|
|
|
|
আঘাত ছিটকে দিয়েছিল, আঘাতই ফিরিয়ে আনল |
নিজস্ব প্রতিবেদন |
একেই বোধহয় বলে বৃত্ত সম্পূর্ণ হওয়া। আঘাতের জন্যই ছিটকে যেতে হয়েছিল, আবার সেই আঘাতই ফিরিয়ে আনল মনোজ তিওয়ারিকে।
প্রথম দলে থাকা নিশ্চিত, চার বছর আগে ঢাকার মীরপুরে ম্যাচের আগের দিন প্র্যাক্টিসে ডাইভ দিয়ে বল বাঁচাতে গিয়ে কাঁধের হাড় সরে গিয়েছিল। ফের জাতীয় দলের দরজা খুলতে লেগে যায় ন’মাস। ব্রিসবেনে ২০০৮-এর ফেব্রুয়ারিতে প্রত্যাবর্তন এবং ব্রেট লি-র গোলাগুলির সামনে ব্যর্থ। করেছিলেন ২। অতঃপর? রোহিত শর্মা, বিরাট কোহলিদের রমরমার যুগে বাংলার মনোজ পিছিয়ে যান তিন-তিনটে বছর। পরের সুযোগ গত জুনের ওয়েস্ট ইন্ডিজ সফরে এবং সেখানে দুটি ম্যাচে মনোজের অবদান ২ এবং ২২। |
মনোজ: ফের জাতীয় দলে ডাক। |
তা হলে ফের কী ভাবে শিকে ছিঁড়ল? অস্ট্রেলিয়ায় ইমার্জিং প্লেয়ার্স টুর্নামেন্টে পারফরম্যান্স। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন দিনের ম্যাচে ১৮৮ ছাড়াও অস্ট্রেলিয়ার স্পোর্টস ইন্সটিটিউটের বিরুদ্ধে ৫৯ এবং দুটি টি-টোয়েন্টিতে ৪৫ এবং ৩৬। কাজেই নির্বাচকদের খাতায় তাঁর নাম ছিলই। নিজে অবশ্য সংবাদসংস্থার কাছে স্বীকার করছেন, “সিরিজ শুরুর আগে ভেবেছিলাম জায়গা হতে পারে। কিন্তু এ ভাবে হবে ভাবিনি।” জানাচ্ছেন ইমার্জিং টুর্নামেন্টের ভাল ফর্ম ধরে রাখতে চান। রোহিত শর্মার ডান হাতের তর্জনী ভাঙার সৌজন্যে হঠাৎই পড়ে পাওয়া চোদ্দো আনার মতো সুযোগ এসে গেল ২৬ বছরের মনোজের। গতকাল চেস্টার-লে-স্ট্রিটে প্রথম ওয়ান ডে-তে স্টুয়ার্ট ব্রডের বাউন্সার সোজা এসে লাগে রোহিতের আঙুলে। তার পরে রোহিত আর ব্যাট করেননি। |
|
বোর্ডের পক্ষ থেকে বিবৃতিতে এ দিন জানানো হয়েছে, রোহিত শর্মার আঙুলে চোট লাগায় গোটা সিরিজে আর খেলতে পারবেন না। বদলি হিসেবে যাবেন মনোজ তিওয়ারি। তাঁকে যত তাড়াতাড়ি সম্ভব টিমের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, দ্বিতীয় ওয়ান ডে সাউদাম্পটনে আগামী মঙ্গলবার। ধরেই নেওয়া যায়, সেই ম্যাচে মনোজ খেলতে পারবেন না। মনোজ কী ভাবে খবর পেলেন? কল্যাণীতে সিএবি-র ক্রিকেট অ্যাকাডেমির অনুষ্ঠান শেষ করে যখন ফিরছেন সিএবি কর্তারা, আচমকাই ভাবী বোর্ড প্রেসিডেন্ট শ্রীনিবাসনের ফোন পান সিএবি যুগ্মসচিব বিশ্বরূপ দে। শ্রীনিবাসন তাঁকে বলেন, “বারবার ফোন করেও মনোজকে পাওয়া যাচ্ছে না। মনোজ ফোন ধরছে না। আপনারা ওকে জানান, ওকে ইংল্যান্ড যেতে হবে।” তড়িঘড়ি সিএবি সচিব ফোন করেন বাংলা অধিনায়ককে। কিন্তু তাঁর ফোনও মনোজ ধরেননি। মনোজ এখন বেঙ্গালুরুতে, বোর্ডের কর্পোরেট টুর্নামেন্ট খেলতে গিয়েছেন। কিন্তু আজ কোনও ম্যাচ ছিল না তাঁর, সে জন্যই বোর্ডের বিভিন্ন মহলে তাঁর এই আচরণ নিয়ে প্রশ্ন উঠছে। পরে জানা যায়, প্রাক্তন ক্রিকেটার সুরু নায়েক মারফৎ খবর পেয়েছেন মনোজ।
ইংল্যান্ডে পৌঁছনোর পরে হাসপাতাল হয়ে যাওয়া ধোনির টিমে মনোজ প্রথম দলে থাকতে পারবেন কি না, তা নিয়ে সংশয় থাকছে। তাঁর ব্যক্তিগত কোচ মানবেন্দ্র ঘোষ দাবি করছেন ইমার্জিং টুর্নামেন্টে পারফরম্যান্স ভাল করার পরে মনোজের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। বর্ষার জন্য আউটডোরে প্র্যাক্টিস সে ভাবে না পেলেও ইন্ডোরে ভালই প্র্যাক্টিস করেছেন মনোজ। “ইংল্যান্ডে সুইং বোলিংয়ের সঙ্গে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে হবে। মনে হয়, একটা ম্যাচে সুযোগ পেলেও সেটা করতে পারবে ও। ওর মানিয়ে নেওয়ার ক্ষমতার প্রতি আমার আস্থা আছে,” বক্তব্য তাঁর। |
|
|
|
|
|