কেরিয়ারের খোঁজে ক্যাঙারুর দেশে
লকাতায় সম্প্রতি হয়ে গেল অস্ট্রেলিয়ান এডুকেশন ফেয়ার। প্রায় ত্রিশটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল। বহু দিন বিদেশে পড়ার জন্য ভারতীয় ছাত্রদের প্রধান পছন্দ ছিল দুটি দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। কিন্তু এখন সেই পছন্দের তালিকায় যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার আটটি ইউনিভার্সিটি শিক্ষকতা ও গবেষণার মানের নিরিখে বিশ্বে সেরাদের দলে পড়ে। এদের ‘গ্রুপ অব এইট’ ইউনিভার্সিটি বলা হয়। এই বিশ্ববিদ্যালয়গুলি হল সিডনি (http://sydney.edu.au/), মেলবোর্ন (http://www.unimelb.edu.au/), অ্যাডিলেড (http://www.adelaide.edu.au/), কুইন্সল্যান্ড (http://www.uq.edu.au/), নিউ সাউথওয়েলস (http://www.unsw.edu.au/), অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (http://www.anu.edu.au/), মোনাশ (http://www.monash.edu.au/) ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া (http://www.uwa.edu.au/)। প্রথম সাতটি প্রতিষ্ঠানই অন্যান্য ইনস্টিটিউটের সঙ্গে উপস্থিত ছিল এই শিক্ষামেলায়।
অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে স্যাট বা জি আর ই দেওয়ার প্রয়োজন হয় না। উচ্চ মাধ্যমিক বা স্নাতকস্তরের ফল এবং আই ই এল টি এস পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে ভর্তি হওয়া যায়। ইঞ্জিনিয়ারিং, আইন, মেডিসিন, আর্কিটেকচার, নার্সিং, ফার্মাসি, এডুকেশন, ইনফরমেশন টেকনলজির মতো অনেক বিষয়ে ব্যাচেলর্স, মাস্টার্স বা পিএইচ ডি কোর্স করা যায়। ইউনিভার্সিটি অব সিডনির প্রতিনিধি ক্রিস লরেন্স জানালেন, আন্তর্জাতিক ছাত্রদের মধ্যে ভারতীয়রা দ্বিতীয় বৃহত্তম। পছন্দের বিষয় ইঞ্জিনিয়ারিং, আই টি, বিজনেস। ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনি-র প্রতিনিধি জুলিয়া সেলির মতে, অস্ট্রেলিয়ায় পেশা হিসেবে নার্সিং খুবই জনপ্রিয়। ফলে অনেক ভারতীয় ছাত্রই নার্সিং পড়তে আগ্রহী হয়। এ ছাড়া ছাত্ররা নানা বিষয়ে পেশাদারি প্রশিক্ষণও নিতে পারে। আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপেরও ব্যবস্থা রয়েছে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে।
আন্ডারগ্র্যাজুয়েট স্তরে পড়াশোনার ক্ষেত্রে খরচ বছরে ১৪-৩৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার। গ্র্যাজুয়েট ডিপ্লোমা, মাস্টার্স বা ডক্টরাল ডিগ্রির জন্য ১৫-৩৬ হাজার অস্ট্রেলিয়ান ডলার। আর ভোকেশনাল এডুকেশনাল ট্রেনিং-এর ক্ষেত্রে কমপক্ষে পাঁচ থেকে ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার। থাকা-খাওয়ার খরচ বছরে অন্তত ১৮ হাজার অস্ট্রেলিয়ান ডলার।
অস্ট্রেলিয়ায় পড়াশোনা সম্বন্ধে জানতে www.studyinaustralia.gov.au ওয়েবসাইট দেখা যাবে। এ ছাড়া আরও বিশদ জানতে যোগাযোগ করতে পারো গ্লোবাল রিচ সংস্থার সঙ্গে। ফোন: ২২৮৩-৫৫৩৭, ৩০৫৩-২০২০, ৩০৫৩- ২০২১।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.