প্রতিষ্ঠাদিবস পালিত হয়নি, ক্ষোভ
ক্ষিণপন্থী রাজনীতির শক্ত ঘাঁটি বলে পরিচিত নবদ্বীপে এ বার ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবস পালিত হল না। অথচ গত বছর পর্যন্ত শহরে অন্তত দু’টি অনুষ্ঠান হত। আয়োজিত হত সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা। এ বারে তার বদলে শূন্য মঞ্চ।
ছাত্র পরিষদের বর্তমান নেতৃত্ব স্বীকারই করে নিয়েছেন, সাংগঠনিক দুর্বলতার কারণেই শহরে কোনও অনুষ্ঠান করা গেল না। অথচ এ বারেই ৩৪ বছর পরে পালা বদল ঘটেছে, রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল ও কংগ্রেস জোট। তাই এ বার শহরে বড় করেই ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হবে বলে মনে করা হয়েছিল। তবে নবদ্বীপের বিধায়ক তৃণমূলের পুণ্ডরীকাক্ষ সাহা বলেন, “সকালে শহরে ছোট একটি অনুষ্ঠান হয়েছে। বিধানচন্দ্র রায়ের ছবিতে মাল্যদানের পরে দলের ছাত্র শাখার সদস্যেরা চলে গিয়েছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।” নেতাজি ইন্ডোরের ওই সভা ব্রিগেডের পরে তৃণমূলের পক্ষ থেকে এক রকম নির্বাচনোত্তর দ্বিতীয় বড় জনসভা। সেখানে দলের ছাত্র শাখার প্রতিষ্ঠাদিবসে ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সারা রাজ্য থেকেই তৃণমূলের ছাত্র শাখার সদস্যেরা সেখানে গিয়েছেন।
কিন্তু ছাত্র পরিষদ শহরে আলাদা কোনও অনুষ্ঠান করল না কেন? তাঁরা চলে গিয়েছেন বরাবরের মতো মহাজাতি সদনে। নবদ্বীপের প্রাক্তন দাপুটে ছাত্র নেতা ব্রজগোপাল বণিক বলেন, “এমন ঘটনা এই প্রথম ঘটল। ’৭৭-’৭৮ সালে আমি যখন নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের দায়িত্ব নিয়েছিলাম, তখন চার দিনের বিরাট অনুষ্ঠান হত। রাজ্য নেতৃত্বের অনুমতি নিয়েই ২৮ তারিখে মহাজাতি সদনের সভায় আমরা যেতাম না। বরং ৩১ অগস্ট ছাত্র পরিষদের রাজ্য সভাপতি নবদ্বীপে আসতেন। সারা শহর জুড়ে দু’টো, কখনও তিনটি করেও আলাদা আলাদা অনুষ্ঠান হয়েছে।”
পুরনো দিনের আর এক ছাত্র নেতা স্বপন আচার্যের বক্তব্য, “আমার তো মনে হয়, গত পঞ্চাশ বছরে এমন কাণ্ড এই প্রথম ঘটল। ২৮ অগস্ট উদ্যাপনই হল না, এমনটা কখনও হয়নি।” নবদ্বীপ ছাত্র পরিষদের সভাপতি সুকান্ত কংসবণিক বলেন, “ছাত্র পরিষদ এই মুহূর্তে কিছুটা অসময়ে। আমি মাত্র ১৫ দিন হল দায়িত্ব পেয়েছি। দু’টো বাসে করে আমরা নবদ্বীপ থেকে মহাজাতি সদনে গিয়েছি। তবে আগামি দিনে সংগঠন তৈরি করে আবার বড় করেই প্রতিষ্ঠা দিবস পালন করব।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.