আজ থেকে যুক্তরাষ্ট্র ওপেন
নোভাককে হারাতে পারে একা নোভাকই
ই মুহূর্তে পুরুষদের টেনিসে বিশ্বের সেরা প্লেয়ার কে, তা নিয়ে কোনও প্রশ্ন উঠতে পারে না। এ বছরে সে মাত্র দুটো ম্যাচ হেরেছে আর দুটো গ্র্যান্ডস্লাম জিতেছে। নোভাক জকোভিচ এখন স্বপ্নের ফর্মে রয়েছে। তবে ওর ধকলও যাচ্ছে খুব। গত সপ্তাহে সিনসিনাটিতে সেটা ভালই বোঝা গিয়েছে। নোভাককে এখন কেউ যদি হারাতে পারে তা হলে সেটা হবে নোভাকের নিজের শরীর।
সিনসিনাটির কথা বললাম বটে, তবে ওখান থেকে নোভাকের সরে দাঁড়ানোকে আমি খুব গুরুত্ব দেব না। ও এখনও যথেষ্ট তাজা আর নিজের পছন্দের সারফেসে খেলাটা খুবই উপভোগ করবে। নোভাককে এ মরসুমে খুব শক্তিশালী দেখাচ্ছে। তা ছাড়া সেরা প্লেয়ারদের হারানোর আত্মবিশ্বাসও ফুটে উঠছে ওর খেলায়। আমার মনে আছে উইম্বলডনের সময় আমার বাজি ছিল রাফায়েল নাদাল। যুক্তরাষ্ট্র ওপেনে কিন্তু আমি মনে করি, নোভাকই হল আসল লোক।
নোভাক ছাড়া আর যে সব প্লেয়ারের উপর আমার নজর থাকবে, তারা হল অবশ্যই রজার ফেডেরার, অ্যান্ডি মারে এবং নাদাল। ফেডেরার দাবি করছে, ও এখনও গ্র্যান্ডস্লাম জেতার ক্ষমতা ধরে এবং জেতার খিদেটাও আছে। ফেডেরারের দক্ষতা নিয়ে আমার কোনও সন্দেহ নেই, কিন্তু জেতার খিদে নিয়ে আছে। এত বছর ধরে এত ট্রফি জেতার পর আর এত সব রেকর্ড ভাঙার পর ওর খিদেটা আর আগের মতো আছে কি না, তা নিয়ে সন্দেহ থাকছে। উল্টো দিকে ওর প্রতিপক্ষদের বয়স কম। এ বছরের ফরাসি ওপেন আর উইম্বলডনে একটা সময় ফেডেরারকে সত্যিই খুব ভাল দেখাচ্ছিল। কিন্তু ও এমন সব ম্যাচ হেরে যায়, যা জিততে পারত। এই জিনিস কিন্তু আগে ফেডেরারের হত না।
নাদালের কথায় আসি। যে কোনও অবস্থা থেকেই নাদাল ম্যাচ বার করে নিতে পারে, কিন্তু সেটা যখন ও ওর নিজের সেরা খেলাটা খেলে, তখনই। এ বছর কিন্তু সেই খেলা নাদালের থেকে আমরা পাইনি। তা ছাড়া হার্ডকোর্ট ওর পছন্দের সারফেস নয়। খেতাব ধরে রাখতে গেলে নাদালকে খুবই ভাল খেলতে হবে।
যে প্লেয়ার এ বার নোভাককে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে সে হল মারে। মারেকে নিয়ে এত কথা হয়েছে যে, এ বার ওকে একটা গ্র্যান্ডস্লাম জিততেই হবে। আর সেটা করার সবচেয়ে ভাল সুযোগ হল যুক্তরাষ্ট্র ওপেন। লন্ডনে যেমন সবার নজর মারের উপর থাকে, নিউ ইয়র্কে সেটা হয় না। তাই একটু খোলা মনে খেলতে পারবে ও। মারে নিজেও বলেছে, নিউ ইয়র্ক ওর পছন্দের জায়গা। ও যদি কোর্টে নেমে নিজেকে উপভোগ করতে পারে, তা হলে এখানে ভালই করবে। এদের বাদে আর দু’এক জনও অঘটন ঘটাতে পারে। আমার নজর থাকবে দেল পোত্রোর উপরও।
মেয়েদের দিকটা নিয়ে ভবিষ্যদ্বাণী করা বেশ কঠিন। আমি তো ভেবেছিলাম মারিয়া শারাপোভা উইম্বলডন জিতে নেবে। তা, শেষ মুহূর্তে ও কিয়েতোভার কাছে হেরে গেল। এ বারও কিন্তু মারিয়াকে দেখে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র ওপেন ঘরে তোলার মশলা রয়েছে ওর মধ্যে। আর একটা খবর হল, সেরেনা উইলিয়ামসও তৈরি হচ্ছে। আমরা সবাই জানি, নিউ ইয়র্কে খেলতে সেরেনা কতটা ভালবাসে। আমাকে প্রাচীনপন্থী বলতে পারেন, কিন্তু সেরেনা-মারিয়ার ক্লাসিক ফাইনাল দেখার জন্য মুখিয়ে আছি।
আগামী উইকএন্ডে আমি নিউ ইয়র্ক পৌঁছচ্ছি। আশা করব, সবাই যেন হারিকেনে আইরিন-এর হাত থেকে রক্ষা পায়। এ বারের যুক্তরাষ্ট্র ওপেন শুরু হওয়ার আগেই নাটকীয় ঘটনা ঘটছে। হারিকেন আছড়ে পড়ল আর টুর্নামেন্টের ফাইনালও পড়েছে ৯/১১!



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.