‘শাস্তি’র মুখে ৪ পুলিশকর্মী
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
টহলদারির কাজে গাফিলতির অভিযোগে কোতোয়ালি থানার এএসআই প্রমোদ বেরাকে সাসপেন্ড করলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী। শো-কজ করা হয়েছে ৩ কনস্টেবলকে। তাঁদের নাম শঙ্কর মাহাতো, স্বপন দাস, সুধাংশু বাগ। ওই তিন জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার রাতে মেদিনীপুরে টহলদারির দায়িত্ব থাকা সত্ত্বেও তাঁরা শহরে না থাকায় এই নির্দেশ। রাতেই পুলিশ খবর পায় শহরে যে টহলদারি ভ্যান থাকার কথা, সেটি নেই। কোতোয়ালি থানার আই সি পবিত্র বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ শহর লাগোয়া ৬০ নম্বর জাতীয় সড়কে গিয়ে ভ্যান-সহ ওই পুলিশকর্মীদের খোঁজ পায়। এর পরই ওই ৪ জনের বিরুদ্ধে রিপোর্ট দেন আইসি। অভিযোগ, টহলদারিতে ফাঁকি দিয়ে পুলিশের একাংশ জাতীয় সড়কে গাড়ি থামিয়ে টাকা আদায় করে। সেই সুযোগে চুরি-ছিনতাইও বাড়ছে।
|
তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা রোড |
তৃণমূলের গোষ্ঠী-দ্বন্দ্বের জেরে চন্দ্রকোনা রোডের নয়াবসত হাইস্কুলে নির্বাচনের দিনটিও নির্বিঘ্নে কাটল না। রবিবার স্কুলের পরিচালন সমিতিতে অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল। ভোট পর্ব শুরু হতেই দুই গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু’পক্ষের মোট ছ’জন আহত হয়েছেন। তিন জনের আঘাত গুরুতর। গত বুধবার স্কুল ভোটের প্রচারকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই চরমে পৌঁছেছিল। জখম হয়েছিলেন ১৮ জন। এই স্কুলভোটে অন্য কোনও দল প্রার্থী দেয়নি। তৃণমূলেরই দু’টি গোষ্ঠী আলাদা আলাদা ভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। এ দিন ভোট শুরু হতেই সংঘর্ষ বাধে। সকাল থেকেই স্কুলের আশপাশে দু’পক্ষেরই সমর্থকেরা জড়ো হয়েছিল। মোতায়েন ছিল প্রচুর পুলিশ। অভিযোগ, পুলিশের সামনেই সংঘর্ষ হয়। ভোটারদের বাড়ি গিয়ে ভোট দিতে না আসার কথা বলা হয় বলেও অভিযোগ। ক’দিন আগেই ক্ষীরপাই বালিকা বিদ্যালয়ের ভোটেও সংঘর্ষে জড়িয়ে পড়েছিল তৃণমূলের দু’টি গোষ্ঠী। একের পর এক এই ধরনের ঘটনায় ক্ষুব্ধ দলের জেলা সভাপতি দীনেন রায় বলেন, “দলের পক্ষ থেকে ব্লক সভাপতিদের রিপোর্ট দিতে বলা হয়েছে। ঘটনায় যারা যুক্ত তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা চলছে।”
|
দুর্ঘটনায় মৃত তরুণ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পথ দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হল রেলশহরে। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটে খড়্গপুর শহরের ইন্দা এলাকায়। মৃতের নাম গণেশ মিশ্র (১৯)। তাঁর বাড়ি বিদ্যাসাগরপুরের কাছে মশলাপট্টিতে। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে গণেশপুজোর বিসর্জন দেখতে ইন্দার কাছে গিয়েছিল গণেশ। তখনই একটি লরির ধাক্কায় তাঁর মৃত্যু হয়।
|
সংগঠন তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আগেই ভেঙে গিয়েছিল সিপিএম প্রভাবিত ‘পশ্চিমবঙ্গ কলেজ শিক্ষাকর্মী ইউনিয়ন’-এর খড়গপুর কলেজ ইউনিট। অধিকাংশ সদস্য তৃণমূলে যোগ দিতে চেয়ে আবেদন করেছিলেন। জেলা তৃণমূল নেতৃত্বের অনুমতি পেয়ে তাঁরা নতুন সংগঠন গড়লেন। ‘খড়গপুর কলেজ জাতীয়তাবাদী শিক্ষাকর্মী’ নামের এই নতুন সংগঠনের প্রথম কনভেনশন হল। রবিবার কনভেশনে উপস্থিত ছিলেন বিধায়ক মৃগেন মাইতি, পুরপ্রধান জহরলাল পাল, তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়। কলেজে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে ৪৬ জন শিক্ষাকর্মীর মধ্যে ৩৪ জন নতুন এই সংগঠনে যোগ দিয়েছেন।
|
শতবর্ষে পদার্পণ করল শালবনি সিদাডিহি প্রাথমিক বিদ্যালয়। এই উপলক্ষে রবিবার স্কুল চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শালবনির বিডিও দুলেন রায়-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দুপুরে এক অনুষ্ঠানে সিদাডিহি ও সংলগ্ন এলাকার ৩৯০ জন ছাত্রছাত্রীর মধ্যে স্কুলের ব্যাগ, খাতা, কলম, পোশাক, জুতো বিতরণ করা হয়। |