|
|
|
|
বাবাকে কুপিয়ে খুন, ফেরার দুই |
নিজস্ব সংবাদদাতা • হরিশ্চন্দ্রপুর |
চালের টালি সরিয়ে ঘরে ঢুকে ঘুমন্ত বাবাকে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করল দুই ছেলে। খুনের চেষ্টা হয় সৎ মাকেও। বৃহস্পতিবার মালদহের হরিশ্চন্দ্রপুর থানার বেজপুরায় ঘটনাটি ঘটে। মৃতের নাম মহিরুদ্দিন শেখ (৪৮)। স্ত্রী রোজি বিবিকে মালদহ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযুক্ত দুই ছেলে পলাতক। মালদহের পুলিশ সুপার ভুবন মণ্ডল বলেন, “জমি নিয়ে বিবাদে ঘটনাটি ঘটেছে। প্রথম স্ত্রীর মৃত্যুর পরে মহিরুদ্দিন ৩ মাস আগে দ্বিতীয় বিয়ে করেন। দুই ছেলে সৎ মাকে সহ্য করতে পারেনি। বাবা ও সৎ মাকে খুন করে পালিয়েছে।” দেড় বছর আগে মহিরুদ্দিনের প্রথম স্ত্রীর মৃত্যু হয়। এর পরে ৭ বিঘা জমি তিন ছেলেকে সমানভাবে ভাগ করে দেন। বড় ছেলে মাজেদ আলি, মেজ ছেলে সাজেদ পাশাপাশি থাকতেন। ছোট ছেলে ১৬ বছরের সাদ্দাম বাবার সঙ্গে থাকত। ক’মাস আগে দুই ছেলে বাবাকে মারধর করায় জমির রেজিস্ট্রিনামা নাকচ করে জমি ফিরিয়ে নেন মহিরুদ্দিন। তিন মাস আগে রেজি বিবিকে বিয়ে করে বসত বাড়ি সহ কিছু জমি দ্বিতীয় স্ত্রীর নামে রেজিস্ট্রি করে দেন। ওই ঘটনা নিয়ে দুই ছেলের সঙ্গে বাবার বিবাদ চরমে ওঠে। পুলিশ জানায়, রাত ১টা নাগাদ চালের টালি সরিয়ে ঘরে ঢুকে মাজেদ ও সাজেদ বাবা ও সৎ মায়ের উপরে ঝাপিয়ে পড়ে। ভোজালি দিয়ে বাবার পেটে ও পিঠে কোপাতে শুরু করে। ঘটনাস্থলেই তিনি মারা যান। দুই ছেলে সৎ মাকে কোপায়। ওই সময় হইচই শুনে পাশের ঘর থেকে ছোট ভাই সাদ্দাম দৌড়ে গেলে তার হাতে কোপ দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌছে রেজি বিবিকে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে মালদহ সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী সাদ্দামের কথায়, “শব্দ শুনে ঘরে ঢুকে দেখি বাবা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে। দুই দাদা ভোজালি দিয়ে সৎ মাকে কোপাচ্ছে। আমাকে দেখে ওরা ভোজালি চালায়। হাত কেটে যায়। পরে চিৎকার করলে পালিয়ে যায়।” |
|
|
|
|
|