সংঘর্ষে জখম ২০ শিলিগুড়ি পলিটেকনিকে
শিলিগুড়ি পলিটেকনিক কলেজে সংগঠনের প্রতিষ্ঠাদিবসে পতাকা তোলাকে কেন্দ্র করে ছাত্র পরিষদ এবং তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষে রক্ত ঝরল। রবিবার সকালের ওই সংঘর্ষের ঘটনার জেরে দু’পক্ষের ২০ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে ছাত্র পরিষদের ২ জনকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সংঘর্ষের সময়ে দু’দলের পতাকা ছেঁড়া থেকে বিধানচন্দ্র রায়ের ফ্রেমে বাঁধানো ছবি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। দু’পক্ষই পুলিশে অভিযোগ দায়ের করেছে। হামলার ঘটনায় তৃণমূল কংগ্রেসের এক মেয়র পরিষদ-সহ একাধিক জেলা স্তরের নেতার নাম উঠেছে। অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি বলে এখনও গ্রেফতার করা হয়নি। তদন্ত চলছে।” সংঘর্ষের প্রতিবাদে ছাত্র পরিষদের পক্ষ থেকে আজ, সোমবার পলিটেকনিক কলেজে ছাত্র ধর্মঘট এবং শিলিগুড়ির প্রতিটি কলেজে কালা দিবস পালনের ডাক দেওয়া হয়েছে। তৃণমূলের মেয়র পারিষদ কৃষ্ণ পাল অবশ্য দাবি করেছেন, “প্রতিষ্ঠা দিবসে এমন ঘটনা দুভার্গ্যজনক। তবে আমাদের দলের কেউ সংঘর্ষে জড়িত নয়। ছাত্রদের মধ্যে হাতাহাতি হয়েছে। ছাত্র পরিষদের ছেলেরাই গোলমাল শুরু করে। বিধানচন্দ্র রায়ের ছবি ভেঙে দিয়েছে ওরাই। খবর পেয়ে আমরা গিয়ে গোলমাল থামাই। আমাদের ১৭ জন ছাত্র জখম হয়েছেন।” কংগ্রেস নেতা তথা দার্জিলিং জেলা ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের আয়োজক বিকাশ সরকার অভিযোগ করেন, “জোট করে দু’দল এক সঙ্গে নির্বাচন করেছি। তৃণমূল নেতাদের কোনও আপত্তি থাকলে সংগঠনের জেলা স্তরের নেতাদের সঙ্গে কথা বলতে পারতেন। মারধর করে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা চুপচাপ আমরা মেনে নেব না।” সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন কলকাতায় ছাত্র পরিষদ এবং তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিলিগুড়ি থেকে দুই সংগঠনের বহু নেতা-কর্মী ওই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন। শিলিগুড়িতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন-সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ছাত্র পরিষদের পক্ষ থেকে এদিন বাঘা যতীন ক্লাব হলেও অনুষ্ঠান হয়। তার আগে সকালের সংঘর্ষকে ঘিরে শহরের রাজনৈতিক মহলে সোরগোল পড়ে যায়। সন্ধ্যায় অনুষ্ঠানে ঘটনার নিন্দা করে বক্তব্য রাখেন মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার, মেয়র গঙ্গোত্রী দত্ত, উদয় দুবে, সুবীন ভৌমিক, কুন্তল গোস্বামী-সহ অন্যরা। ছাত্র পরিষদের অভিযোগ, এদিন পলিটেকনিক কলেজের গেটের সামনে তসমর্থকেরা পতাকা উত্তোলন করেন। তার পরেই দলের জেলা নেতাদের নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের একদল সমর্থক সেখানে হাজির হন। তাঁদের ছাত্র পরিষদের সমর্থকদের তখনই পতাকা, ছবি সরিয়ে নিয়ে যেতে হবে। দু’পক্ষের বচসা থেকে সংঘর্ষ শুরু হয়ে যায়। ছাত্র পরিষদ নেতা অমিত তালুকদারকে মারধর করা হয় বলে অভিযোগ। জখম হন কলেজের তৃতীয় বর্ষের ছাত্র খোকন দলুই এবং সমর বিশ্বাস। তৃণমূল মেয়র পারিষদের পাল্টা অভিযোগ, তাঁদের সংগঠনের পতাকা ছিঁড়ে, সমর্থকদের মারধর করা হলে উত্তেজনা সৃষ্টি হয়। কৃষ্ণবাবু বলেন, “সেখানে অমিত তালুকদার কাউকে ফোন করে হামলার ভুয়ো খবর দিচ্ছে দেখে আমাদের ছেলেরা উত্তেজিত হয়ে পড়ে।”
চুরি। বহুতল বাণিজ্যিক কমপ্লেক্সের একটি দোকান থেকে ল্যাপটপ চুরি হয়েছে। রবিবার শিলিগুড়ির সেবক রোডের আড়াই মাইলের একটি দোকান থেকে সেগুলি চুরি যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.