টুকরো খবর
|
পথ দুর্ঘটনায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জয়প্রকাশ সিংহ (২৪)। বৃহস্পতিবার রাতে মানকরের কাছে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বাইক উল্টে গুরুতর জখম হন জয়প্রকাশ ও তাঁর সঙ্গী। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান জয়প্রকাশ। তাঁর সঙ্গী হাসপাতালে ভর্তি রয়েছেন।
|
স্কুলছাত্রের অপমৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক স্কুল ছাত্রের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সৌরভ মণ্ডল (১০)। বাড়ি গলসি থানার কুমারপুরে। শুক্রবার সকালে কীটনাশক জাতীয় কিছু পান করে অসুস্থ হয়ে পড়ে সৌরভ। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুপুরে তার মৃত্যু হয়।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু, অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে উত্তেজনা ছড়াল কুলটি থানার দেবীপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাধাকৃষ্ণ ঠাকুর (৪৭)। বাড়ি সালানপুর থানার হুন্দাবাঁধ গ্রামে। এই ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা ক্ষতিপূরণের দাবিতে প্রায় দু’ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুলটি থানার পুলিশ। পরে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, পথ দুর্ঘটনায় মৃত্যু সংক্রান্ত বিমার টাকা আদায়ের জন্য সরকারি স্তরে চেষ্টা করা হবে। এর পরেই অবরোধ উঠে যায়।
|
রাস্তা বেহাল, ক্ষোভ এলাকায় |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লির রাস্তাঘাটের বেহাল দশা। সাম্প্রতিক টানা বর্ষণের পরে হাল আরও খারাপ হয়ে গিয়েছে। পুরসভাকে বার বার জানিয়েও কোনও ফল হয়নি। এমনই অভিযোগ ওই এলাকার বাসিন্দাদের। অবিলম্বে এলাকায় রাস্তাঘাটের উন্নয়নের দাবি জানিয়েছেন তাঁরা। পুরসভা অবশ্য জানিয়েছে, ওই এলাকায় কংক্রিটের রাস্তা গড়ে দেওয়ার পরিকল্পনা ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। বরাদ্দ করা হয়েছে প্রায় ১৩ লক্ষ টাকা। শীঘ্র কাজ শুরু হয়ে যাবে বলে অবশ্য আশ্বাস দিয়েছেন পুরসভা কর্তৃপক্ষ।
|
পুরস্কৃত কর্মী |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
২০০৯ সালের বিশ্বকর্মা রাষ্ট্রীয় পুরস্কার পেলেন দুর্গাপুর ইস্পাতের পাঁচ কর্মী। এঁরা হলেন অভিজিৎ কুমার চন্দ্র, শশাঙ্ক রায়, সৌমেন মণ্ডল, অতনু সাঁই ও রথীন বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের শ্রম দফতরের পক্ষ থেকে বিশেষ কৃতিত্বের জন্য জাতীয় স্তরে এই পুরস্কার দেওয়া হয়। এখন পর্যন্ত দুর্গাপুর ইস্পাতের মোট ১৬ জন কর্মী এই পুরস্কার পেয়েছেন। দুর্গাপুর ইস্পাতের সিইও পঙ্কজকুমার বাজাজ জানান, ওই কর্মীরা দুর্গাপুর ইস্পাতের গর্ব।
|
মহকুমা সম্মেলন |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বর্ধমান জেলা ডেকরেটার্স সমন্বয় সমিতির আসানসোল মহকুমা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয় শুক্রবার। এ দিন বার্নপুরের সম্প্রীতি প্রেক্ষাগৃহে আয়োজিত এই সম্মেলনে প্রায় ৩০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন। সংগঠনের সম্পাদক উৎপল রায়চৌধুরী জানিয়েছেন, ২৬ দফা দাবি নিয়ে এ দিন প্রতিনিধিরা আলোচনা করেন।
|
যুবকের অপমৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে দুর্গাপুরের বেনাচিতির ধুনুরা প্লট এলাকায়। মৃতের নাম জয়ন্ত কর্মকার (২২)। স্থানীয় বাসিন্দারা খবর দিলে পুলিশ গিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার করে।
|
স্কুলভোটে টাই |
বি-জোন মেঘনাদ সাহা হাইস্কুলের পরিচালন সমিতির নির্বাচনের ফলাফল টাই হয়েছে। বৃহস্পতিবারের নির্বাচনে সিপিএম তিনটি, কংগ্রেস ও তৃণমূল জোটের মধ্যে তৃণমূল ২ টি ও কংগ্রেস একটি আসন পায়। প্রসঙ্গত, গত বছর পর্যন্ত ওই স্কুলের পরিচালন সমিতি দখলে রেখেছিল সিপিএম।
|
সাংস্কৃতিক সন্ধ্যা |
বুধবার সন্ধ্যায় সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত হয় দুর্গাপুর পুরসভার ব্যবস্থাপনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মুকুন্দ রঞ্জন ঘোষ। ছিলেন তবলা বাদক প্রীতম পোল্লে। |
|