টুকরো খবর
সাঁওতালি ভাষায় শিক্ষার প্রসার নিয়ে আলোচনাসভা
ছবি: দেবরাজ ঘোষ।
জঙ্গলমহলের স্কুলগুলিতে শুধুমাত্র আদিবাসী শিক্ষক নিয়োগ করলেই অলচিকি লিপিতে সাঁওতালি ভাষায় শিক্ষার প্রসার ঘটানো সম্ভব নয়। এর জন্য প্রয়োজন উপযুক্ত পাঠ্যক্রম ও পরিকাঠামো। পাশাপাশি, প্রাথমিক থেকে উচ্চস্তর পর্যন্ত সাঁওতালি ভাষায় শিক্ষাদানের বিষয়ে সরকারি উদ্যোগ গ্রহণও জরুরি। রবিবার ঝাড়গ্রামের দেবেন্দ্রমোহন মঞ্চে সাঁওতালি শিক্ষা-সংক্রান্ত এক আলোচনাসভায় এমনই মত পোষণ করলেন আদিবাসী সমাজের বিদ্বজ্জনেরা। তাঁদের আশা, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নতুন সরকার এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ করবে। ‘দামা সরেন উইহের তিরলা গাঁওতা’ (দামা সরেন স্মৃতি মহিলা সংস্থা) আয়োজিত ওই আলোচনা সভার উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি স্বপন মুর্মু। আলোচনাসভায় যোগ দেন সাঁওতালি শিক্ষা পর্ষদের সভাপতি নিতাই টুডু, সহ-সভাপতি পৃথ্বীনাথ বাস্কে, শিক্ষাব্রতী সুনীল হেমব্রম, ছবিরানি সরেন প্রমুখ।

মৎস্যজীবীদের জন্য শিবির কাঁথিতে
মৎস্যজীবী জনগোষ্ঠী সংগঠকদের শিবির শেষ হল রবিবার। কাঁথি খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির উদ্যোগে ও কলকাতার সোসাইটি অফ কমিউনিটি অর্গানাইজেশন-এর ব্যবস্থাপনায় কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডের সংহতি হলে দু’দিনের এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন বিধায়ক সমরেশ দাস। সংগঠনের কাযর্করী সম্পাদক লক্ষ্মীনারায়ণ জানা অভিযোগ করেন, “এক শ্রেণির অসাধু ব্যবসায়ী চিরাচরিত পদ্ধতির বদলে রাসায়নিক ব্যবহার করে শুঁটকি মাছ তৈরি করতে বলছে। অস্বাস্থ্যকর পদ্ধতিতে এই ভাবে শুঁটকি মাছ তৈরি করলে আদপে ক্ষতিই হবে। তাই এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে মৎস্যজীবীদের।”

বিদ্যুৎস্পৃষ্ট, মৃত ২
বিশ্বকর্মা পুজোর মণ্ডপ তৈরির সময় তড়িদাহত হয়ে মৃত্যু হল দুই মণ্ডপকর্মীর। রবিবার সকালে হলদিয়ার ভবানীপুর থানা এলাকার পেট্রোকেম রোডে ঘটনাটি ঘটেছে। মৃতদের নাম নারায়ণ সামন্ত (৩৫) ও নারায়ণ প্রামাণিক (৩০)। দু’জনেরই বাড়ি হলদিয়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম নগরে। এ দিন সকালে একটি কারখানার পুজোর মণ্ডপ তৈরির কাজ করছিলেন দু’জনে। মণ্ডপের পাশে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎবাহী তারে ভেজা বাঁশের স্পর্শে বিপত্তি ঘটে। গুরুতর জখম অবস্থায় দুই মণ্ডপকর্মীকে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই মৃত্যু হয় তাঁদের।

১০০ দিনের পূর্তি
তৃণমূল সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে শনিবার নানা কর্মসূচি নিয়েছিল রামনগর ১ ব্লক যুব তৃণমূল। পথসভার আগে মিছিল বেরয় এলাকায়। পথসভায় সরকারের ১০০ দিনের কাজের সাফল্যের খতিয়ান তুলে ধরে বক্তব্য রাখেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত দাস, কর্মাধ্যক্ষ নিতাইচরণ সার, বিমল জানা, বিষ্ণুপদ পানি, প্রদীপ দে প্রমুখ।

স্কুল ভোটে প্রার্থীই দিল না সিপিএম
মাস তিনেক আগেও এলাকায় একাধিপত্য ছিল সিপিএমের। অথচ, এখন সেখানেই ‘একঘরে’ দলীয় কর্মী-সমর্থকেরা। পালাবদলের পর পরিস্থিতি এমনই যে, মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরিতে স্কুলভোটে প্রার্থীই দিতে পারল না সিপিএম। মেদিনীপুর শহরের অদূরেই পাঁচখুরী। রবিবার স্থানীয় দেশবন্ধু হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনের দিন ছিল। স্থানীয় তৃণমূল নেতা আবদুল সাদেক জানান, সিপিএম ও তার সহযোগী কোনও দল প্রার্থী দিতে না-পারায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন দল সমর্থিত প্রার্থীরা।

বিএডের ফল প্রকাশ
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিএড, বিপিএডের ফল প্রকাশিত হবে আজ, সোমবার। এ দিনই কলেজ থেকে ছাত্রছাত্রীদের হাতে মার্কশিট তুলে দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক নিরঞ্জন মণ্ডল জানিয়েছেন।

বিএডের ফল প্রকাশ
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিএড, বিপিএডের ফল প্রকাশিত হবে আজ, সোমবার। এ দিনই কলেজ থেকে ছাত্রছাত্রীদের হাতে মার্কশিটও তুলে দেওয়া হবে। সংশ্লিষ্ট কলেজ থেকেই ছাত্রছাত্রীরা মার্কশিট পেয়ে যাবেন।

তৃণমূল জয়ী
খেজুরি কুলঠা সারদাশিক্ষা সদন ও রামনগরের মৈতনা বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির নিবার্চনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা।

সম্মেলন
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কাঁথি পশ্চিম চক্রের বার্ষিক সম্মেলন হল রবিবার। মাজনা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন সমিতির রাজ্য সভাপতি তপন পাত্র।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.