সংস্থার দুই কর্মী অপহরণে ধৃত ২, গ্রেফতার মালিকও
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
একটি বেসরকারি সংস্থার দুই কর্মীকে অপহরণ করে ১০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগে সংস্থারই দুই এজেন্টকে গ্রেফতার করল পুলিশ। হলদিয়ার দুর্গাচক এলাকার ওই বেসরকারি সংস্থাটির অপহৃত কর্মী রাজীব মণ্ডল ও শেখ আসরাফুলকে শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। রাজীব বর্ধমানের রায়নার ও শেখ আসরাফুল কলকাতার বাগুইআটির বাসিন্দা। ধৃত এজেন্ট দীপক জানার বাড়ি নন্দীগ্রামের তৃতীয়খণ্ড-জালপাই গ্রামে। সেখান থেকেই উদ্ধার করা হয়েছে ওই দুই কর্মীকে। গ্রেফতার করা হয়েছে সোমনাথ বক্সী নামে ওই সংস্থার আরও এক এজেন্টকে। সোমনাথের বাড়ি হলদিয়ার গারুঘাটায়। পুলিশের দাবি, সংস্থাটির বিরুদ্ধে আগেও প্রতারণার অভিযোগ উঠেছিল। তারই ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে সংস্থার মালিক শেখ জিন্নার আলিকেও। তাঁর বাড়ি বর্ধমানের রায়নায়। রবিবার ধৃতদের আদালতে তোলা হয়। বিচারক ধৃত জিন্নার আলিকে তিন দিনের পুলিশ হেফাজত ও বাকি দু’জনকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশের দাবি, শেখ জিন্নার আলি দুর্গাচকে অফিস খুলে বিভিন্ন সংস্থায় চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলতেন। সংস্থারই এজেন্ট হিসাবে কাজ করতেন দীপক ও সোমনাথ। চাকরির প্রতিশ্রুতি দিয়ে বেশ কিছু যুবকের কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকা তুলে ওই সংস্থায় জমা দিয়েছিলেন দুই এজেন্ট। পরে চাকরি না পেয়ে ওই যুবকেরা দীপক ও সোমনাথের উপরে চাপ দিচ্ছিল। শুক্রবার বিকেলে হলদিয়ার রানিচকে বাসস্ট্যান্ড থেকে রাজীব ও আসারফুলকে অপহরণ করে নিয়ে যায় বলে দীপক ও সোমনাথের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন জিন্নার। রাতে মুক্তিপণ চেয়ে জিন্নারকে ফোন করে বলে অভিযোগ। পুলিশ মোবাইলের সূত্র ধরে দীপকের বাড়ি থেকে দু’জনকে উদ্ধার করে।
|
মৎস্যজীবীদের নিয়ে আলোচনা
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
পূর্ব মেদিনীপুর জেলার মোট জনসংখ্যার দশ শতাংশ মানুষ সামুদ্রিক মৎস্যশিকারের উপর নির্ভরশীল হওয়া সত্ত্বেও রাজ্যে ৩৪ বছরের বাম জমানায় মৎস্যজীবীদের জীবন-জীবিকার মানোন্নয়নের কোনও চেষ্টা হয়নি বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারী। শনিবার দিঘার মেরিন অ্যাকোয়ারিয়ামে মৎস্যজীবীদের নিয়ে এক আলোচনা শিবিরে শিশিরবাবু আরও বলেন, “নতুন মা-মাটি-মানুষের সরকারের আমলে মৎস্যজীবীরা যাতে সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন সে দিকে নজর রাখতে হবে।” পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই আলোচনাসভায় অন্য বক্তাদের মধ্যে ছিলেন বেনফিশের চেয়ারম্যান ও বিধায়ক অখিল গিরি, জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন জেলার সভাধিপতি গাঁধী হাজরা, জেলাশাসক রাজীবকুমার, অতিরিক্ত জেলাশাসক রামকৃষ্ণ মণ্ডল ও সুমিতা মিত্র দেব প্রমুখ।
|
ক্রীড়া সরঞ্জাম বিলি
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
নেহেরু যুব কেন্দ্রের তরফে পূর্ব মেদিনীপুরের ৩৬টি ক্লাবকে ক্রীড়া সরঞ্জাম প্রদান করা হল। শনিবার তমলুকের নোনাকুড়ি বাজারে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাঘরে এই উপলক্ষে একটি অনুষ্ঠান হয়। সরঞ্জাম তুলে দেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব পাঁশকুড়ার বিধায়ক বিপ্লব রায়চৌধুরী, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিভাস কর প্রমুখ।
|
মহিলা তৃণমূলের সভা
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
তৃণমূলের মহিলা সেলের জেলা স্তরের সম্মেলন হল পূর্ব মেদিনীপুরের সদর তমলুক শহরে। রবিবার শঙ্করআড়ার একটি সভাঘরে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক স্মিতা বক্সি, মালা সাহা।
|
মহিলা তৃণমূলের সভা
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
তৃণমূলের মহিলা সেলের জেলা স্তরের সম্মেলন হল পূর্ব মেদিনীপুরের সদর তমলুক শহরে। রবিবার শঙ্করআড়ার একটি সভাঘরে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক স্মিতা বক্সি, মালা সাহা। |