টুকরো খবর
সাতটি বাড়ি ভস্মীভূত কেতুগ্রামে
আগুনে পুড়েছে বাড়ি। কেতুগ্রামের দত্তবাটি গ্রামে রবিবার তোলা নিজস্ব চিত্র।
উনুনের আগুন ছড়িয়ে পড়ে পাশে রাখা পাটকাঠিতে। সেই আগুনেই ভস্মীভূত হয়ে গেল পরপর সাতটি বাড়ি। রবিবার দুপুরে কেতুগ্রাম থানার সিতাহাটি পঞ্চায়েতের দত্তবাটি গ্রামের ঘটনা। তবে কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ। তবে নষ্ট হয়েছে বাড়ির জিনিসপত্রও। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন দুপুরে দত্তবাটি গ্রামের কৃষ্ণ দাসের বাড়িতে রান্না হচ্ছিল। সেই সময়ে উনুন থেকে আগুন লাগে। পাশের বেশিরভাগ বাড়িই পাটকাঠির বেড়া দিয়ে তৈরি। আগুন সহজেই ছড়িয়ে পড়ে। কৃষ্ণ দাসের বাড়ি ছাড়াও ভস্মীভূত হয়ে যায় হারু দাস, মহাদেব দাস, শঙ্কর দাস, বিশু দাস, সরস্বতী ও গৌরী দাসের বাড়িও। ক্ষতিগ্রস্তরা জানান, গোলার ধান, টাকা-সহ সব কিছু পুড়ে তাঁরা সর্বস্বান্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হারু দাস, ভাদু দাসরা বলেন, “বর্ষায় আমাদের মাটির বাড়ি আগেই ভেঙেছে। নতুন করে সংস্কার করতে পারিনি। দাসপাড়ায় পাটকাঠির বেড়া দিয়ে কোনওমতে মাথা গোঁজার জায়গা করেছিলাম। সেটাও চলে গেল।” গ্রামবাসীরা জানান, আগুন নেভাতে পুকুর থেকে জল তুলে ঢালতে ঢালতেই বাড়িগুলো পুড়ে ছাই হয়ে গেল। তখনি আগুন নেভানোর চেষ্টা না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে গোটা গ্রাম। সিতাহাটি পঞ্চায়েত প্রধান আতাউর রহমান চৌধুরী বলেন, “আমরাও ত্রাণ দিচ্ছি।”

তলিয়ে যাওয়া বধূর দেহ উদ্ধার
ভাগীরথীতে তলিয়ে যাওয়া মহিলার দেহ উদ্ধার হল রবিবার বিকেলে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সোমা সাহা (৩৫)। তিনি পানুহাটের রাজমহিষী উচ্চ বিদ্যালয়ে পার্শ্ব শিক্ষিকা ছিলেন। শনিবার দুপুরে খাজুরডিহি গ্রামের ওই বধূ স্বামী সুজয় সাহা ও একমাত্র কন্যা সায়নীর সঙ্গে কাটোয়ার কাশীগঞ্জপাড়ার ঘাটে স্নান করতে যান। আচমকা স্রোতে ভেসে যেতে থাকে বছর দশেকের সায়নী। সোমাদেবী ঝাঁপিয়ে পড়ে মেয়ের জামা ধরে তুলে এনে অন্য এক জনের হাতে দেন। এর পরেই, টাল সামলাতে না পেরে নিজেই পড়ে যান নদীতে। স্থানীয় এক যুবক তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। রবিবার তাঁর দেহ উদ্ধার হয়। এ দিনই কাটোয়া মহকুমা হাসপাতালে দেহের ময়না-তদন্ত হয়েছে।

অস্বাভাবিক মৃত্যু কালনায়
জঙ্গল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শনিবার রাতে কালনা ১ ব্লকের বৃদ্ধপাড়া গ্রামে ওই ব্যক্তির দেহ মেলে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দিলীপ কোলে (৪৩)। দিলীপবাবুর পরিবার সূত্রে জানা গিয়েছে, এ দিন রাত ৮টা নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। এর ঘণ্টাখানেক পরেই এলাকার এক ব্যক্তি বাড়ির পাশের জঙ্গলে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। রবিবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।

নিখোঁজের দেহ মিলল
উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে বর্ধমানের জৌগ্রামে আসছিলেন এক যুবক। শুক্রবার দুপুরে বাড়ি থেকে রওনা হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ হন। শনিবার সকালে বর্ধমান জিআরপি দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাপ্পা দেবনাথ (২৫)। রবিবার তাঁর বাড়ির লোকজন দেহটি শনাক্ত করেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই যুবকের।

দলীয় পুরপ্রধানকে বহিষ্কার তৃণমূলের
দলবিরোধী কাজ, স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগে বর্ধমানের গুসকরা পুরসভার দলীয় চেয়ারম্যানকে বহিষ্কার করল তৃণমূল। দল সূত্রের খবর, কিছু দিন ধরেই গুসকরার পুরপ্রধান চঞ্চল গড়াইয়ের অনুগামীদের সঙ্গে উপ-পুরপ্রধান মল্লিকা চোঙদারের গোষ্ঠীর দ্বন্দ্ব চলছিল। রবিবার তৃণমূলের বর্ধমান জেলা কোর কমিটির সভাপতি তথা রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক জানান, চঞ্চলবাবুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ জমা পড়ছিল। তার পরিপ্রেক্ষিতেই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চঞ্চলবাবুর দাবি, “দলের তরফে আমাকে কিছু জানানো হয়নি। কী দলবিরোধী কাজ বা দুর্নীতি করেছি, বুঝতে পারছি না।”

কাটোয়ায় ঈদ সম্মেলন
গুসুম্ব গ্রামে কংগ্রেস কর্মী নিমাই সাহার দেহ খুঁজে পাওয়ার জন্য পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে হবে, কাটোয়ায় ঈদ সম্মলনে আরও এক বার এই দাবি করলেন রাজ্যের সেচ ও কুটির শিল্পমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি মানস ভুঁইয়া। রবিবার দুপুরে শহরের সংহতি মঞ্চে ঈদ সম্মেলনের আয়োজন করে কংগ্রেস। এ দিনের সভায় উপস্থিত কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “আগামী ৮ সেপ্টেম্বর কাটোয়া মহকুমার বিভিন্ন সমস্যা তুলে ধরে মহকুমা পুলিশ আধিকারিকের কাছে স্মারকলিপি দেওয়া হবে।”

স্কুলে কৃতীদের সংবর্ধনা
তিন কৃতী ছাত্রকে সংবর্ধনা দিল কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়। স্কুলের ছাত্র শেখ মুনসান পারভেজের এ বার মাধ্যমিকে ৭৫৫ নম্বর পেয়েছে। এই স্কুলেরই সুমন চট্টোপাধ্যায় উচ্চ মাধ্যমিকে পেয়েছে ৪৬৭। শুক্রবার বিকেলে এই দু’জন ছাড়াও স্কুলের প্রাক্তন ছাত্র তথা কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুকে সংবর্ধনা দেওয়া হয়। মুনসান ও সুমনের হাতে তুলে দেওয়া হয় চার হাজার টাকা, মানপত্র, বই ইত্যাদি। স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সঞ্জিত বন্দ্যোপাধ্যায় দুই ছাত্রকে এক হাজার টাকা করে দেন। বিধায়ককে সম্মানিত করা হয় উত্তরীয় দিয়ে। প্রধান শিক্ষক শ্রীমন্ত ঘোষ বলেন, “এক সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে এমন সাফল্য এই প্রথম।” বিশ্বজিৎবাবুও স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য নিজের তহবিল থেকে ৫ লক্ষ টাকা সাহায্যের আশ্বাস দিয়েছেন। এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন, মহকুমা স্কুল পরিদর্শক বীথিকা ভট্টাচার্য, স্কুল কমিটির সদস্য প্রভাতকুমার সাহা প্রমুখ।

রাস্তা বেহাল, ক্ষোভ
শ্রীরামপুর এলাকায় কালনা-পাণ্ডুয়া রাস্তার বিপজ্জনক দশা। বাসিন্দাদের অভিযোগ, মাস ছ’য়েক আগে রাস্তা খারাপ হতে শুরু করে। রাস্তা জুড়ে ছোট-বড় গর্ত বৃষ্টিতে খালে পরিণত হয়েছে। মাঝেমধ্যেই রাস্তায় গাড়ি বিকল হয়ে পড়ে। পূর্ত দফতরের কালনা শাখা সূত্রে খবর, রাস্তা সংস্কারের চেষ্টা চলছে।

আলডি গ্রামে গর্ত
ছবি: শৈলেন সরকার।
কুলটি থানার আলডি গ্রামের একটি রাস্তায় রবিবার সকালে প্রায় ১০ ফুট গভীর একটি গর্ত তৈরি হয়। কুলটির উপপ্রধান বাচ্চু রায় জানান, সম্প্রতি পুরসভার তরফে এই রাস্তাটি বানানো হয়। রবিবার ধসের জেরে রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ দিন পুরসভা বা ইসিএলের তরফে ভরাটের কাজ হয়নি। এলাকার বাসিন্দারাই গর্তটি ভরাট করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.