বোল্ট ‘বিদ্যুৎস্পৃষ্ট’, নতুন চ্যাম্পিয়ন ব্লেক
ট্র্যাকে তাঁর অবিশ্বাস্য গতি আর নামের মিশেলে গোটা পৃথিবীর কাছে তিনি ‘বিদ্যুৎ’। অথচ বিশ্ব চ্যাম্পিয়নশিপে যা ঘটে গেল তাতে ‘বিদ্যুৎ’ স্বয়ং যেন বিদ্যুৎস্পৃষ্ট! বিদ্যুৎস্পৃষ্ট অ্যাথলেটিক্স দুনিয়াও! ‘ডিসকোয়ালিফিকেশন’-এর নতুন নিয়মে একশো মিটারের ফাইনাল থেকেই ছিটকে গেলেন এই গ্রহের দ্রুততম মানুষ উসেইন বোল্ট! ফলস্ স্টার্টের জন্য।
পাঁচ নম্বর লেনে এসে বোল্ট যখন দাঁড়ান, ভরা স্টেডিয়ামের অবিরাম চিৎকারে কান পাতা দায়। কিন্তু স্টার্ট লাইন থেকে দীর্ঘকায় শরীরটা তির হয়ে ছিটকে বেরিয়ে আসার পরের মুহূর্তেই আচমকা সব স্তব্ধ হয়ে যায়। বোল্টের মতোই, কী ঘটেছে বুঝতে কিছুটা সময় লাগে দর্শকদের। ততক্ষণে নিজের উপর রাগে, হতাশায় জার্সিটা খুলে ফেলে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছেন বোল্ট। তখনও বিশ্বাস হচ্ছে না যে, রেস শুরুর আগেই তিনি রেসের বাইরে। এর পর খুব দ্রুত ট্র্যাক পেরিয়ে স্টেডিয়াম ছেড়েই বেরিয়ে যাচ্ছিলেন। এক কর্মকর্তা ছুটে গিয়ে তাঁকে নিয়ম মনে করিয়ে দিয়ে মাঠে দাঁড়িয়ে থাকতে বাধ্য করেন। কিন্তু রেসটা তিনি আর দেখতে পারেননি। এতটাই ভেঙে পড়েছিলেন। রেস চলাকালীন দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকেন পুরো সময়। বোল্টের অনুপস্থিতিতে ৯.৯২ সেকেন্ড সময়ে একশো মিটার দৌড় জিতলেন বোল্টেরই প্র্যাক্টিস পার্টনার, জামাইকার যোহান ব্লেক।
অবিশ্বাসের কান্না। বিশ্ব অ্যাথলেটিক্সে ভেঙে পড়লেন বোল্ট। রবিবার। ছবি: রয়টার্স
দ্বিতীয় যুক্তরাষ্ট্রের ওয়াল্টার ডিক্স (১০.০৮ সেকেন্ড) এবং তৃতীয় সেন্ট কিটস অ্যান্ড নেভিসের কিম কলিন্স (১০.০৯ সেকেন্ড)। জিতে ব্লেকের প্রতিক্রিয়াও অবাক করা। নিজের সাফল্যে উৎসব করবেন, না বোল্টের জন্য কাঁদবেন বুঝতে পারছিলেন না নতুন বিশ্বচ্যাম্পিয়ন। “অনুভূতিটা বুঝিয়ে বলার মতো কথাই খুঁজে পাচ্ছি না। উসেইন বরাবর আমার পাশে থেকেছে। মনে হচ্ছে আমি কেঁদে ফেলব,” বলেছেন ব্লেক। বোল্টের মতোই যিনি কোচ গ্লেন মিলসের ছাত্র। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্লেকের মুখে আবার বোল্ট! বলেন, “রেসটা বোল্টের জন্যই জিততে চেয়েছিলাম।”
এ দিকে অঞ্জু ববি জর্জ হতে পারলেন না ময়ূখা জনি। রবিবার বিশ্ব অ্যাথলেটিক্সে মেয়েদের লং জাম্প ফাইনালে নবম হয়েই সন্তুষ্ট থাকতে হল ময়ূখাকে। নিজের প্রথম লাফেই সবচেয়ে ভাল করেন ভারতীয় মেয়ে। লাফান ৬.৩৭ মিটার। তবে সেটা কোয়ালিফাইং রাউন্ডের থেকে কম।

ময়ূখা পারলেন না
অঞ্জু ববি জর্জ হতে পারলেন না ময়ূখা জনি। রবিবার বিশ্ব অ্যাথলেটিক্সে মেয়েদের লং জাম্প ফাইনালে নবম হয়েই সন্তুষ্ট থাকতে হল ময়ূখাকে। নিজের প্রথম লাফেই সবচেয়ে ভাল করেন ভারতীয় মেয়ে। লাফান ৬.৩৭ মিটার। তবে সেটা কোয়ালিফাইং রাউন্ডের থেকে কম। লং জাম্পে সোনা জেতেন মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রিটনি রিজ (৬.৮২ মিটার)। দ্বিতীয় এবং তৃতীয় যথাক্রমে রাশিয়ার ওলগা কুচেরেঙ্কো (৬.৪৮) এবং লাটভিয়ার ইনেতা রাদেভিকা (৬.৭৬)।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.