খেলার টুকরো খবর

আন্তঃবিদ্যালয় ফুটবল
বিইউসি আয়োজিত এনআর দত্ত এবং জেসি ঘোষ আন্তঃবিদ্যালয় ফুটবলে চ্যাম্পিয়ন হল শান্তিনগর বিদ্যামন্দির। বৃহস্পতিবার বার্নপুর স্টেডিয়ামে তারা ঢাকেশ্বরী উচ্চ বিদ্যালয়কে ৩-১ গোলে হারায়। ‘ফেয়ার প্লে’ পুরস্কার পায় বার্নপুর বয়েজ হাইস্কুল। আয়োজক সংস্থার সম্পাদক অনুপম দাশগুপ্ত জানান, এই প্রতিযোগিতায় মোট ১২টি দল যোগ দেয়।

অনূর্ধ্ব ১৪ ফুটবল
দুর্গাপুরের নবদিগন্ত মাঠে চলছে অনূর্ধ্ব ১৪ ফুটবল।
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ফুটবল লিগের শুক্রবারের প্রথম খেলায় জয়ী হল উখড়া ফুটবল অ্যাকাডেমি। লাল ময়দানে তারা ৫-০ গোলে হারায় সুভাষচন্দ্র বয়েজ ক্লাবকে। অমিত বাউরি ৩টি গোল করেন। রাজু আকুরে ও মন্টু বাদ্যকর একটি করে গোল করেন। নবদিগন্ত মাঠের খেলায় জিবিএফসি ১-০ গোলে অগ্রণী সঙ্ঘকে হারায়।

স্মৃতি ফুটবল
বিদ্রোহী সঙ্ঘ আয়োজিত মাধব দাঁ ও অমর রায় স্মৃতি ফুটবলের বৃহস্পতিবারের খেলায় জয়ী হল রানিগঞ্জ রনাই ফুটবল ক্লাব। রামসায়র মাঠের খেলায় তারা মেমারি ফুটবল অ্যাকাডেমিকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারায়। নির্ধারিত সময়ে দু’টি দলই একটি করে গোল করে।

সবুজ সঙ্ঘের হার
চিচুড়িয়া সুভাষ সমিতি আয়োজিত ফুটবল প্রতিযোগিতার বৃহস্পতিবারের খেলায় জয়ী হল বহুলা ফুটবল ক্লাব। এ দিন চিচুড়িয়া মাঠের খেলায় তারা গোপালমাঠ সবুজ সঙ্ঘকে ৪-৩ গোলে হারায়। নির্ধারিত সময়ের খেলায় কোনও গোল হয়নি।

জয়ী বিইউসি
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত আসানসোল চ্যালেঞ্জ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে জয়ী হল বিইউসি। বৃহস্পতিবার আসানসোল স্টেডিয়ামের খেলায় তারা কুলটি এসি-কে ৫-১ গোলে হারায়। এ দিনের বিজয়ী দল ফাইনাল খেলবে আইএসপি-র সঙ্গে।

জয়ী বুলেট ক্লাব
মানিক উপাধ্যায় ও দেবাশিস ঘটক স্মৃতি ফুটবল প্রতিযোগিতার বৃহস্পতিবারের খেলায় জয়ী হল কালনা বুলেট ক্লাব। দোমহানি মাঠের খেলায় তারা এসআরএল আসানসোলকে টাইব্রেকারে ৩-১ গোলে হারায়। নির্ধারিত সময়ে দু’টি দলই ২টি করে গোল দেয়।

জয়ী দিশারী সঙ্ঘ
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগের শুক্রবারের খেলায় দিশারী সঙ্ঘ ২-০ গোলে পলাশডিহা তরুণ সঙ্ঘকে হারায়। এমএএমসি মাঠে গোল করেন নাসির খান, লক্ষ্মীকান্ত হাঁসদা।

অ্যাক্সিস কাপ
মডার্ন বয়েজ ক্লাব আয়োজিত অ্যাক্সিস কাপের ফাইনালে উঠল ভলিবল ক্লাব। তারা দ্বিতীয় সেমিফাইনালে ২-১ গোলে হারিয়ে দেয় উদয় সঙ্ঘকে। আজ শনিবার ফাইনালে ভলিবল ক্লাব মুখোমুখি হবে আমরা ক’জন বয়েজ ক্লাবের।

কোশিগ্রামের জয়
কাশীরাম দাস বিদ্যায়তনের (কে ডি আই) প্রাক্তন পড়ুয়াদের উদ্যোগে আয়োজিত আন্তঃবিদ্যালয় ফুটবলের সেমি ফাইনালে জয়ী হল কোশিগ্রাম। শুক্রবার কে ডি আই মাঠে তারা ২-১ গোলে ভারতীভবনকে হারায়। আজ, শনিবার দ্বিতীয় সেমি ফাইনালে মুখোমুখি হচ্ছে সুদপুর ও দাঁইহাট উচ্চ বিদ্যালয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.