উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার আদালতের ‘ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশন’-এর নতুন ভবনের উদ্বোধন হল। শনিবার নতুন ভবনের উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অসীম চট্টোপাধ্যায়। এই উপলক্ষে আদালতে চত্বরে বৃক্ষরোপণও করা হয়। এ দিন ভবনের উদ্বোধন করে কোনওকম সরকারি সাহায্য ছাড়াই এই উদ্যোগের প্রশংসা করেন বিচারপতি। সংক্ষিপ্ত ভাষণে বর্তমান আইনি ব্যবস্থায় বিচারপতি থেকে আইনজীবী সকলের দায়িত্বশীলতার কথা স্মরণ করিয়ে দেন তিনি। অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবব্রত গোলদার নতুন ভবনের আরও উন্নতির কথা বলেন। এই উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।
|
ছেলের সামনে মাকে গুলি করার হুমকি দিয়ে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। শনিবার রাতে, টিটাগড়ের পার্ক রোডে। পুলিশ জানায়, গঙ্গার ধারে অন্নপূর্ণা মন্দিরের পাশেই বাড়ি দীনেশ গুপ্তের। তাঁর প্রতিবেশী ও স্থানীয় কাউন্সিলর রমেশ সাউ বলেন, “সম্প্রতি জমি বিক্রি করে দীনেশ টাকা পেয়েছিলেন, দুষ্কৃতীরা তা জানত। মহিলাদেরও মারধর করে।” পুলিশ জানায়, দুষ্কৃতীরা ক’জন ছিল, তা স্পষ্ট নয়। অন্য দিকে, শনিবার ঘোলায় একটি ফাঁকা বাড়িতে গয়না ও ঘড়ি চুরির অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, গৃহকর্তা অরূপ দাস ও তাঁর স্ত্রী রাতে ফিরে দেখেন, আলমারি খোলা। পুলিশের সন্দেহ, পরিবারের পরিচিত কেউ এতে জড়িত। |