|
|
|
|
|
|
|
চর্ম প্রযুক্তি নিয়ে কেরিয়ার |
যে বিশেষ পদ্ধতিতে কাঁচা চামড়া থেকে চর্মজাত দ্রব্য তৈরি করার জন্য উপযুক্ত চামড়া তৈরি করা হয় তাকে বলে লেদার টেকনলজি। আমাদের নিত্য প্রয়োজনীয় জুতো, চটি, ব্যাগ ইত্যাদি এই ধরনের চামড়া দিয়েই তৈরি হয়।
কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের লাগোয়া গভর্নমেন্ট কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনলজি-তে বি টেক এবং এম টেক কোর্স আছে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে এখানে বি টেক কোর্সে ভর্তি হতে হয়। প্রতিষ্ঠানে দু’বছরের একটি সার্টিফিকেট কোর্সও আছে। কোর্সটির জন্য যোগ্যতা লাগে মাধ্যমিক পাশ। বজবজের সেন্ট্রাল ফুটওয়্যার ট্রেনিং সেন্টারে ফুটওয়্যার টেকনলজি এবং লেদার গুডস টেকনলজি-তে ডিপ্লোমা কোর্স আছে। ৩ বছরের ডিপ্লোমা কোর্স দু’টির জন্য পলিটেকনিক জয়েন্ট এন্ট্র্যান্স পরীক্ষা দিতে হয়। কোর্স দু’টি করার পর ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে লেদার টেকনলজির দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়ার সুযোগ আছে। এ ছাড়া সর্বভারতীয় স্তরেও এই সূত্রে উল্লেখযোগ্য কয়েকটি প্রতিষ্ঠান আছে। চেন্নাইয়ের সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট-এ লেদার গুডস টেকনলজি এবং ফুটওয়্যার টেকনলজি, দু’টি বিষয়ই পড়ানো হয়। এ ছাড়া, হারকোর্ট বাটলার টেকনিক্যাল ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনলজিতেও লেদার টেকনলজি ও আনুষঙ্গিক বিষয়ে কোর্স করা যায়।
• রাজ্যে লেদার টেকনলজিতে বি টেক করতে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্র্যান্স পরীক্ষা দিতে হয়।
• এই বিষয়ে ডিপ্লোমা কোর্স করারও সুযোগ রয়েছে।
• শিক্ষকতা বা চর্মশিল্প সংক্রান্ত বিভিন্ন সংস্থায় কাজের পাশাপাশি স্বাধীনভাবে ব্যবসাও করা যায়। |
|
দ্বাদশ শ্রেণিতে পাঠরত। উচ্চ মাধ্যমিকের পর হোটেল ম্যানেজমেন্ট পড়তে চাই। কোথায় পড়া যাবে? খরচ কত? ভবিষ্যতে চাকরির সুযোগ কেমন রয়েছে?
সুদীপ্ত হালদার, আন্দুল
হোটেল ম্যানেজমেন্টে ডিগ্রি কোর্স পড়তে হলে উচ্চ মাধ্যমিকের পর ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব টেকনলজি-র প্রবেশিকা পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয়। এ ছাড়াও কয়েকটি প্রতিষ্ঠানের নিজস্ব সংরক্ষিত আসনে সরাসরি ভর্তি হওয়া যায়। হোটেল ম্যানেজমেন্ট প্রশিক্ষণের কয়েকটি প্রতিষ্ঠান হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট (http://www.iihm.ac.in/)। এখানে ৩ বছরের কোর্সের জন্য খরচ পড়ে ১ লক্ষ ৪৯ হাজার টাকা। এখানে স্নাতকোত্তর কোর্সও পড়ানো হয়। এন আই পি এস স্কুল অব হোটেল ম্যানেজমেন্ট-এ এই বিষয়ে স্নাতকস্তরে ভর্তির সময় ৫০,০০০ টাকা দিতে হয়। যোগাযোগ: ২৩৫৮-৬৪৭৬। গুরু নানক ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট (http://gnihm.ac.in/)-এ স্নাতকস্তরে ৩ বছরের কোর্সে সরাসরি ভর্তি হলে খরচ পড়বে ২ লক্ষ ৬০ হাজার টাকা। এখানে স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে খরচ পড়বে ১ লক্ষ ৮০ হাজার টাকা।
দক্ষিণ কলকাতার তারাতলায় ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট (http://www.ihmkolkata.org/) নামে একটি সরকারি প্রতিষ্ঠান আছে। এখানে ব্যাচেলর অব হোটেল ম্যানেজমেন্ট কোর্স পড়তে হলে সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষার মাধ্যমে আসতে হবে। এখানে ৩ বছরের জন্য খরচ হবে আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা। তবে স্নাতকোত্তর পড়ার কোনও সুযোগ নেই এখানে।
বর্তমানে হোটেল ম্যানেজমেন্ট পড়ে শুধু হোটেলে নয়, বিভিন্ন সরকারি ও বেসরকারি বিমান সংস্থা, কলসেন্টার, রিটেল পরিষেবা, হাসপাতাল, ব্যাঙ্ক, বিমা, ট্র্যাভেল এজেন্সি, শপিং মল প্রভৃতি জায়গায় কাজ পাওয়া যায়। অনেকে রেলওয়ে বা সেনাবাহিনীর ক্যান্টিন চালানোরও দায়িত্ব পান। এ ছাড়া বিভিন্ন হোটেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে ফ্যাকাল্টি হিসেবেও যোগ দেওয়া যায়। বর্তমানে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। ভবিষ্যতে আই সি সি পরিচালিত ক্রিকেট ম্যাচগুলিতে ‘আম্পায়ারিং’ করতে চাই।
এ জন্য কি পরীক্ষা দিতে হবে? কী যোগ্যতা থাকা প্রয়োজন?
নাম প্রকাশে অনিচ্ছুক
আম্পায়ারিং করতে হলে জাতীয় দলের খেলোয়াড় হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা অথবা ক্লাব স্তরের ম্যাচ খেলানোর ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর পর জেলা অথবা রাজ্যের আম্পায়ারিং অ্যাসোসিয়েশন-এ সদস্যপদ এবং ট্রেনিং-এর জন্য নাম নথিভুক্ত করতে হয়। কোর্সে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা দিতে হবে। কোর্সের প্রথম ধাপটিকে বলে জি এল-৬ কোর্স এখানে জেলা, রাজ্য ও জাতীয় স্তরের এক দিন এবং অন্য ম্যাচগুলির নিয়মাবলি শেখানো হয়। এই কোর্সে ৮০ শতাংশ পেয়ে পাশ করলে জি এল-৫ কোর্স পড়া যাবে।
জি এল-৬ পাশ করলে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণির ক্রিকেট এবং স্কুল স্তরের ক্রিকেট খেলায় আম্পারিং করা যায়। জি এল-৫ কোর্সে খেলার অন্যান্য নিয়ম ছাড়াও মাঠের ম্যান ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। কোর্স শেষে প্রথমে ঘরোয়া ক্রিকেটে এবং পরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দ্বারা বিবেচিত হলে আন্তর্জাতিক আম্পায়ারিং প্যানেলে নথিভুক্তির জন্যও নাম পাঠানো হয়। বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে www.mumbaicricket.com ওয়েবসাইটে। |
|
|
ফোকাস
সঞ্জয় মুখোপাধ্যায়
শিক্ষক, যাদবপুর বিশ্ববিদ্যালয় |
|
ফিল্ম স্টাডিজ নিয়ে স্নাতকস্তরে পড়তে চাই। কোথায় পড়ব? উচ্চশিক্ষা করার কী সুযোগ রয়েছে?
অভি রায়, বহরমপুর
‘ফিল্ম স্টাডিজ’ বিষয়টি বিএ অনার্স হিসেবে কোথাও পড়ানো হয় না। তবে, এ রাজ্যে সেন্ট জেভিয়ার্স, লোরেটো, ঋষি বঙ্কিম, বহরমপুর, মুরলীধরের মতো আট-ন’টা কলেজে স্নাতক স্তরে ৩ বছরের জেনারেল পাস কোর্স পড়ানো হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এটি ‘এক্সট্রা ডিপার্টমেন্টাল’ বিষয় হিসেবে স্নাতকস্তরে পাস কোর্সে ২ বছর পড়ানো হয়। তবে, যাদবপুরে বিশ্ববিদ্যালয় এবং বারাসাতের স্টেট বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজ-এ ২ বছরের মাস্টার্স কোর্স আছে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে এম এ, এম ফিল এবং পিএইচ ডি করা যায়। এ ছাড়া, হায়দরাবাদের ইংলিশ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি, বেঙ্গালুরুর সেন্টার ফর দ্য স্টাডি ইন কালচার অ্যান্ড সোসাইটি-তে এই বিষয়ে উচ্চশিক্ষা করা যায়। কলকাতার এসআরএফটিআই-তে সিনেমায় ৩ বছরের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স আছে। এখানে সাড়ে দশ মাসের কমপালসারি ইন্টিগ্রেটেড কোর্সের পর স্পেশালাইজেশন করার সুযোগ আছে। |
|
দেশের ভিতরে পড়াশোনা, ট্রেনিং-এর নানান সুযোগসুবিধের
বিষয় জানানো হবে এই কলামে। এ বিষয়ে প্রশ্ন পাঠাও।
খামের উপর লেখো:
হোম পেজ, প্রস্তুতি,
আনন্দবাজার পত্রিকা,
এ বি পি প্রাঃ লিঃ,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০ ০০১ |
|
|
|
|
|
|