আকাশপথে আজ কলকাতার সঙ্গে জুড়তে চলেছে কোচবিহার। জুড়বে অসমের রাজধানীর সঙ্গেও।
আজ, সোমবার গুয়াহাটি-কোচবিহার-কোলকাতা রুটে ১৮ আসনের বাণিজ্যিক উড়ান চালু করছে বেসরকারি বিমান পরিবহণ সংস্থা ‘নর্থ ইস্ট শাটল্’। ওই দিনই তারা ও চালু করছে। দীর্ঘ দিন বন্ধ থাকা কোচবিহার-কলকাতা উড়ান চালুর পাশাপাশি গুয়াহাটি রুটেও পরিষেবার সুবিধা মেলায় খুশি কোচবিহারের মানুষ।
ওই বিমান পরিবহণ সংস্থার সেল্স এগজিকিউটিভ রোশন কুমার বলেন, “কোচবিহারকে আমরা কলকাতা ও গুয়াহাটির সঙ্গে জুড়তে চাই। সে জন্যই গুয়াহাটি উড়ান পরিষেবাও আওতায় থাকবে। আপাতত সপ্তাহে চার দিন ওই পরিষেবা মিলবে।” সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে এই পরিষেবার উদ্বোধন করেন। |
জোর প্রস্তুতি। রবিবার কোচবিহার বিমানবন্দরে। ছবি: হিমাংশুরঞ্জন দেব। |
এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া এবং ওই বেসরকারি বিমান পরিবহণ সংস্থা সূত্রে জানা গিয়েছে, আপাতত সোম, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার এই উড়ান চালু থাকবে। কোচবিহার থেকে কলকাতা মাথাপিছু ভাড়া পড়বে ৫ হাজার টাকা। কোচবিহার-গুয়াহাটির ভাড়া দেড় হাজার টাকা। উড়ানের সময়সূচিও স্থির হয়ে গিয়েছে। সকাল ৭টায় গুয়াহাটি থেকে ডর্নিয়ের বিমান কোচবিহারের উদ্দেশে রওনা হবে। ৭টা ৪০ মিনিটে সেটি কোচবিহার বিমানবন্দরে নামবে। সকাল ৮টায় কোচবিহার ছেড়ে কলকাতার উদ্দেশে রওনা দেবে। পৌঁছবে সকাল ৯টা ২০
মিনিট নাগাদ। ফেরার সময় সকাল ১০টায় কলকাতা ছেড়ে বিমানটি কোচবিহারে পৌঁছবে বেলা ১১টা ৪০ মিনিটে। আর ১২টা ২০ মিনিটে গুয়াহাটিতে পৌঁছবে। রাতে গুয়াহাটি বিমানবন্দরেই বিমানটি থাকবে। বিমানটি বাংলাদেশের সৈয়দপুর ও রাজশাহীর আকাশসীমার উপর দিয়ে যাতায়াত করবে।
এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার রিজিওনাল ডিরেক্টর (পূর্বাঞ্চল) গৌতম মুখোপাধ্যায় রবিবার কোচবিহারে এসে বিমান চালুর যাবতীয় বন্দোবস্ত খতিয়ে দেখেন। বিকেলে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আমরা চেষ্টা করলেও নানা টালবাহানায় এত দিন এই পরিষেবা আটকে ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রীর আন্তরিক উদ্যোগেই শেষ পর্যন্ত কোচবিহার-কলকাতা উড়ান চালু হচ্ছে। এ বার মালদহ এবং বালুরঘাট থেকেও বিমান চালানোর চেষ্টা হচ্ছে।” কোচবিহার বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়নে ৪০ কোটি টাকা খরচ করা হয়েছে বলে তিনি জানান। উড়ান চালুর দিনের টিকিট বিক্রি দেখে আশাবাদী ওই বেসরকারি বিমান পরিবহণ সংস্থার টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত সংস্থা। ওই সংস্থার কর্তা প্রসূন বর্মন বলেন, “সোমবারের উড়ানের ১৬টি টিকিট বিক্রি হয়েছে। কলকাতা থেকে কোচবিহারে ফেরার ৭টি টিকিট বিক্রি হয়েছে। নিয়মিত উড়ান চালু হলে কোনও আসন ফাঁকা থাকবে না বলে আমাদের মনে হয়।” কোচবিহার ব্যবসায়ী সমিতির সম্পাদক রাজেন বৈদ্যের কথায়, “গুয়াহাটি এই পরিষেবার অন্তর্ভুক্ত হওয়াটা আমাদের কাছে ঈদ ও পুজোর উপহারের মতো। নিয়মিত উড়ান চালু হলে একটি আসনও ফাঁকা থাকবে না। এই জেলায় বিনিয়োগে আগ্রহীরাও এগিয়ে আসবেন।” দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী বলেন, “জেলার বহু লোক কলকাতার মতোই প্রতিদিন গুয়াহাটিও যান। আকাশপথে গুয়াহাটি কোচবিহারের সঙ্গে জুড়ে যাওয়ায় বহু মানুষ উপকৃত হবেন।” |