মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল লিগের এমএএমসি মাঠের খেলায় বিজয়ী হয় এসবিএসটিসি রিক্রিয়েশন ক্লাব। সোমবার তারা তানসেন এসিকে ২-০ গোলে হারায়। গোল করেন রঞ্জিত হেমব্রম, অনুপ হাঁসদা। অন্য দিকে, গ্যামন ব্রিজ মাঠের খেলায় নবারুণ এসি ২-১ গোলে হারায় ডিএসপিএসএকে। ম্যাচটি পরিচালনা করেন জিতেন রুইদাস, মুকুল মাজি, এমএম কংসবণিক।
|
চ্যাম্পিয়ন শান্তিনগর
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
পূর্ব রেল ডিএসএ আয়োজিত আন্তঃবিদ্যালয় ফুটবলে চ্যাম্পিয়ন হল শান্তিনগর বিদ্যামন্দির। আসানসোল রেল স্টেডিয়ামে তারা সুভাষপল্লি বিদ্যানিকেতনকে ২-১ গোলে হারায়। ফাইনালে সেরা হন বিজিত দলের পিন্টু বাউরি। প্রতিযোগিতার সেরা বিজয়ী দলের ভানু কেওড়া। আয়োজক সংস্থার তরফে জানানো হয়, এ বার প্রতিযোগিতার সুবর্ণ জয়ন্তীতে মোট ১২টি দল যোগ দিয়েছিল। পুরস্কার বিতরণ করেন প্রাক্তন খেলোয়াড় পরিমল বসু।
|
বারাবনিতে ফুটবল
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
মানিক উপাধ্যায় ও দেবাশিস ঘটক স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় মঙ্গলবার জয়ী হল দোমহানি একাদশ। দোমহানি মাঠে তারা বড়থল আদিবাসী কৃষক সমিতিকে ২-০ গোলে হারায়। খেলার সেরা বিজয়ী দলের লক্ষ্মণ বাউরি।
|
জয়ী সকড়া
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
চিচুড়িয়া সুভাষ সমিতি আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় মঙ্গলবার বিজয়ী হল অন্ডালের সকড়া ইউনাইটেড ক্লাব। চিচুড়িয়া মাঠে তারা রামনগর ইন্দ্রজিৎ অ্যাকাডেমিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায়। নির্ধারিত সময়ে ফল ছিল ১-১।
|
স্কুল ফুটবল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
সব পেয়েছির আসর আসানসোল অঞ্চল উন্নয়ন কমিটির উদ্যোগে মঙ্গলবার আন্তঃবিদ্যালয় ফুটবলে প্রথম দিন বিজয়ী হল অরুণোদয় উচ্চ বিদ্যালয়। স্বপন বুড়ো ও গুরুসদয় দত্ত স্মৃতি ফুটবলের এই খেলায় তারা ওল্ড সেশন উচ্চ বিদ্যালয়কে ৩-১ গোলে হারায়।
|
আন্তঃগ্রামীণ ফুটবল
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
পানুরিয়া পঞ্চায়েত আয়োজিত আন্তঃগ্রামীণ ফুটবলে মঙ্গলবার জয়ী হল জামুড়িয়া সিসি। গৌরান্ডি মাঠে তারা দীর্ঘলপাহাড়ি সিধু-কানহু ক্লাবকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ছিল।
|
নৈশ ফুটবল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
মেডিক্যাল কলেজ মাঠে ছাত্রদের দু’দিনের নৈশ ফুটবল লিগে খেতার জিতল বয়েজ হস্টেল ৩-র সৃঞ্জয় একাদশ। লিগের পরে শীর্ষে থাকা দলকে নিয়ে নক আউট ম্যাচ হয়। তাতে সৃঞ্জয় একাদশ ১-০ গোলে হারায় সমীরণ একাদশকে। দলের পক্ষে জয়সূচক গোলটি করেন অরূপরতন মল্লিক।
|
কলেজ ফুটবল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ফুটবলে কাটোয়া কলেজ ৭-০ গোলে হারায় কামারপুকুর শ্রীরামপুর মহাবিদ্যালয়কে। হ্যাট্রিক করেন সুমিত চক্রবর্তী। অপর খেলায় বর্ধমান বিশ্ববিদ্যালয় পিজি বিভাগ অনুপস্থিত থাকায় ওয়াকওভার পায় মেমারি কলেজ।
|
ঈদ উপলক্ষে ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ঈদ উপলক্ষে ক্রীড়ার আয়োজন করেছিল বর্ধমানের পুরাতনচকের জিওয়াইএসএস ক্লাব। পাঁচ দিনের এই প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে স্থানাধিকারী প্রায় ৬০ জন খুদে প্রতিযোগীকে পুরস্কৃৃত করা হয়। এথেন্স অলিম্পিকে যোগদানকারী দুই প্রতিবন্ধী ফুটবলার গৌতম মোহন্ত ও বিশ্বজিৎ রায়কে সংবর্ধনা দেওয়া হয়। |