|
|
|
|
কঠোর পরিশ্রমের সেরা উদাহরণ পার্থিব-রাহানে |
রবি শাস্ত্রী |
সফরটাই দুর্ভাগ্যের ভেবে নিলে ভারতীয়দের ক্ষমা করে দিতে হয়। প্রথম একদিনের ম্যাচটায় সব কিছু ঠিকঠাক করেও জেতা গেল না। আবার মাথাচাড়া দিল সফরের প্রথম থেকে তাড়িয়ে বেড়ানো চোট সমস্যা। গত সপ্তাহে ভারত চোটের জন্য যত ক্রিকেটার হারিয়েছে, কোনও টিম কখনও হারায় কি না সন্দেহ। আমি নিশ্চিত, প্রথম সুযোগেই ইংল্যান্ডের উপকূল ছাড়তে চাইবে ভারত।
কিন্তু কয়েকজন প্রতিভাবান তরুণের কাছে ব্যাপারটা তেমন নয়। যেমন পার্থিব পটেল ও আজিঙ্ক রাহানে। পার্থিব বরাবরের সাহসী, যে ১৭ বছর বয়সে ইংল্যান্ডে অভিষেক হওয়ার পরে নানা উত্থান-পতনের মধ্যে দাঁত কামড়ে লড়ে গিয়েছে। রাহানে আবার এতদিনে নিজের পছন্দের একটা মঞ্চ পেয়েছে। ওর রানের খিদে আছে এবং ওকে উপযুক্ত সুযোগ দেওয়া উচিত। পরিশ্রম কেন পুরস্কার দেয়, তার সেরা দুটো উদাহরণ। পার্থিব আক্রমণাত্মক ব্যাট, উইকেটের চারধারে মারতে পছন্দ করে। মাটির তুলনায় আকাশে বল বেশি মারে, কিন্তু এই ট্যাকটিক্সের জন্য এখন পর্যন্ত ওর ব্যাটিংয়ের কোনও ক্ষতি হয়নি। সূক্ষ্ম কাটও মারতে পারে এবং ক্রিজে থাকলে ওকে আটকানো কঠিন। রাহানে বরং অনেক বেশি ব্যকরণসম্মত, ভাল টেকনিক, মাথা সোজা। সুযোগ পেয়েই পুল করতে পারাটা দেখে আমি বেশ অবাক হয়েছি। ভারতের তরুণরা ইংল্যান্ডের শর্ট বলকে এ ভাবে বুক চিতিয়ে মোকাবিলা করছে দেখে ভাল লাগল।
ভাল শুরুটা আগামী চার ম্যাচে কাজে লাগাতে হবে। |
|
|
|
|
|