বিষয়: শিক্ষক দিবস
স্কুলের প্রিন্সিপালরা অনেক সময়েই প্রশ্ন করেন, ‘ছাত্রছাত্রীদের সাধারণ জ্ঞানের শিক্ষা দেওয়ার জন্য স্কুলে কি এক জন ক্যুইজ টিচার থাকা দরকার?’ এর উত্তরে অনেকেই বলেন, সাধারণ জ্ঞান শেখানো যায় না, তাই জি কে টিচার-এর কোনও মানে নেই। কথাটা পুরোপুরি ঠিক নয়। তবে প্রত্যেকেরই এ বিষয়ে নিজের নিজের মত আছে। আজ মহান শিক্ষক সর্বেপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। হ্যাপি টিচার্স ডে!
জানো কি
১৯৬২ সালে সর্বেপল্লী রাধাকৃষ্ণন ভারতের রাষ্ট্রপতি হন। সেই বছর থেকেই তাঁর জন্মদিন ৫ সেপ্টেম্বর ‘শিক্ষক দিবস’ হিসাবে মান্য হয়ে আসছে। শিক্ষকতার সঙ্গে তাঁর আজীবন যে নিবিড় সংযোগ ছিল, তাকে সম্মান জানাতেই এই রীতি প্রচলিত হয়।

১৯৯৪ থেকে বিশ্ব শিক্ষক দিবস হিসাবে গণ্য হচ্ছে ৫ অক্টোবর তারিখটি। দুনিয়া জুড়ে যে সব শিক্ষক সংগঠন কাজ করছে, এই দিনটিতে তাদের কথাই বিশেষ ভাবে স্মরণ করা হয়। ইউনেস্কো-র মতে, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনই এই দিনটি উদ্যাপনের লক্ষ্য।

খ্রিস্টপূর্ব ৩৪৩ সালে ম্যাসিডন-এর রাজা দ্বিতীয় ফিলিপ গ্রিক পণ্ডিত অ্যারিস্টটলকে তাঁর পুত্র আলেকজান্ডারের শিক্ষক হওয়ার জন্য আমন্ত্রণ জানান। অ্যারিস্টটলকে ম্যাসিডনের রয়াল অ্যাকাডেমির প্রধানের পদে নিয়োগ করা হয়। তিনি এই সময়ে কেবল আলেকজান্ডার নয়, ভবিষ্যতের আরও দু’জন রাজাকে পড়িয়েছিলেন টলেমি ও কাসান্দ্রা।

‘নালন্দা’ শব্দটির অর্থ কী? এই বিষয়ে নানা মত আছে। একটা মত ‘নালম্’ মানে পদ্ম, ‘দা’ হল পদ্ম দেওয়া, অতএব নালন্দার অর্থ: যে পদ্মফুল দান করে। আর, পদ্মফুল যেহেতু জ্ঞানের প্রতীক, সুতরাং নালন্দা মানে জ্ঞানদাতা।

কথিত আছে, রাজা অমরশক্তি তাঁর তিন ছেলে বসুশক্তি, উগ্রশক্তি এবং অনেকশক্তিকে নীতিশিক্ষা দেওয়ার জন্য পণ্ডিত বিষ্ণুশর্মাকে অনুরোধ জানালে তিনি তাদের গল্পচ্ছলে নীতিকথা শিখিয়েছিলেন। গল্পগুলিকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। তাই এই গল্পগুলির সংকলনের নাম ‘পঞ্চতন্ত্র’। কনফিউশিয়াস (খ্রিস্টপূর্ব ৫৫১-৪৭৯) ছিলেন চিনের চিন্তাবিদ, রাজনীতিক, শিক্ষক এবং ‘রু’ ধারার জীবনদর্শনের উদ্গাতা।

হাতের কাজের মাধ্যমে শিক্ষাদানের যে পদ্ধতি গাঁধীজি অনুসরণ করেন, রবীন্দ্রনাথ তা অনেক আগেই শান্তিনিকেতনে প্রবর্তন করেছিলেন। বস্তুত গাঁধীজি প্রথমে শান্তিনিকেতন থেকেই বুনিয়াদি স্তরের শিক্ষকদের নিয়ে যান।

বলো তো
জায়গাটি এখন হরিয়ানায়। কথিত আছে, এখানে একটি গ্রাম ছিল, পঞ্চপাণ্ডব দ্রোণাচার্যকে গ্রামটি গুরুদক্ষিণা দিয়েছিলেন। নামটিও সেই সূত্রেই এসেছে। কোন জায়গা?
অন্ধ ও বধির হেলেন কেলারকে সারা জীবন পড়াশোনা শিখিয়েছিলেন এবং তাঁর সহযোগী হিসাবে কাজ করেছিলেন কে?
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, কলকাতা-র গ্রন্থাগারটি কোন ভূতপূর্ব মুখ্যমন্ত্রীর নামে নামাঙ্কিত?
ভারতের কোন প্রাক্তন রাষ্ট্রপতি এখন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র আচার্য?
১৮১৩ সালের ১ মার্চ কোন প্রসিদ্ধ বিজ্ঞানীকে হামফ্রি ডেভি রয়াল ইনস্টিটিউশনে কেমিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করেন?
উত্তর
১) গুড়গাঁও, ২) অ্যান সুলিভ্যান,
৩) বি সি রায়, ৪) এ পি জে আবদুল কালাম, ৫) মাইকেল ফ্যারাডে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.