নোটিস বোর্ড
নালসার ইউনিভার্সিটি অব ল, হায়দরাবাদে ‘বিজনেস ল’স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’-এ দু’বছরের পূর্ণ সময়ের মাস্টার্স ডিগ্রি কোর্স করানো হবে। এর জন্য কম পক্ষে ৫০ শতাংশ নম্বর পেয়ে যে কোনও বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। ওয়েবসাইট: www.nalsar.ac.in

ন্যাশনাল ইনস্টিটিউট অব ব্যাঙ্ক ম্যানেজমেন্ট পুনে-তে ‘ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স’-এ দু’বছরের পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম করানো হবে। এর জন্য কম পক্ষে ৫০ শতাংশ নম্বর পেয়ে স্নাতক স্তরে পাশ করতে হবে। ভর্তি হওয়া যাবে ক্যাট পরীক্ষার মাধ্যমে। ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব ব্যাঙ্ক ম্যানেজমেন্ট’ প্রদেয় পুনের নামে ১,২৫০ টাকার ডিমান্ড ড্রাফট পাঠাতে হবে আবেদনের সঙ্গে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৫ ডিসেম্বর। ওয়েবসাইট: www.nibmindia.org

ইনস্টিটিউট অব সোশাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট-এ দু’বছরের এম বি এ এবং এম এইচ আর এম মাস্টার ডিগ্রি কোর্সে ভর্তির জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। এর জন্য যে কোনও বিষয়ে স্নাতক বা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অথবা পাঁচ বছরের এল এল বি করা থাকতে হবে। আই আই এস ডব্লিউ বি এম, প্রদেয় কলকাতার নামে আবেদন সহ ১,৩০০ টাকার ব্যাঙ্ক ড্রাফট পাঠাতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৯ ডিসেম্বর। ওয়েবসাইট: www.iiswbm.edu

টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ, মুম্বইয়ে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। কোর্সগুলি: ১) ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার ও সিস্টেমস সায়েন্সেস এবং সায়েন্স এডুকেশন-এ পিএইচ ডি, ২) ম্যাথমেটিক্স (বেঙ্গালুরু ক্যাম্পাস) এবং বায়োলজিতে ইন্টিগ্রেটেড পিএইচ ডি, ৩) বায়োলজি এবং ওয়াইল্ডলাইফ বায়োলজি ও কনসারভেশন-এ (বেঙ্গালুরু ক্যাম্পাস) এম এসসি। ওয়েবসাইট: http://univ.tifr.res.in
ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন ইঞ্জিনিয়ারিং শাখায় পাঠরত তফসিলি জাতি, জনজাতি এবং প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য ৩৫টি স্কলারশিপ দেবে। স্কলারশিপের মূল্য প্রতি মাসে ১৫০০ টাকা। আবেদন করার শেষ তারিখ ১২ সেপ্টেম্বর। ওয়েবসাইট: www.ntpc.co.in/Notices

কো নও জার্মান বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠানে একটি গবেষণার কাজ করার জন্য ছ’মাসের ডাড রিসার্চ স্কলারশিপ দেওয়া হবে। পিএইচ ডির ছাত্রদের জন্য স্কলারশিপের মূল্য ১০০০ ইউরো আর স্নাতকোত্তর ছাত্রদের দেওয়া হবে ৭৫০ ইউরো। তা ছাড়া ভারত থেকে জার্মানি যাওয়ার বিমান ভাড়া ও কম্পালসারি হেলথ ইনশিয়োরেন্স-এর অর্থও রয়েছে এই বৃত্তিতে। যোগ্যতা: স্নাতকোত্তর স্তরে প্রথম শ্রেণি থাকতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১ অক্টোবর। ওয়েবসাইট: http://newdelhi.daad.de/mainFrame/home/scholarship.php.


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.