পূর্ত দফতরের জায়গায় দোকানপাট উচ্ছেদের নোটিশের জেরে আন্দোলনের ডাক দিল বালুরঘাটের চকভৃগু’র ব্যবসায়ীরা। রবিবার স্থানীয় চকভৃগুর হাট প্রাঙ্গণে আয়োজিত সভা থেকে ব্যবসায়ীরা জায়গা ছাড়ার পরিমাপ বিবেচনা এবং বিকল্প ব্যবস্থার দাবিতে আগামী মঙ্গলবার বিক্ষোভ মিছিলের মাধ্যমে বালুরঘাটে জেলা পূর্ত দফতরের নির্বাহী বাস্তুকারের কাছে দাবি সনদ পেশের সিদ্ধান্ত নিয়েছেন। চকভৃগু ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সম্পাদক ওল্টু সরকার বলেন, “এলাকার উন্নয়নে রাস্তা চওড়ার পক্ষে আমরা। তবে দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তার দু’ধারে গড়ে ওঠা দোকানপসার রাতারাতি উচ্ছেদের সঙ্গে বাবসায়ীদের জীবন জীবীকার বিষয়টি জড়িয়ে আছে। বিভাগীয় কর্তৃপক্ষ বিবেচনা করবেন বলে আশা।”
|
বাড়ির পাশের পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল ২ কিশোরীর। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে শামুকতলা ঢালকর গ্রামে। পুলিশ জানায়, মৃতা কিশোরীদের নাম শিল্পী ওঁরাও (১৩) ও উদিতা বসুমাতা (১৬)। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, এদিন ওই ২ কিশোরী পুকুরে স্নান করতে যায়। সেই সময় পুকুরে অন্য কেউ ছিল না। সাঁতার না জেনেও তাঁরা গভীর জলে চলে যায়। কিন্তু সেখান থেকে আর কম জলে আসতে পারেনি তাঁরা। পরে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে নিয়ে যান। রাতে তাঁদের মৃত্যু হয়। ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ঢালকর গ্রামে।
|
চালক ও খালাসিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ট্রাক বোঝাই চাল লুঠ করল একদল দুষ্কৃতী। রবিবার সকালে ঘটনাটি ঘটে ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাকটি কালিয়াগঞ্জ থেকে মাথাভাঙায় যাচ্ছিল। দুষ্কৃতীরা ট্রাক দাঁড় করিয়ে ট্রাকের ওঠার পরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে চালক ও খালাসিকে দাসপাড়া এলাকায় নামিয়ে দেয় বলে অভিযোগ। চালক ও খালাসি এই ব্যাপারে ইসলামপুর থানায় অভিযোগ দায়েরের পরে পুলিশ চোপড়ার কাছে খালি ট্রাকটি উদ্ধার করে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।
|
নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠন ছেড়ে ৪০ জন যোগদান করলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠনে।
|
শনিবার রাতে চোপড়া থানার জয়পুরে পুলিশ বলেন বর্মন (২০) নামে এক তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার করে। |