টুকরো খবর

কংগ্রেসে দ্বন্দ্ব প্রকাশ্যে এল
সিঙ্গিং বার নিয়ে কংগ্রেসে অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এল। আইএনটিইউসি’র তরফে রবিবার বৈধ সিঙ্গিং বারগুলি চলতে দেওয়ার দাবি জানানো হয়। ওই সমস্ত বারের কর্মীদের নিয়ে নর্থ বেঙ্গল মিউজিক্যাল বার ওয়ার্কার্স ইউনিয়ন নামে নতুন ইউনিয়নের কথা ঘোষণা হয়। আইএনটিইউসি’র জেলা সভাপতি অলক চক্রবর্তী বলেন, “অবৈধ বার নিয়ে কিছু বলার নেই। যেগুলি অনুমোদিত সে সব চলতে দিতে হবে ১ সেপ্টেম্বর মৈনাক হোটেলে সভা করে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।”

সচেতনতায় সভা
‘গোর্খা টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ বা জিটিএ নিয়ে রবিবার শিলিগুড়ি কলেজ লাইব্রেরি হলে আলোচনা সভা হয়। উদ্যোক্তা ছিল শিলিগুড়ি নাগরিক সম্মিলনী। সেখানে জিটিএ নিয়ে তাঁদের মতামত পেশ করেন বিশিষ্ট অর্থনীতিবিদ মানস দাশগুপ্ত এবং এই রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। নাগরিক সম্মিলনীর অন্যতম আহ্বায়ক মলয় করঞ্জাই এই বিষয়ে জানিয়েছেন, স্থানীয় নাগরিকদের সচেতন করতেই এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এই ধরনের সভা লাগাতার ভাবে তাঁরা চালিয়ে যেতে চান।

প্রয়াত তবলা শিল্পী
মারা গেলেন তবলা শিল্পী সুশীত অধিকারী। রবিবার দেশবন্ধুপাড়ার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬১ বছর। বেণু অধিকারী নামে পরিচিত এই শিল্পীর একমাত্র ছেলে সুবীরও তবলাবাদক হিসাবে পরিচিত। তিনি স্ত্রী, পুত্র ও পুত্রবধূকে রেখে যান। এদিন তাঁর মৃত্যুর খবরে সংস্কৃতি জগতে শোকের ছায়া নেমে আসে।

চিনি অমিল
পরশু বুধবার ইদ। অথচ ফাঁসিদেওয়ায় মুসলিম সম্প্রদায়ের মানুষেরা রেশনে চিনি না পাওয়ায় ক্ষোভ সৃষ্টি হয়েছে। গ্রাহকদের খোলা বাজার থেকে বেশি দামে চিনি কিনতে বাধ্য হতে হচ্ছে বলে অভিযোগ। এই ঘটনায় কংগ্রেস ও তৃণমূল ফাঁসিদেওয়া ব্লক খাদ্য ও ব্লক প্রশাসন দফতরে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। জালাসের কংগ্রেস নেতা মইজুদ্দিন মহম্মদ ও চটহাট অঞ্চলের তৃণমূল নেতা দলিল মহম্মদ বলেন, “বছরের এত বড় একটা উৎসব। অথচ এ বার রেশনে কেউ চিনি পেল না। এই নিয়ে রাজগঞ্জ ব্লক খাদ্য দফতর ও ব্লক অফিসে বিক্ষোভ দেখাব।” অন্যান্য রাজনৈতিক মহল থেকেও থেকেও একই মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। রেশন দোকান মালিকদের বক্তব্য, “আমাদের করার কিছুই নেই। সরবরাহ না হওয়ায় এই সপ্তাহে চিনি দেওয়া যায়নি।” ব্লক খাদ্য দফতরের আধিকারিক সুখেন্দু সাহা বলেন, “চিনি মজুতই নেই।” তাঁর দাবি, “এমন কখনও হয়নি।” ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণবেশ মণ্ডল বলেন, “বিষয়টি দুঃখজনক। ক্ষোভ হওয়াটা স্বাভাবিক। শিলিগুড়ি মহকুমা খাদ্য দফতরে যোগাযোগ করা হলেও চিনি মজুত নেই বলে জানানো হয়েছে।”

ছাত্র ও মহিলা কনভেনশন
রাজগঞ্জ ব্লক কংগ্রেসের তরফে রবিবার মাঝিয়ালির ক্ষুদিভিটা প্রাথমিক স্কুলে ছাত্র ও মহিলা কনভেনশন হয়। হাজির ছিলেন দলের জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি মোহন বসু, মহিলা কংগ্রেসে সভানেত্রী অনিতা মৌলিক-সহ অন্যান্য নেতারা। কনভেনশনে ছাত্র পরিষদ ও দলের সাংগঠনিকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ব্লক কমিটির সভাপতি দেব্রবত নাগ জানান, কনভেনশনের মধ্য দিয়ে ব্লক কংগ্রেস, ব্লক মহিলা কংগ্রেস ও ছাত্র পরিষদ কমিটি গঠন করা হয়।

ব্লক কংগ্রেস সম্মেলন
ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের পুঁটিমারি সংসদ এলাকায় বিদ্যুতের খুঁটি পোঁতার কাজ শুরু করা হয়েছে। এলাকার পঞ্চায়েত সদস্য তথা ফুলবাড়ি-২ উপ-প্রধান তৃণমূলের গঙ্গাদেবী রায় জানান, পাঁটিমারি সংসদে কয়েকটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে রবিবার থেকে খুঁটি পোঁতার কাজ শুরু করা হয়েছে।

জন্মজয়ন্তী
রাজগঞ্জ সন্ন্যাসীকাটা জমিদারপাড়ার শিশুতীর্থ স্কুলের তরফে মাদার টেরেসার জন্মজয়ন্তী উৎসব পালন করা হল। শনিবার ওই উপলক্ষে স্কুল চত্বরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

আন্দোলন
প্রাথমিক শিক্ষায় সাদরি ভাষার দাবিতে আন্দোলনে নামল সাদান মহাসভা। রবিবার দুপুরে কালচিনিতে সাদান মহাসভার এক আলোচনা সভায় সাদরি ভাষায় প্রাথমিক শিক্ষার দাবি তোলেন সংগঠনের সদস্যরা। এ দিন কলাচিনি অ্যাথলেটিক ক্লাবে সংগঠনের সভায় সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন আগামী নভেম্বর মাসে সাদরিকে প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্ত করার দাবিতে লাগাতার আন্দোলনে নামবেন। এখন বেসরকারি উদ্যোগে কয়েকটি স্কুলে সাদরি ভাষা শেখানো হচ্ছে বলে সংগঠন সুত্রে জানানো হয়।

ঈদ নিয়ে বৈঠক
ফাঁসিদেওয়ায় শান্তিপূর্ণ ভাবে যাতে ইদ পালিত হয়, তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে ফাঁসিদেওয়া থানায় ওই বৈঠক হয়। ব্লকের বিভিন্ন জনপ্রতিনিধিরা বৈঠকে হাজির ছিলেন বলে।

সম্মেলন
শনিবার শিলিগুড়িতে তৃণমূলের পরিবহণ শ্রমিক ইউনিয়নের প্রথম সম্মেলন হয়। সমিতি সভাপতি এবং সাধারণ সম্পাদক মনোনীত হন অরূপ রতন ঘোষ এবং মানিক সাহা।

ভোট
দেশবন্ধু বিদ্যাপীঠ স্কুলের পরিচালন সমিতি অভিভাবক প্রতিনিধি ভোটে রবিবার জয়ী হল জাতীয়তাবাদী শিক্ষা মঞ্চ। নির্বাচনে জাতীয়তাবাদী শিক্ষা মঞ্চ ৫টি আসনে জয়ী হয়। বামেরা পেয়েছে মাত্র একটি আসন।

স্মরণসভা
রবিবার শিলিগুড়ি কোর্ট মোড়ে এসইউসি’র শ্রমিক নেতা তন্ময় মুখোপাধ্যায়ের স্মরণ সভা হয়। ২০০০ সালের ২৮ অগস্ট তিনি খুন হন। সভায় ছিলেন দলের জেলা সম্পাদক গৌতম ভট্টাচার্য, সিপিএম জেলা সম্পাদকমণ্ডলী সদস্য জীবেশ সরকার, রতন দে প্রমুখ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.