নিজের গ্রাম কল্যাণবিঘায় গাছ লাগিয়ে ‘সবুজ বিহার’ গড়তে গত মাসেই রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেই লক্ষ্য অর্জনে এ বার তাঁর দল জেডিইউ রাজ্য জুড়ে শুরু করে দিল ‘গ্রিন বিহার’ সচেতনতা প্রকল্প। যে কোনও কাজেই টাকার দরকার। কাল পটনায় ওই প্রকল্পের সূচনা করে নীতীশ নিজের এক মাসের বেতন (প্রায় ৯৯ হাজার টাকা) তুলে দিলেন জেডিইউয়ের রাজ্য সভাপতি বশিষ্ঠ নায়ারণ সিংহের হাতে। এই মহান কাজ এগিয়ে নিয়ে যেতে দলের বাকি বিধায়ক, মন্ত্রী এবং সাংসদদেরও এই প্রকল্পে এক মাসের মাইনে দান করারও আবেদন জানান তিনি।
নীতীশের সব কাজেই থাকে অভিনবত্বের ছোঁয়া। রাজ্যে ‘সুশাসন’ প্রতিষ্ঠার সঙ্গে ‘সবুজ বিহার’ গড়ার সংকল্পকেও মিশিয়ে দিয়ে নয়া দৃষ্টান্ত স্থাপন করতে চান ধুরন্ধর এই রাজনীতিক। গত মাসে নিজের গ্রামে ‘গো গ্রিন’ প্রকল্পের সূচনা করেছিলেন তিনি। চলতি মাস থেকে রাজ্য জুড়ে সদস্য অভিযান শুরু হয়েছে জেডিইউ-র। এ ক্ষেত্রে স্থির হয়েছে, সদস্য হওয়ার সঙ্গে সঙ্গে দলের নতুন সদস্যরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাবেন। সেই গাছকে বড় করা এবং রক্ষা করার দায়িত্বও নেবেন দলের সদস্যরাই।
বৃক্ষরোপণ সচেতনতা প্রসারে কাল একটি রথ বিহারযাত্রায় বেরোল। তার আনুষ্ঠানিক সূচনা করে নীতীশ জানান, জেডিইউয়ে ৫০ লক্ষ নতুন সদস্য করার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে। ওই নতুন সদস্যের হাত ধরে রাজ্যে রোপণ করা হবে সমসংখ্যক চারা। গাছ পুঁতবেনই, এমন প্রতিশ্রুতি যিনি দেবেন, শুধুমাত্র শুধুমাত্র তিনিই সদস্য হতে পারবেন। গাছের দেখভালও করতে হবে তাঁকে। একমাত্র এই শর্তেই মিলবে জেডিইউয়ের সদস্যপদ। |