সর্বসম্মতিতেই বিধানসভায় পাশ ‘পশ্চিমবঙ্গ’
রাজ্যের নাম সব ভাষাতেই ‘পশ্চিমবঙ্গ’ রাখার প্রস্তাব এ বার সর্বসম্মত ভাবে বিধানসভাতেও পাশ হয়ে গেল। সাংবিধানিক প্রক্রিয়া সম্পূর্ণ হলে এর পর থেকে সব রকম সরকারি ক্ষেত্রে ‘পশ্চিমবঙ্গ’ নামটি ব্যবহৃত হবে।
বিধানসভায় রাজ্যের নাম বদল নিয়ে আলোচনার শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, বেশ কিছু নতুন নামের প্রস্তাব এসেছিল এবং এই নিয়ে বিভিন্ন মত ছিল ঠিকই। কিন্তু সর্বসম্মতির ভিত্তিতে এর আগে সর্বদল বৈঠকে যা ঠিক হয়েছিল, তার আর পরিবর্তনের কোনও প্রয়োজন আছে বলে তিনি মনে করছেন না। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, শুধু ‘পরিবর্তন’ করার জন্যই রাজ্যের নাম বদলানো হচ্ছে না। প্রশাসনিক সুবিধার কথা ভেবেই সহমতের ভিত্তিতে রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ই রাখা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে সর্বদল বৈঠকে এর আগে যা সিদ্ধান্ত হয়েছিল, তাতেই শুক্রবার আনুষ্ঠানিক ভাবে সিলমোহর দিয়েছে বিধানসভা।
পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ১৬৯ ধারায় রাজ্যের নাম বদলের প্রস্তাব পেশ করার পরে সরকার এবং বিরোধী পক্ষ একমত হয়েছে ‘পশ্চিমবঙ্গে’র পক্ষেই। তবে মুখ্যমন্ত্রী-সহ প্রায় সব বক্তাই স্বীকার করে নিয়েছেন, রাজ্যের নাম পরিবর্তিত হয়ে ঠিক কী হওয়া উচিত, তা নিয়ে নানা মহলের নানা মত আছে।
কিন্তু সহমতের ভিত্তিতে সব ক’টি রাজনৈতিক দল মিলে যা ঠিক করেছে, তা-ই চূড়ান্ত হওয়া উচিত। বিধানসভায় প্রস্তাব গৃহীত হয়ে যাওয়ার পরে নিয়মমাফিক এ বার তা পাঠানো হবে সংসদের দুই কক্ষে আলোচনার জন্য। তার পরে রাষ্ট্রপতির অনুমোদনসাপেক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ফের সংসদে পাঠাতে পারে নাম বদল কার্যকর করতে বিল তৈরির জন্য। অথবা একই উদ্দেশ্যে রাজ্যের কাছেও প্রস্তাব ফেরত পাঠিয়ে দিতে পারে। তার পরে সাংবিধানিক নিয়ম মেনে সব ভারতীয় ভাষা ও ইংরেজিতে সরকারি স্তরে ‘পশ্চিমবঙ্গ’ লেখার প্রচলন শুরু হবে।বিধানসভায় আলোচনা শেষে জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী জানান, তাঁর ‘ব্যক্তিগত পছন্দ’ ছিল বাংলা অথবা বঙ্গভূমি। অনেকে ‘বঙ্গে’র পক্ষেও মত দিয়েছিলেন। কিন্তু সকলে মিলে যা ঠিক করেছেন, তা-ই তিনি মেনে নিচ্ছেন। মুখ্যমন্ত্রীর যুক্তি, পরিষদীয় মন্ত্রী পার্থবাবু এবং বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র যৌথ ভাবে সব স্তরের সঙ্গে কথা বলে, রাজ্যের ইতিহাস, সংস্কৃতি স্মরণে রেখে কিছু নামের প্রস্তাব সর্বদল বৈঠকে দিয়েছিলেন। সেখানে আলোচনা করে ‘পশ্চিমবঙ্গ’ নামটির পক্ষেই চূড়ান্ত সম্মতি মিলেছে। ফলে, গণতন্ত্রের মর্যাদা বজায় রেখে রাজ্য সরকার সংখ্যাগরিষ্ঠের মতই মেনে নিয়েছে।
মমতার কথায়, “খুব আনন্দে নাম পরিবর্তন করছি বা পরিবর্তন করতে হবে বলে করছি, তা নয়। প্রশাসনের দিকটিও ভাবতে হবে। এর পর থেকে অন্তত সর্বভারতীয় বৈঠকে ঘুমিয়ে পড়ার আগেই এ রাজ্যের বলার সুযোগ আসবে!”তবে রাজ্যের নাম বদল নিয়ে যে ভিন্ন মত নানা মহলে আছে এবং তা নিয়ে নানা মহলে প্রচারও হচ্ছে, তার উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “কেউ কেউ বলছেন, এটা হতে পারে, ওটা হতে পারে। ফেসবুকে অনেকে লিখছেন। কিন্তু এমন অনেক মানুষ আছেন, যাঁরা ফেসবুক, এসএমএস বা ই-মেল করতে পারেন না। তাঁদের কথাও ভাবতে হবে।”
মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্যের রাজধানীর নাম সরকারি ভাবে ‘কলকাতা’ হয়ে যাওয়ার পরেও কেউ কেউ ‘ক্যালকাটা’ লেখেন। সেই রকম ‘ব্যক্তিগত’ সিদ্ধান্ত থাকবেই। ‘পশ্চিমবঙ্গ’ নামের বিপক্ষে একটি যুক্তি ছিল, ইংরেজি বানানে শব্দটি লেখা অসুবিধাজনক। মুখ্যমন্ত্রী এ দিন সেই যুক্তি খণ্ডন করে বলেছেন, “পশ্চিমবঙ্গ ইংরেজিতে লেখা এমন কিছু সমস্যা নয়। ইংরেজিতেই তো একটা রাজ্য উত্তরাখণ্ড লেখে। কী করে লেখে?”
সিপিএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, কংগ্রেসের বক্তারা প্রত্যেকেই মুখ্যমন্ত্রীকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন এই বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়ার জন্য। সিপিএমের বিধায়ক আনিসুর রহমান জানান, প্রথম বার মন্ত্রী হয়ে তিনি দিল্লির বৈঠকে যোগ দিতে গিয়ে দেখেছিলেন, সকলের শেষে
ডাক এসেছিল। তখনই নাম বদলের প্রয়োজনীয়তার কথা তৎকালীন মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন। নাম ঠিক করার ব্যাপারে তিনি মুখ্যমন্ত্রীকে ‘ব্ল্যাঙ্ক চেক’ দেন এ দিন। সর্বদল বৈঠকে যিনি প্রথম ‘পশ্চিমবঙ্গ’ নামটি তুলেছিলেন, আরএসপি-র সেই সুভাষ নস্কর বলেন, অন্য কোনও গুরুত্বপূর্ণ মত থাকলে সরকার তা-ও বিবেচনা করে দেখুক। কারণ, ওই নামে কিছু আপত্তির কথা উঠছে। ফ ব-র বিধায়ক বিশ্বানাথ কারক সরকারি উদ্যোগকে সমর্থন করেও বিভিন্ন ঐতিহাসিক দৃষ্টান্ত টেনে বলেন, এই প্রদেশের নাম যুগ যুগ ধরে ‘বঙ্গ’ই ছিল। ফলে পূর্ববঙ্গের অবলুপ্তির পরে ‘পশ্চিম’ শব্দটিও তুলে দিলে ভাল হত। তবে তৃণমূলের একদা জোটসঙ্গী এসইউসি-র একমাত্র বিধায়ক তরুণ নস্কর তাঁর ‘অন্য দৃষ্টিভঙ্গি’র কথা বলার দাবি জানিয়েও সুযোগ না-পেয়ে ওয়াকআউট করেন।শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী অবশ্য সর্বসম্মত প্রস্তাব মেনে ‘পশ্চিমবঙ্গে’র পক্ষেই রায় দেন।
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.