পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু |
দু’টি পৃথক পথ দুর্ঘটনায় শনিবার হুগলিতে দু’জনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, শনিবার ভোর সাড়ে ৪টে নাগাদ ডানকুনির চাকুন্দির কাছে দিল্লি রোডে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছে এবং তার পরে একটি বিদ্যুৎস্তম্ভে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সঞ্জয় কর (৪০)। তিনি চুঁচুড়া আদালতে মুহুরির কাজ করতেন। বাড়ি চুঁচুড়ার রবীন্দ্রনগরে। আহত চালক-সহ তিন জনকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করানো হয়। হতাহতেরা সকলেই চুঁচুড়ার রবীন্দ্রনগরের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যা সাতটা পর্যন্ত চুঁচুড়া আদালত চত্বরেই ছিলেন সঞ্জয়বাবুরা। তার পরে একটি গাড়িতে চেপে চার জন কলকাতার দিকে রওনা হন। শনিবার ভোরে সেখান থেকেই বাড়িতে ফিরছিলেন তাঁরা। তখনই ওই দুর্ঘটনা ঘটে।
ওই দিন অপর দুর্ঘটনাটি ঘটে সিঙ্গুরের খাসেরভেড়ির কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। সেখানে একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী এক যুবকের। পুলিশ জানায়, মৃতের নাম পিন্টু মালিক (২৫)। তাঁর বাড়ি দাদপুরের বাবনান এলাকায়। ব্যক্তিগত কাজে তিনি সিঙ্গুরের দিকে যাচ্ছিলেন। সেই সময়ই একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে দেহ দু’টির ময়না-তদন্ত হয়।
|
ডোমজুড়ে সিটু-র কার্যালয় ভাঙা হল |
হাওড়ার ডোমজুড়ে সিটুর একটি কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। থানার সামনেই সিটু অনুমোদিত হাওড়া-ডোমজুড় ৬৩ নম্বর বাস ওয়ার্কার্স ইউনিয়নের পাকা কার্যালয়টি শনিবার রাতে এক দল যুবক ভেঙে দেয়। প্রতিবাদে রবিবার সকালে ডোমজুড়ে হাওড়া-আমতা রোড কিছু ক্ষণের জন্য অবরোধ করেন সিটু সমর্থকেরা।
সংগঠনের যুগ্ম সম্পাদক সুশান্ত ঘোষের অভিযোগ, “৫০ বছর ধরে এখানে আমাদের কার্যালয়টি ছিল। জমিটির আগের মালিককে আমরা ভাড়া দিতাম। জমিটি কেনার পরে বতর্মান মালিক আমাদের উচ্ছেদ করতে চান। এ নিয়ে আদালতে মামলা চলছে। আমাদের উচ্ছেদ করার জন্যই সংগঠনের কার্যালয়টি ভেঙে দেওয়া হয়েছে বলে আমাদের সন্দেহ। থানায় আমরা অভিযোগ জানিয়েছি।” পুলিশ সুপার (গ্রামীণ) রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত হচ্ছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এক ব্যক্তির জমিতে জবরদখল করেই ওই কার্যালয় গড়ে তোলা হয়েছিল। জমির মালিকানা সংক্রান্ত কাগজপত্রও খতিয়ে দেখা হবে।”
|
২টি মিনি কামান মিলল গোঘাটে |
রবিবার সকালে গোঘাটের পশ্চিমপাড়ার একটি পরিত্যক্ত উপ-স্বাস্থ্যকেন্দ্র থেকে দু’টি মিনি-কামান উদ্ধার করল পুলিশ। স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকের দাবি মতো গোটা-২ ব্লকের বিডিও অনির্বাণ সোমের উপস্থিতিতে তালাবন্ধ ওই উপ-স্বাস্থ্যকেন্দ্র খুলে তল্লাশি চালায় পুলিশ। পুলিশ জানিয়েছে, মিনি কামান দু’টি কী ভাবে ওই জায়গায় এল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
|
সিপিএমকে হারিয়ে জয়ী কংগ্রেস |
জয়পুরের আজানগাছি হাই মাদ্রাসার পরিচালন সমিতিতে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ছয়টি আসনেই সিপিএমকে হারিয়ে জিতল কংগ্রেস। নির্বাচন হয় রবিবার। তৃণমূল প্রার্থী দেয়নি। কংগ্রেসের সঙ্গে তাদের জোটও হয়নি। এককভাবে লড়াই করে কংগ্রেস। অন্যদিকে শ্যামপুরের পিপুল্যানে দিনেন্দ্রনাথ কোলে বিদ্যাপীঠে প্রতিনিধি নির্বাচনে এককভাবে জিতল তৃণমূল। এখানে কংগ্রেসের সঙ্গে জোট করে সিপিএম। জোটের বিরুদ্ধে লড়াই করে তৃণমূল পেয়েছে ৪টি আসন। কংগ্রেস-সিপিএম জোট পেয়েছে ২টি আসন।
|
ভদ্রেশ্বরের শ্যামসুন্দর চিলড্রেন হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হল সিপিএম। রবিবার এই স্কুলে নির্বাচন হয়। ৬টি আসনের প্রত্যেকটিতেই তৃণমূল প্রথীদের হারিয়ে দেন সিপিএম প্রার্থীরা। স্কুল সূত্রের খবর, এ বারই প্রথম এখানে ভোট হল। অন্য দিকে, জিরাট কলোনি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে তৃণমূল জিতেছে। সিপিএম এবং বিজেপি-কে হারিয়ে ৬টি আসনের প্রত্যেকটিতেই তৃণমূল জিতেছে। স্কুলের পরিচালন সমিতির দখল তৃণমূলের হাতেই ছিল।
|
উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে বর্ধমানের জৌগ্রামে আসছিলেন এক যুবক। শুক্রবার দুপুরে বাড়ি থেকে রওনা হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ হন। শনিবার সকালে বর্ধমান জিআরপি দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাপ্পা দেবনাথ (২৫)। রবিবার তাঁর বাড়ির লোকজন দেহটি সনাক্ত করেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই যুবকের।
|
ফের পিলখানা থেকে নিখোঁজ হল শিশু। পুলিশ জানায়, শনিবার বিকেলে বাড়ি থেকে লজেন্স কিনতে বেরিয়ে রাজা পাণ্ডে (৫) নামে ওই শিশুটি আর ফেরেনি। রবিবার গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন রাজার বাড়ির লোকেরা। রাজার বাবা পরমেশ্বর পাণ্ডের অভিযোগ, ছেলেকে চুরি করা হয়েছে। |