বলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়েছেন।” রাজনৈতিক সম্মেলনের ক্ষেত্রে স্টেডিয়ামের ভাড়ায় কিছু আর্থিক ছাড় পাওয়া যায়। সেই ব্যাপারেও ক্রীড়ামন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন বলে মদনবাবু জানান। স্টেডিয়াম ব্যবহারের অনুমতিপত্র আজ, বুধবার মিলবে বলে সিপিএম নেতার আশা।
|
চিড়িয়াখানা চত্বর থেকে খুলতে হবে পতাকা |
চিড়িয়াখানা চত্বরকে ইউনিয়নের পতাকা, ব্যানার, পোস্টার থেকে মুক্ত করতে কড়া পদক্ষেপ নিল সরকার। আন্দোলনকারী কর্মীদের মঙ্গলবার জানিয়ে দেওয়া হল তাঁদের দাবি নিয়ে সরকার নিশ্চয়ই আলোচনায় বসবে, তবে সবার আগে চিড়িয়াখানাকে রাজনৈতিক পতাকা ও স্লোগানমুক্ত করতে হবে। সেখানে এমন পরিবেশ চাই, যাতে দর্শক ও পশুপাখিদের কোনও রকম সমস্যা না হয়। কয়েক মাসের কর্মী আন্দোলনের পরে সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চার মন্ত্রীকে নিয়ে একটি কমিটি তৈরি হয়। এ দিন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের ঘরে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে ছিলেন কমিটির আরও তিন মন্ত্রী হিতেন বর্মণ, ফিরহাদ হাকিম এবং মানস ভুঁইয়া। সেখানেই সিদ্ধান্ত হয় অবিলম্বে চিড়িয়াখানা চত্বর থেকে রাজনৈতিক পতাকা-ব্যানার ইত্যাদি সরিয়ে নেওয়া হবে। আপাতত কোনও আন্দোলন হবে না। কিছু দিন পরে মন্ত্রী কমিটি কলকাতা জুলজিক্যাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে মুখ্যমন্ত্রীর কাছে প্রয়োজনীয় সুপারিশ করবেন। কর্মী সংগঠনের সাধারণ সম্পাদক রাকেশ সিংহ বলেন, “সরকার আমাদের সমস্ত দাবি বিবেচনার আশ্বাস দিয়েছে। তাই আপাতত কর্মী-আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে।”
|
হাসপাতালে ভর্তি সন্ধ্যা মুখোপাধ্যায় |
শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার ভোরে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে ভর্তি হয়েছেন সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর হৃৎস্পন্দনের হারও স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি। ৮০ বছর বয়সের শিল্পীকে ইনটেন্সিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতে হাসপাতালে গিয়ে সন্ধ্যাদেবীকে দেখে আসেন। তাঁদের মধ্যে মিনিট দশেক কথাবার্তাও হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে শিল্পীর চিকিৎসার খরচ দেবে কলকাতা পুরসভা। মমতার সঙ্গে ছিলেন চিকিৎসক সুব্রত মৈত্রও। রাতে হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যাদেবীর ইসিজি এবং রক্তের কিছু পরীক্ষানিরীক্ষা হয়েছে। তিনি স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন।
|
ফের ছিনতাই |
এক দিনের ব্যবধানে ফের ছিনতাই বিধাননগরে। মঙ্গলবার সন্ধ্যায়, জিডি আইল্যান্ডের কাছে। পুলিশ জানায়, মেডিক্যালের এক চিকিৎসক প্রভা বন্দ্যোপাধ্যায় সন্ধ্যায় আইএ মার্কেট থেকে রিকশায় এফই ব্লকে তাঁর বাড়ি যাচ্ছিলেন। জিডি আইল্যান্ডের কাছে তিন দুষ্কৃতী মোটরবাইকে এসে তাঁর হার ছিনিয়ে পালায়। সোমবারই বিডি ব্লকে দুপুরে এক ব্যক্তির থেকে নগদ টাকা ছিনতাই করেছিল বাইক-আরোহী দুষ্কৃতীরা। এ দিন খবর পেয়ে ঘটনাস্থলে যান চেয়ারম্যান পারিষদ দেবাশিস জানা। উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য বলেন, “সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মোটরবাইকের উপরে নজরদারি বেড়েছে। নজরদারির কাজে ত্রুটি আছে কি না, খতিয়ে দেখা হবে।”
|
ট্রেন থেকে নেমেই প্রসব |
হাওড়া স্টেশনের বড় ঘড়ির নীচে কন্যাসন্তান প্রসব করলেন এক যাত্রী। রেল সূত্রের খবর, মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ বেলুড় থেকে ট্রেনে হাওড়ায় আসেন রুণাদেবী নামে ওই মহিলা। সেখানেই তাঁর তীব্র প্রসবযন্ত্রণা শুরু হয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ারও সময় পাওয়া যায়নি। রেলকর্মী এবং কয়েক জন সহযাত্রীর তৎপরতায় বড় ঘড়ির নীচে তাঁর চার পাশে কাপড় টাঙিয়ে দেওয়া হয়। রেলের চিকিৎসকেরা এসে মা ও শিশুর চিকিৎসা করেন। শিশু ও মা সুস্থ আছেন।
|
জেল হেফাজত |
বাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগে মঙ্গলবার জেল হেফাজতের নির্দেশ পেলেন পাঁচ সিপিএম নেতা। তাঁদের মধ্যে তুলসী মাঝি নামে সাতগাছিয়া জোনাল কমিটির এক সদস্যও আছেন। ওই পাঁচ জনের বিরুদ্ধে গত ৬ অগস্ট নোদাখালি থানায় অভিযোগ দায়ের হয়। মঙ্গলবার ওই ঘটনায় অভিযুক্তেরা আলিপুরে অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায়ের এজলাসে আত্মসমর্পণ করতে আসেন। আদালত সূত্রের খবর, অভিযুক্তেরা জামিনের আবেদনও করেন। কিন্তু বিচারক তাঁদের তিন দিনের জেল হেফাজত দেন।
|
জেলে ৭ মোবাইল |
আচমকা তল্লাশিতে আলিপুর সেন্ট্রাল জেলে পাওয়া গেল সাতটি মোবাইল ফোন। কী ভাবে মোবাইলগুলি জেলে পৌঁছল এবং কোন কোন বন্দি সেগুলি ব্যবহার করছিলেন, তা জানতে তদন্ত হচ্ছে। জেল সূত্রের খবর, মঙ্গলবার রাতে তল্লাশির সময় মোবাইলগুলি পাওয়া যায় দরজা ও জানলার ফাঁকে।
|
রেস্তোরাঁয় আগুন |
রেস্তোরাঁয় আগুন লেগে আতঙ্ক ছড়াল। মঙ্গলবার, এজেসি বসু রোডে। দমকলের অনুমান, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লাগে। এক প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যায় রান্না হচ্ছিল। হঠাৎই সিলিন্ডার ফাটার শব্দ। তার পরেই ছড়ায় আগুন। তখন রেস্তোরাঁয় বাইরের কেউ ছিলেন না। দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভায়।
|
তেল নিতে এসে বিমান বিকল |
কলকাতায় এসেছিল তেল ভরার জন্য। তার পরেই বিপত্তি। তেল নিয়ে ওড়ার পরে খারাপ হয়ে গেল ইরানের বিমান। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ওই বিমান সারানোর কাজ চলে। বিমানের ১৯৫ জন যাত্রীকে অন্য বিমানে তেহরানে পাঠানো হয়েছে। বিমানবন্দর সূত্রের খবর, সোমবার রাত ১২টার পরে ইরানের মহান এয়ারলাইন্সের এয়ারবাস-৩১০ আসে ব্যাঙ্কক থেকে। তেল ভরে উড়েও যায়। কয়েক মিনিটের মধ্যে পাইলট এটিসি-কে জানান, যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। সেটি কলকাতায় ফিরে আসে। |
|