|
|
|
|
জন-সংযোগে পুলিশ সুপার |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
এ বার থেকে পুলিশ সুপারকে ফোন করে কোনও অভিযোগ জানাতে পারবেন আমজনতা। শুক্রবার রায়গঞ্জের কর্ণজোড়ায় সাংবাদিক সম্মেলন করে নিজের ফোন নম্বর দিয়ে এ কথা জানান উত্তর দিনাজপুরের পুলিশ সুপার দীপঙ্কর ভট্টাচার্য। ওই জেলায় সদ্য দায়িত্ব নিয়েছেন তিনি। যে নম্বরগুলিতে তাঁকে ফোন করতে পারবেন বাসিন্দারা সেগুলি ৯৪৩৪৭৩২৪৬১, ৯৫৪৭৬৬৪৮৭৪, ৯৪৩৩৮৬৭৪০১। কোথাও কোনও সমস্যা হলে প্রয়োজনে বাসিন্দাদের সরাসরি ওই নম্বরে তাঁকে ফোন করতে পারবেন। পাশাপাশি থানার আধিকারিক, মহকুমা পুলিশ আধিকারিকদের নম্বর লেখা পোস্টার জেলার বিভিন্ন জায়গায় লাগানো হবে বলে তিনি জানিয়েছেন। জেলা পুলিশ সূত্রেই জানা গিয়েছে, থানায় অভিযোগ জানাতে গেলে কর্মী, আধিকারিকদের একাংশ অসহযোগিতা করেন বলে অভিযোগ ওঠে। এমনকী দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে। সামাজিক, রাজনৈতিক চাপের ভয়ে অনেকে থানায় যেতে যান না। এ সব মাথায় রেখে পুলিশে অভিযোগ জানাতে বাসিন্দাদের যাতে হেনস্থা হতে না হয় সে জন্য সরাসরি তাঁর কাছে ফোন করে অভিযোগ জানানোর ব্যবস্থা করেন পুলিশ সুপার। পুলিশের অন্য আধিকারিকদের ফোন নম্বরও জানিয়ে দিতে চান। পুলিশ সুপার বলেন, “জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় থানার ওসি, আইসি, ডিএসপি, এসডিপিও পদমর্যাদার পুলিশ আধিকারিকদের মোবাইল ফোন নম্বর লেখা পোস্টার লাগানো হবে। বাসিন্দারা অভিযোগ, সমস্যার কথা ওই সমস্ত নম্বরে ফোন করে জানাতে পারবেন। প্রয়োজনে আমার ফোন নম্বরে তারা যোগাযোগ করে অভিযোগ জানাতে পারেন।” তিনি জানান, জেলা পুলিশের পরিকাঠামো উন্নয়নের ব্যাপারেও তিনি কর্তৃপক্ষের কাছে একাধিক প্রস্তাব পাঠিয়েছেন। ১২ সেপ্টেম্বর জেলায় প্রথম ‘অপরাধ’ বিষয়ক কনফারেন্স আয়োজন করা হয়েছে। |
|
|
|
|
|