|
|
|
|
সোমদেবের সামনে লি-হেশ |
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
বছরের শেষ গ্র্যান্ড স্লামে এক ভারতীয়ের শেষ আটে যাওয়ার পথে বাধা অন্য এক ভারতীয় জুটি।
ডাবলসের শেষ আটে যেতে গেলে সোমদেব দেববর্মন ও তাঁর সঙ্গী ফিলিপিন্সের ট্রিট কনরড হুয়ে-কে পেরোতে হবে লি-হেশদের বাধা। তৃতীয় রাউন্ডেই সোমদেবরা মুখোমুখি চতুর্থ বাছাই লিয়েন্ডার পেজ ও মহেশ ভূপতি।
প্রত্যাশা মতোই শেষ ষোলোয় পৌঁছেছেন নোভাক জকোভিচ। রজার ফেডেরার অবশ্য শেষ ষোলোয় যাওয়ার পথে মারিন চিলিচের কাছে হারালেন একটি সেট। তৃতীয় রাউন্ডে সহজেই জিতেছেন মেয়েদের এক নম্বর ক্যারোলিন ওজনিয়াকি এবং মার্কিনদের প্রিয়তমা সেরেনা উইলিয়ামস।
অবাছাই সোমদেব-কনরাড ৬-৩, ৬-৪ হারালেন ১৪ নম্বর বাছাই আর্জেন্তেনীয় জুটি হুয়ান ইগনাসিও চেলা এবং এদুয়ার্দো শোয়াঙ্ককে। অন্য দিকে চতুর্থ বাছাই লি-হেশ জার্মান-ডাচ জুটি ফ্লোরিয়ান মেয়ার এবং রোগিয়ের ওয়াসেনকে হারান ৭-৬, ৬-২। গত বারের রানার আপ ইন্দো-পাক জুটি রোহন বোপান্না-আইসাম কুরেশি ইতিমধ্যেই পৌঁছেছেন প্রি-কোয়ার্টার ফাইনালে। তাঁরা ৭-৬, ৭-৬ হারিয়েছেন মার্কিন-জার্মান জুটি জেমস কেরেতানি এবং ফিলিপ মার্ক্সকে। |
|
প্রি-কোয়ার্টারে উঠে জকোভিচ ও নাদাল। ছবি: এপি |
তৃতীয় রাউন্ডে জকোভিচ ৬-৩, ৬-৪, ৬-২ রাশিয়ান নিকোলাই দাভিদেঙ্কোকে হারিয়ে বলেছেন, “এ বারের টুর্নামেন্টে এই প্রথম পরীক্ষার সামনে পড়লাম। দাভিদেঙ্কো বেশ ভাল এবং প্রচুর ম্যাচের অভিজ্ঞ। এ দিনও প্রথম দিকে ও বেশ আক্রমণাত্মক ছিল।” জকোভিচের চতুর্থ রাউন্ড প্রতিদ্বন্দ্বী ইউক্রেনের ডোলগোপোলোভ।
ফেডেরার ২৭ নম্বর বাছাই ক্রোট চিলিচকে হারান ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-২। প্রতিদ্বন্দ্বীর প্রশংসা করে পাঁচ বারের যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন বলেন, “মারিন বেসলাইন থেকে খুব অ্যাগ্রেসিভ খেলে। অনেকটা লম্বা। আর প্রচুর শক্তি নিয়ে খেলে।” অন্য দিকে ফ্লাশিং মেডোতে থামানো যাচ্ছে না এ বছর উইম্বলডনে ফেডেরার-বধকারী ফ্রান্সের জো উইলফ্রেড সঙ্গাকে। কিংবদন্তি পোলভল্টার সের্গেই বুবকার টেনিস-পুত্র সের্গেই বুবকাকে হারানোর পর তৃতীয় রাউন্ডে সঙ্গা স্ট্রেট সেটে হারালেন ফার্নান্দো ভার্দাস্কোকে। নিজের দেশে শেষ ষোলোয় পৌঁছে গিয়েছেন মার্ডি ফিশ-ও। তবে ন’নম্বর বাছাই বার্ডিচ চোটের কারণে ম্যাচ ছেড়ে দেন জাঙ্কো টিপ্সারেভিচকে।
মেয়েদের সিঙ্গলসে ওজনিয়াকি তৃতীয় রাউন্ডে ৬-২, ৬-৪ হারিয়েছেন মার্কিন ভানিয়া কিংকে। ২০০৯-এর পর যুক্তরাষ্ট্র ওপেনে নেমে সম্প্রতি ফিট হয়ে ওঠা সেরেনা ৬-১, ৭-৫ হারালেন চতুর্থ বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। চতুর্থ রাউন্ডে প্রাক্তন বিশ্বসেরা সেরেনার সামনে আর এক প্রাক্তন বিশ্বসেরা আনা ইভানোভিচ।
এ দিকে নিঃশব্দে রেকর্ড করে ফেললেন এক সময়ে লিয়েন্ডারের মিক্সড ডাবলস সঙ্গী আমেরিকার লিসা রেমন্ড। ১৯৮৯ থেকে টানা ২৩ বার ইউএস ওপেনে খেলে চলেছেন তিনি। ডাবলস, মিক্সড ডাবলস মিলে চার বারের চ্যাম্পিয়ন রেমন্ড আর্থার অ্যাশ স্টেডিয়াম তৈরি হতে দেখেছেন। সে সময়ে লকার রুমের সামনে এখনকার মতো লাউঞ্জের চেহারা ছিল না। বরং রেমন্ডদের মাঠে আসতে হত রান্নাঘরের মধ্যে দিয়ে। |
|
|
|
|
|