টুকরো খবর
|
আজ হয়তো প্রথম ম্যাচ সুনীল-নবির |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সুনীল ছেত্রী ও রহিম নবি নেমে পড়তে পারেন আজ মোহনাগানের প্রস্তুতি ম্যাচে। মরসুমে প্রথম বারের জন্য। বিপক্ষ ভাইচুং ভুটিয়ার সিকিম ইউনাইটেড। ইস্টবেঙ্গল খেলবে কাস্টমসের বিরুদ্ধে। অ্যালান গো আর ওপারার প্রথম দলে জায়গা পাকা। তৃতীয় বিদেশির জায়গায় টোলগের আর পেনের মধ্যে যে কোনও একজন খেলবেন। এত দিন কোচ স্টিভ ডার্বির আক্ষেপ ছিল নবি-সুনীলকে অনুশীলনে না পাওয়ার। জাতীয় দলের বিদেশ-সফর থেকে ফিরে তাঁরা গত সপ্তাহেই যোগ দিয়েছেন অনুশীলনে। তাঁদের ফিটনেসে সন্তুষ্ট কোচ ডার্বি। পুরো দল হাতে পেয়ে এখন তিনি চাইছেন কঠিন বিপক্ষের সঙ্গেই ম্যাচ খেলতে। বলেন, “সিকিমের মতো কঠিন দলের বিরুদ্ধেই এখন দলকে ঝালিয়ে নিতে চাই।” মাত্র কিছু দিন আগেই ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছিল সিকিম ইউনাইটেড। তাই মোটেই হালকা করে দেখছেন না ভাইচুংয়ের দলকে। ট্রেভর মর্গ্যানের অনুশীলনে ছুটি থাকলেও মোহনবাগানের পুরো দলই রবিবার সকালের অনুশীলনে হাজির ছিল। ওডাফা-ব্যারেটোকেই প্রথম দলে রাখছেন ডার্বি। “ওডাফা-ব্যারেটো-স্টোরিকে প্রথম দলে রাখছি। সুনীল-নবিকেও এই ম্যাচে দেখে নিতে চাই।” তিন বিদেশি খেলাবেন বলে আজ তাঁর প্রথম দলে সুযোগ পাচ্ছেন না হাদসন লিমা। তবে মোহনবাগান মাঠের বড় ঘাস নিয়ে এখনও অস্বস্তিতে ডার্বি। “ফুটবলারদের সুবিধার জন্যই ঘাস ছাঁটতে বলেছি।” মাঠ ছেড়ে যাওয়ার আগে ওডাফার মুখে প্রশংসা শোনা গেল দুই প্রতিবেশী দেশের দুই স্ট্রাইকারের। এক জন হোসে র্যামিরেজ ব্যারেটো। বললেন, “ব্যারেটো অসাধারণ ফুটবলার। ওর পাশে খেলাটা উপভোগ করছি।” অন্য জন লিওনেল মেসি। কোচ ডার্বি ফ্রেন্ডলি-ম্যাচ বলে আর্জেন্তিনা-ভেনেজুয়েলা ম্যাচটি দেখেননি। ওডাফা কিন্তু দেখেছেন এবং তাঁর চোখে এখনও যেন ঘোর লেগে আছে। “মেসি সে দিন কী ফুটবলটাই না খেলল!”
|
মহমেডানের জয়, আবার হারল ভবানীপুর |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কালীঘাটকে ২-০ গোলে হারিয়ে কলকাতা প্রিমিয়ার লিগে নিজেদের অভিযান শুরু করল মহমেডান। রবিবারের ম্যাচে মহমেডানের দুই গোলদাতা গৌতম কুজুর এবং ফেলিক্স। সাদা-কালো কোচ অলোক মুখোপাধ্যায়ের গলায় অবশ্য কোরিয়ান মিডফিল্ডার হ্যানউকের প্রশংসা। ম্যাচের পর তিনি বললেন, “কালীঘাটের রক্ষণকে তছনছ করে দিল একা হ্যানউকই। মাঠের ডান প্রান্ত জুড়ে আতঙ্ক ছড়িয়ে রেখেছিল। মন্দ ভাগ্যের জন্যই গোল পেল না ছেলেটা। আমার কাছে আজকের আসল ম্যান অব দ্য মা্যচ ও-ই।” কালীঘাটের বিরুদ্ধে আরও তিন-চার গোলে জিততে পারত মহমেডান। হল না শুধু বিকাশ নার্জিনারি এবং ফারুকের ঘন ঘন সুযোগ নষ্টের জন্য। এয়ারলাইন্স কাপের ফাইনালে কালীঘাট মিলন সমিতির কাছে হেরে যাওয়ার পর প্রচণ্ড ভেঙে পড়েছিলেন সাদা-কালো ফুটবলাররা। সেখানে প্রিমিয়ার লিগের শুরুতেই এই জয়ে সুরয মণ্ডল-গৌতম কুজুররা আবার আত্মবিশ্বাস ফিরে পাবেন বলে মনে করছেন অলোক। বলছিলেন, “এই জয়টা খুব দরকার ছিল। ফেডারেশন কাপের আগে এটাকেই প্রস্তুতি ম্যাচ ভেবে খেলতে নেমেছিলাম।” মহমেডান জিতলেও ভবানীপুরের জয়ের খরা কাটল না। পুলিশ এসি-র তরুণ ব্রিগেড ১-০ গোলে হারাল দীপেন্দু বিশ্বাস-মার্কোসদের। প্রিমিয়ার লিগে এই নিয়ে টানা দু’টো ম্যাচ হারল তারা। বিরতির ঠিক আগে ম্যাচের একমাত্র গোলটি করেন ইনামুয়েল। অন্য দিকে, পোর্ট ট্রাস্টের সঙ্গে ১-১ ড্র করল পিয়ারলেস।
|
ব্রাজিলের জার্সিতে রোনাল্ডিনহো |
নিজস্ব প্রতিবেদন |
প্রায় সাড়ে ন’মাস পর ব্রাজিলের সোনালি হলুদ জার্সি গায়ে উঠতে চলেছে রোনাল্ডিনহো গাউচো-র। সোমবার ঘানার বিরুদ্ধে লন্ডনের ক্র্যাভেন কটেজে তাঁকে খেলাতে চান কোচ মানো মেনেজেস। সবাইকে অবাক করেই তিনি ফিরিয়ে আনছেন রোনাল্ডিনহোকে।
গত বিশ্বকাপে ২৩ জনের দল থেকে রোনাল্ডিনহোকে বাদ দিয়েছিলেন সেই সময়ের কোচ কার্লোস দুঙ্গা। বিশ্বকাপের শেষ আটে থেকে বিদায় নেওয়ার পর চাকরি যায় দুঙ্গার। এর পর অনেকেই ভেবেছিলেন, নতুন কোচের হাত ধরেই হয়তো দলে ফিরবেন রোনাল্ডিনহো। মেনেজেস জমানায় তিনি সুযোগ পেয়েছেন একটিই ম্যাচে। গত নভেম্বরে দোহায় মেসির একমাত্র গোলে আর্জেন্তিনার কাছে হারে ব্রাজিল। এর পর দলে তরুণ রক্তের খোঁজে শুধু রোনাল্ডিনহো নয়, কোপা আমেরিকার দল থেকে বাদ পড়েন কাকা-ও।
|
হকিতে জাপানের সঙ্গে ড্র ভারতের |
সংবাদসংস্থা • ওর্দোস |
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুটা দারুণ করার পরের ম্যাচেই সুযোগ নষ্টের পুরনো রোগে ফের আক্রান্ত ভারতীয় হকি। চিনকে ৫-০ হারানোর চব্বিশ ঘণ্টার মাথায় জাপানের কাছে শেষ মিনিটে গোল খেয়ে জেতা ম্যাচ ১-১ ড্র করলেন মাইকেল নবসের ছেলেরা। ম্যাচের ২২ মিনিটে গুরবিন্দর সিংহ চণ্ডীর গোলে ভারত এগিয়ে যায়। জাপান গোল শোধ দেয় ৬৯ মিনিটে। ম্যাচের শেষে রীতিমতো হতাশ শুনিয়েছে নবসকে। দুই ম্যাচ থেকে ভারতের পয়েন্ট আপাতত চার। মঙ্গলবার তাদের পরের ম্যাচ শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। ভারতীয়রা এ দিন তিনটি পেনাল্টি কর্নার নষ্ট করলেন। বার দুই জাপানের গোলের সামনে একা গোলরক্ষককে পেয়েও বল জালে ঢোকাতে ব্যর্থ হলেন। মাঝমাঠ এবং উইং দিয়ে বারবার আক্রমণে উঠলেও জাপানের গোলমুখের সামনে গিয়ে পারস্পরিক বোঝাপড়ার অভাব প্রকট হয়ে যায়। দ্বিতীয়ার্ধে রূপিন্দর সিংহ হলুদ কার্ড দেখে বেরিয়ে যান। ভারতকে দশ জনে পেয়ে পাল্টা আক্রমণে চাপ বাড়ানো শুরু করে জাপান। ৫৯, ৬৬ এবং ৬৭ মিনিটে জাপানের তিনটি পেনাল্টি কর্নার রুখে দেন ভারতের গোলরক্ষক শ্রীজেশ। কিন্তু ৬৯ মিনিটে গোল করে যান শিওকাওয়া।
|
বুদ্ধ সার্কিট পর্যবেক্ষণ বিশেষজ্ঞদের |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ভারতের প্রথম ফর্মুলা ওয়ান রেসের আগে নয়ডার বুদ্ধ আন্তর্জাতিক সাকির্টের প্রস্তুতির সমস্ত দিক খুঁটিয়ে দেখে নিতে শুরু করল ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষ। রেস ডিরেক্টর চার্লি হোয়াইটিং ট্র্যাক পরীক্ষা করে প্রয়োজনায় ছাড়পত্র দিয়ে দেওয়ার পর গত দু’দিন ধরে ফর্মুলা ওয়ানের মেডিক্যাল বিশেষজ্ঞরা চিকিৎসার বন্দোবস্তের দিকটা ঘুরে দেখেন। এই প্রক্রিয়ার নাম হোমোলোগেশন। সার্কিটের মিনি হাসপাতাল ছাড়াও ফর্মুলা ওয়ান রেস আয়োজনের শর্ত মেনে ভারতীয় রেসের আয়োজকরা দু’টি বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করে রেখেছেন। দু’টি হেলিকপ্টার থাকছে আহতকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য। রেসের আয়োজক জেপি স্পোর্টস ইন্টারন্যাশনাল-এর ভাইস প্রেসিডেন্ট অস্কারি জাইদি জানিয়েছেন, এই সব ব্যবস্থা খুঁটিয়ে দেখে সবুজ সঙ্কেত দিয়েছেন বিশেষজ্ঞরা। এ বার প্রয়োজনীয় সার্টিফিকেটও দ্রুত পাওয়া যাবে বলে জাইদি আশাবাদী।
|
বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন তুলল পাক বোর্ড |
সংবাদসংস্থা • করাচি |
নিউজিল্যান্ডের একটি মদ্যপানীয়ের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ওই বিজ্ঞাপনে কিউয়ি ক্রিকেটার ড্যারেল টাফি পাক ক্রিকেটারদের ‘ম্যাচ ফিক্সার’ বলেন। শুধু তাই নয়, তিনি আরও বলেন যে নিউজিল্যান্ড যেখানে ম্যাচ জেতে, সেখানেই পাক ক্রিকেটাররা মোটা অঙ্কের চেক নিয়ে বাড়ি যান। “বিজ্ঞাপনটা পাক ক্রিকেটার ও সাধারণ মানুষের কাছে যথেষ্ট আপত্তিকর,” এক সিনিয়র পিসিবি কর্তা বলেছেন।
|
বোল্টের বিদ্যুতে বিশ্বরেকর্ড |
সংবাদসংস্থা • দেগু |
উসেইন বোল্ট চারশো মিটার রিলেতে জামাইকাকে নতুন বিশ্বরেকর্ড-সহ সোনা জেতালেন বিশ্ব অ্যাথলেটিক্সে। নেস্টা কার্টার, মাইকেল ফ্রেটার, যোহান ব্লেক এবং বোল্টের জামাইকা টিম নিজেদেরই ৩৭.১০ সেকেন্ডের পুরনো বিশ্বরেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন ৩৭.০৪ সময় করে। রেসের শেষে ট্র্যাকের উপরে একপ্রস্ত নাচানাচি সেরে উচ্ছ্বসিত বোল্ট বলেন, “জোরে দৌড়তে চেয়েছিলাম। সেটা পেরেছি। গোটা দলের জন্য গর্ব হচ্ছে। নিজের পারফরম্যান্সে আমি খুশি।” |
|