নাসেরকে ক্ষমা চাইতে বলছেন আজহাররা
ংল্যান্ড সফরে এক দিনের সিরিজ শুরুর চব্বিশ ঘণ্টা আগে নাসের হুসেনের মন্তব্য নিয়ে উত্তাল ভারতীয় ক্রিকেট। ম্যাঞ্চেস্টারে টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন ধারাভাষ্য দিতে গিয়ে নাসের বলেন, “ভারতীয় ফিল্ডারদের মধ্যে তিন-চার জন আছে যারা খুব ভাল। কিন্তু দু’এক জন আছে যারা গাধা গোত্রের।” এমন মন্তব্য জানাজানি হওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেটমহলের প্রবল ক্ষোভের মুখে পড়েন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক।
নাসেরের মন্তব্য নিয়ে মহাবিতর্কের খবর শুক্রবারের আনন্দবাজারেই প্রথম প্রকাশিত হয়। সাধারণ ক্রিকেটভক্তরা তো ক্ষোভ প্রকাশ করে চলেছেনই। এমনকী প্রাক্তন ভারতীয় ক্রিকেটারেরাও প্রতিবাদ জানাতে শুরু করেছেন। মহম্মদ আজহারউদ্দিন বলেছেন, “হুসেনের মোটেও এ রকম কথা বলা ঠিক হয়নি। ওর ক্ষমা চাওয়া উচিত। ধারাভাষ্যের সময় নানা কথা বলা যায় কিন্তু প্লেয়ারদের গাধা বলার কোনও জায়গাই নেই।” নাসেরকে কি ধারাভাষ্যকারদের প্যানেল থেকে সরিয়ে দেওয়া উচিত? আজহার বলেন, “সেটা আমি বলতে পারব না। কিন্তু ওর অবশ্যই ভারতীয় দলের কাছে ক্ষমা চাওয়া উচিত। বিশেষ করে সেই সময় যারা ফিল্ডিং করছিল সেই সব ফিল্ডারের কাছে।”
এ দিন ভারতীয় বোর্ডের প্রভাবশালী কর্তা রাজীব শুক্ল বলেছেন, “হুসেনের মন্তব্য খুবই আপত্তিকর। প্লেয়ারদের সম্পর্কে কিছু বলার আগে সবারই সতর্ক থাকা উচিত। আমরা অবশ্যই ব্যাপারটা খতিয়ে দেখব।” রাজীব সঙ্গে যোগ করেন, “প্রত্যেক প্লেয়ারের সম্মান প্রাপ্য। তা তার পারফরম্যান্স যে রকমই হোক না কেন। আমার মনে হয় না নাসের এ ধরনের মন্তব্য করে ঠিক করেছে।”
ম্যাঞ্চেস্টারে টি-টোয়েন্টি ম্যাচে পার্থিব পটেল যখন কেভিন পিটারসেনের ক্যাচ মিস করেন, তখন ওই মন্তব্য করেন নাসের। বোলার ছিলেন মুনাফ পটেল। নাসের বলেন, “আমি বলব দু’টো দলের মধ্যে তফাত হচ্ছে ফিল্ডিং। ইংল্যান্ড সব দিক থেকে ভাল ফিল্ডিং দল। আমি বিশ্বাস করি ভারতের তিন-চার জন আছে যারা খুব ভাল ফিল্ডার। কিন্তু ওদের এখনও দু’এক জন আছে যারা মাঠে গাধা গোত্রের।”
আর এক প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড় বলেছেন, “বোর্ডের উচিত এটা নিয়ে পদক্ষেপ নেওয়া। নাসের যেন না ভোলে ইংল্যান্ড ওর সময়ে কোথায় ছিল। দু’দশক লেগেছে ওদের আজকের এই জায়গাটায় আসতে।” প্রাক্তন পাক ক্রিকেটার জাহির আব্বাস বলেছেন, “কাউকে গাধা বলা যায় না। ভারতীয় বোর্ডের সংশ্লিষ্ট চ্যানেলের কাছে অভিযোগ জানানো উচিত।”
এ দিকে, টেস্ট সিরিজে ধোনিদের ‘হোয়াইটওয়াশ’ করলেও এক দিনের সিরিজে নিজেদের নিরঙ্কুশ ফেভারিট ভাবতে নারাজ ইংল্যান্ড। তাদের ওয়ান ডে অধিনায়ক অ্যালিস্টার কুক বলেছেন, “এক দিনের ম্যাচ কিংবা সিরিজেও ফেভারিট-এর তকমার তেমন মূল্য নেই। এই ফর্ম্যাটে যে কেউ জিততে পারে সেই বিশেষ দিনটায় দুর্দান্ত খেলে।” বিশেষজ্ঞ ভাষ্যকার ওয়াসিম আক্রমও বলেছেন, “টেস্ট সিরিজের মতো একপেশে হবে না ওয়ান ডে সিরিজ। যথেষ্ট লড়াই হবে। সিরিজ যে দলই জিতুক, খুব কম ব্যবধানে জিতবে।” কিন্তু ভারতের বিরাট কোহলি আবার নতুন সিরিজের আগে ব্যাকফুটে থেকে বলেছেন, “ইংল্যান্ডের আবহাওয়া আর পিচে ওদের কাছে হারাটা বিরাট কোনও বিপর্যয় বলে মনে করি না।” এ দিকে, ভারত অধিনায়ক ধোনি ভবিষ্যতে বিহারের কোনও জায়গায় স্পোর্টল অ্যাকাডেমি করতে চান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.