টুকরো খবর

পথ দুর্ঘটনায় মৃত্যু তিন যুবকের
তিন জেলায় পৃথক পথ দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়েছে। মৃতেরা হলেন রানিবাঁধের দামোদরপুর গ্রামের আনন্দ সোরেন (৩৮), মুর্শিদাবাদের দৌলতাবাদের ওয়ালিকুল শেখ (২০) ও পুরুলিয়ার আড়শা থানার সটরা গ্রামের কাঞ্চন সহিস (২১)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে রানিবাঁধ থানার কাটিয়াম গ্রামে দিদির বাড়ির কাছে রাস্তা পার হচ্ছিলেন আনন্দ সোরেন। সেই সময় একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলে ই মৃত্যু হয় ওই যুবকের। এর পরেই স্থানীয় বাসিন্দারা ক্ষতিপূরণের দাবিতে প্রায় দু’ঘণ্টা রানিবাঁধ-ঝিলিমিলি রাস্তা অবরোধ করেন। রানিবাঁধ থানার আইসি পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। ক্ষতিপূরণের আশ্বাস দেওয়ার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পলাতক। আর রবিবার ভোরে বীরভূমের নলহাটি থানার চামটিবাগানের কাছে, পানাগড়-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে সিমেন্ট বোঝাই লরির সঙ্গে একটি ট্রাকের ধাক্কা হয়। ঘটনাস্থলেই লরির চালক ওয়ালিকুল শেখের মৃত্যু হয়। অন্য দিকে, শুক্রবার পুরুলিয়া-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কে কাঁড়ামারা গ্রামের কাছে বলরামপুরগামী একটি গাড়ির ধাক্কায় কাঞ্চন সহিস জখম হন। ওই দিন রাতে পুরুলিয়া সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

পুরুলিয়ায় জমে উঠেছে ঈদের বাজার
ছবি: প্রদীপ মাহাতো
ঈদের আগে শেষ রবিবারের বাজার জমে উঠল পুরুলিয়ায়। আদ্রা, বলরামপুর, ঝালদা, সাঁওতালডিহি- সর্বত্রই এ দিন রোদ ঝলমলে পরিবেশে বাজারে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পুরুলিয়া শহরের বড় মসজিদ তলায় ক্রেতাদের থিকথিকে ভিড় ছিল। রাস্তার ধারে বিক্রি হচ্ছে বাহারি টুপি, লাচ্চা, সুগন্ধী আতর,নানা ফলের পসরা। কোথাও উৎসাহীদের চোখে সুরমা এঁকে দেওয়া হচ্ছিল। উল্লসিত লাচ্চা বিক্রেতা মহম্মদ আখতার, টুপি বিক্রেতা মকরম আনসারি, আতর বিক্রেতা জাভেদ খন্না বলেন, “শুক্র-শনি দু’দিনই বৃষ্টির জন্য বাজার জমেনি। তবে, এ দিন বৃষ্টি না হওয়ায় ভালো বিক্রি হয়েছে।” সাধারণ টুপির মধ্যেও নকশাদার দামি টুপিও বিক্রি হচ্ছিল। বিভিন্ন বয়েসীরা হাত দিয়ে সেই টুপি দেখছিলেন। মুসরুদ্দিন আনসারি নামের এক ব্যক্তি চোখে সুরমা আঁকছিলেন। পুরুলিয়া ২ ব্লকের দুমুমি গ্রামের বাসিন্দা মনসুর আনসারি চার কিলোগ্রাম ব্যাগে ভরতে ভরতে বললেন, “দাম যাই হোক, বাড়িতে অনেক আত্মীয় আসবেন। তাই বেশি পরিমাণেই লাচ্চা কিনলাম।”

স্কুলভোটে জয়ী তৃণমূল
স্কুল পরিচালন সমিতি’র অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। ইন্দাসের নন্দুরি হাইস্কুলের ঘটনা। আজ সোমবার ওই স্কুলে নির্বাচন ছিল। শনিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনেও তৃণমূলের বিরুদ্ধে কেউ মনোনয়ন পত্র তোলেন নি। স্কুলের প্রধান শিক্ষক মুকুন্দ বিশ্বাস “তৃণমূলের ৬ জন প্রার্থীই শুধু মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁরাই জয়ী হয়েছেন।” প্রসঙ্গত, কয়েকদিন আগে ইন্দাসের রোল যাযাবর সঙ্ঘ গ্রামীণ গ্রন্থাগারের পরিচালন সমিতির নির্বাচনেও একই ঘটনা ঘটেছিল। সিপিএমের ইন্দাস জোনাল কমিটির আহ্বায়ক অসীম দাসের অভিযোগ, “আমাদের দলের কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেই তৃণমূল তাঁর জরিমানা ধার্য করছে। তাই আমরা এবার ওইসব নির্বাচনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” তৃণমূলের ইন্দাস ব্লক সাধারণ সম্পাদক গৌতম বেরার দাবি, “এতদিন সন্ত্রাস করেই ওই স্কুলের ক্ষমতা দখলে রেখেছিল সিপিএম। এখন আর তা পারবেনা বুঝে ওরা প্রার্থী দেয়নি।”

তৃণমূলে যোগ
পুরুলিয়ার কেন্দা থানার কুড়ুকতোপা ২ নম্বর সংসদের ৪০টি সিপিএম সমর্থিত পরিবার রবিবার তৃণমূলে যোগ দিয়েছেন। ওই সংসদের পিপড়িগোড়া গ্রামের বাসিন্দা স্বপন মুণ্ডা, মঙ্গল মুণ্ডারা বলেন, “তিন দশক ধরে সিপিএমের সঙ্গে থাকলেও এলাকার উন্নয়নের জন্য সিপিএম কিছুই করেনি। তাই তৃণমূলে যোগ দিয়েছি।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের জেলা কার্যকরী সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায়।

আলোচনাসভা
পরিবেশ সচেতনা বিষয়ে শুক্রবার অনুষ্ঠান হল রানিবাঁধ হাইস্কুলে। পরিবেশ সর্ম্পকে ‘ক্যুইজ’ প্রতিযোগিতা, ও ‘পরিবেশ দূষণ রোধে গাছের ভূমিকা’ শীর্ষক আলোচনা হয়। উপস্থিত ছিলেন খাতড়া আদিবাসী কলেজের প্রাক্তন অধ্যক্ষ গৌরাঙ্গসুন্দর সুবুদ্ধি। স্থানীয় পরিবেশ রক্ষা মঞ্চ এই অনুষ্ঠানের আয়োজন করেছিল।

ফব-র জাঠা
নেতাজির জন্মদিন ‘দেশপ্রেম দিবস’ হিসেবে ঘোষণা করা ও মুখোপাধ্যায় কমিশনের রিপোর্ট সংসদে গ্রহণ করা সহ পাঁচ দফা দাবিতে ভারত জাঠা শুরু করেছে ফরওয়ার্ড ব্লক। বাঁকুড়া ও পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকা ঘুরে এই জাঠা দেশের বিভিন্ন প্রান্ত ছুঁয়ে দিল্লিতে পোঁছবে।

দুই দুষ্কৃতী ধৃত
সশস্ত্র দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে নিতুড়িয়া থানার পুলিশ। ধৃত তরুণ কুমার ও রাকাশ রায়ের বাড়ি আসানসোল দক্ষিণ থানা এলাকায়। পুলিশ সূত্রের খবর, শনিবার বিকেলে ঝাড়খণ্ড সীমান্তে পাঞ্চেত জলাধারের কাছে মহেশ নদীর চেকপোস্টে গাড়ি তল্লাশি করছিল পুলিশ। সেই সময় ওই দু’জন ধরা পড়ে। তাদের কাছ থেকে গুলিভর্তি পাইপগান উদ্ধার হয়। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা জানিয়েছে, তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে রঘুনাথপুর এলাকায় যাচ্ছিল। রবিবার ধৃতদের রঘুনাথপুর আদালতে তোলা হলে ১৪ দিন জেল হাজত হয়।

যুবকের অপমৃত্যু
মৃত্যু হল অগ্নিদগ্ধ এক যুবকের। পুলিশ জানায়, মৃতের নাম গোলাপ খান (২৪)। বাড়ি মুরারই থানার কামারখুর গ্রামে। ২৪ অগস্ট অসাবধানতায় কেরোসিনের কুপির আগুনে ওই যুবক অগ্নিদগ্ধ হন। জখম অবস্থায় তাঁকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.