|
|
|
|
সহবাগদের চোটের দায় এনসিএ নেবে না, বলছেন পাটিল |
রাজর্ষি গঙ্গোপাধ্যায় • কল্যাণী |
ইংল্যান্ডে ক্রমাগত চোটে যখন জাতীয় দল বিপর্যস্ত এবং চোট সারাতে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি-র (এনসিএ) ভূমিকা নিয়েই প্রশ্ন উঠছে, তখন এনসিএ-র পক্ষে মুখ খুললেন ডিরেক্টর সন্দীপ পাতিল। রবিবার কল্যাণীতে সিএবি-র ক্রিকেট অ্যাকাডেমি উদ্বোধনে এসে পরিষ্কার জানিয়ে দিলেন, সহবাগ-জাহিরদের চোটের দায় এনসিএ নেবে না।
একের পর এক চোটে ধোনির দল এখন মোটামুটি হাসপাতাল। সাত-আট জনের চোটের তালিকায় সর্বশেষ সংযোজন রোহিত শর্মা ও সচিন তেন্ডুলকর। সুনীল গাওস্কর থেকে শুরু করে দেশের তাবড় ক্রিকেট বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন এনসিএ-র ভূমিকা নিয়ে। রবিবার পাটিলের পাল্টা জবাব, “কই, ভারতীয় বোর্ড তো এনসিএ-কে সহবাগদের চোট নিয়ে প্রশ্ন করেনি? চোট পেলে ক্রিকেটাররা অ্যাকাডেমিতে আসে। সারিয়ে চলে যায়। তার পর যদি কেউ আবার চোট পায় অ্যাকাডেমি কী করবে? সহবাগদের চোটের দায় জাতীয় অ্যাকাডেমির নয়।” পাটিলকে প্রশ্ন করা হয়, দেশে জাহির ছাড়া পেসার নেই। ভাল স্পিনার নেই। অ্যাকাডেমি তা হলে কাদের তৈরি করছে? এ বারও এনসিএ প্রধান পাল্টা আক্রমণে। “এ নিয়ে আমাদের মাথাব্যথা নেই। এটা পুরোপুরি বোর্ড আর জাতীয় নির্বাচকদের ব্যাপার। ওরাই ঠিক করবে কাদের নেবে॥ |
|
|
|
|
|