মেচেদা বাসস্ট্যান্ড সংস্কারে উদ্যোগ
বশেষে মেচেদা বাসস্ট্যান্ডের হাল ফেরাতে উদ্যোগী হল প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই বাসস্ট্যান্ড সংস্কারের দায়িত্ব চেয়ে বছরখানেক আগে জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিল সংশ্লিষ্ট শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি। বৃহস্পতিবার তমলুক মহকুমাশাসকের দফতরে বাসস্ট্যান্ড পরিচালন কমিটির সভায় পঞ্চায়েত সমিতির হাতে ওই দায়িত্বভার দেওয়ার সিদ্ধান্ত হয়। তমলুকের মহকুমাশাসক তথা বাসস্ট্যান্ড পরিচালন কমিটির চেয়ারম্যান বাসব বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রশাসনের তরফে পঞ্চায়েত সমিতিকে সব রকমের সাহায্য করা হবে।”
ছবি: পার্থপ্রতিম দাস।
রেলস্টেশন সংলগ্ন মেচেদা বাসস্ট্যান্ড পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রবেশদ্বার। প্রায় ৩ একর জায়গা রয়েছে বাসস্ট্যান্ডের। বাস, ট্যাক্সি, ট্রেকার, লরি মিলে প্রতি দিন প্রায় ৫০০ গাড়ি যাতায়াত করে। কাছেই কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র আর জেলার অন্যতম বৃহৎ মেচেদা বাজার। ফলে ভিড় লেগেই থাকে। সেই ১৯৮১ সালে চালু হয়েছিল বাসস্ট্যান্ডটি। কিন্তু তার পর আর পরিকাঠামোর উন্নয়নে বিশেষ কাজ হয়নি। নজরদারি আর সংস্কারের অভাবে সম্পূর্ণ বেহাল বাসস্ট্যান্ডটিতে নিকাশি বা আবার্জনা পরিষ্কারের বন্দোবস্ত নেই। ফলে নোংরা-কাদায় বাসস্ট্যান্ড চত্বরের নরক-দশা। পানীয় জল বা আলোর বন্দোবস্তও ভাল নয়। বাসস্ট্যান্ডের পরিচালনার দায়িত্বে জেলা প্রশাসন থাকা সত্ত্বেও হতশ্রী এই দশায় নিত্যযাত্রীদের ক্ষোভ বাড়ছিল ক্রমাগত। গত মঙ্গলবার বাসস্ট্যান্ডের উন্নয়নের দাবি তুলে বিক্ষোভ অবস্থানও করে এসইউসি-র মহিলা সাংস্কৃতিক সংগঠন।
বৃহস্পতিবার মহকুমাশাসকের দফতরে আয়োজিত বৈঠকে জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন, শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি শোভা সাউ, সহ-সভাপতি বিভাস কর ছাড়াও জেলা পরিবহণ আধিকারিক ও বাসমালিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাসস্ট্যান্ডের নিকাশি, আবর্জনা পরিষ্কার, পানীয় জলের ব্যবস্থার উন্নয়ন-সহ পরিচালনার দায়িত্ব নিতে বৈঠকে আগ্রহ প্রকাশ করেন পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষ। আলোচনার পরে ঠিক হয় বাসস্ট্যান্ডের পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব পঞ্চায়েত সমিতিকে দেওয়া হলেও পরিচালন ক্ষমতা আপাতত জেলা প্রশাসনের হাতেই থাকবে। বর্তমানে বাসস্ট্যান্ড উন্নয়ন তহবিলে প্রায় ৪০ লক্ষ টাকা রয়েছে। ওই টাকার একাংশ খরচ করেই পরিকাঠামোর উন্নয়ন করা হবে বলে জানা গিয়েছে। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিভাস কর বলেন, “আমরা আগামী মঙ্গলবার থেকেই বাসস্ট্যান্ড উন্নয়নের কাজ শুরু করব। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই বাসস্ট্যান্ডটিকে আধুনিক ভাবে গড়ে তোলার জন্য পরিবহণ দফতরের বাস্তুকারদের সঙ্গে আলোচনা করব।” বিভাসবাবু আরও জানান, মেচেদা বাসস্ট্যান্ড থেকে ৪১ নম্বর জাতীয় সড়ক সংযোগকারী রাস্তাটি মেরামতের জন্য জেলা পরিষদ ৫ লক্ষ টাকা বরাদ্দ করেছে। শীঘ্রই ওই কাজও শুরু হবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.