হাসপাতাল নিয়ে কংগ্রেস-তৃণমূল দ্বন্দ্ব
ইমসের ধাঁচে হাসপাতাল তৈরি নিয়ে ফের কংগ্রেস-তৃণমূল কোন্দল প্রকাশ্যে এল রায়গঞ্জে। রবিবার উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়, রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি আটকাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘ষড়যন্ত্র’ করছেন। শনিবার কলকাতায় একটি বেসরকারি নার্সিংহোমের অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী কল্যাণীতে এইমসের ধাঁচে হাসপাতাল করার ব্যপারে সওয়াল করেন বলে জেলা কংগ্রেস নেতৃত্ব দাবি করেন।
জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত বলেন, “প্রিয়রঞ্জন দাশমুন্সির স্বপ্ন রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি আটকাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই তৎপর। উত্তর দিনাজপুর জেলায় কংগ্রেস শক্তিশালী বলেই মুখ্যমন্ত্রী ষড়যন্ত্র করেছেন। জেলার সাংসদ দীপা দাশমুন্সি আজ, সোমবার প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে বিষয়টি জানাবেন। পাশাপাশি বিষয়টি নিয়ে দলের সর্বোচ্চ নেত্রী সোনিয়া গাঁধীর দ্বারস্থ হব।” মোহিতবাবু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেও বিষয়টি জানতে চাইবেন। জেলা তৃণমূল অবশ্য কংগ্রেসের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন। তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি অসীম ঘোষ বলেন, “কল্যাণীর এইমসের সঙ্গে রায়গঞ্জের সম্পর্ক নেই। দু’জায়গাতেই এইমসের ধাঁচে হাসপাতাল করতে মুখ্যমন্ত্রী তৎপর রয়েছেন। রাজ্য তৃণমূল নেতৃত্বের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। কেউ যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তাহলে মন্ত্রিসভার বাইরে গিয়ে তা তোলা উচিত।”
এদিন কংগ্রেসের তরফে দাবি করা হয়, ২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকার ৮২৩ কোটি টাকা খরচে ১০০ একর জমিতে রায়গঞ্জে ৯৬০ শয্যার হাসাপাতাল তৈরির অনুমোদন দেয়। হাসপাতাল গড়ার জন্য রাজ্য সরকার জমি অধিগ্রহণ, পানীয় জল, বিদ্যুৎ ও নিকাশির ব্যবস্থা করার কথা জানায়। ২০১০ সালের ১২ অক্টোবর কেন্দ্রীয় প্রতিনিধি দল রায়গঞ্জের পানিশালায় জেলা প্রশাসনের চিহ্নিত করা ১২০ একর জমি পরিদর্শন করেন। গত ২২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ রাজ্যের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্রকে চিঠি দিয়ে জমি দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি রায়গঞ্জে সূর্যকান্তবাবুকে জমি অধিগ্রহণ করার প্রক্রিয়া শুরু করার ব্যপারে অনুরোধ করেন। গত ৪ এপ্রিল তৎকালীন স্বাস্থ্যসচিব মানবেন্দ্র রায় জেলাশাসকের কাছে জমির বিবরণ ও নকশা পাঠিয়ে দেন। জেলা প্রশাসন এক সপ্তাহেই স্বাস্থ্য দফতরকে জমির বিবরণ ও নকশা পাঠিয়ে দেয়। বিধানসভা নির্বাচনের জন্য কাজ অসম্পূর্ণ থেকে যায়। সিপিএমের রায়গঞ্জ লোকাল কমিটির সম্পাদক নীলকমল সাহা বলেন, “জমি চিহ্নিত হওয়া সত্ত্বেও কংগ্রেস-তৃণমূলের চাপানউতোরে রায়গঞ্জে এইম্সের ধাঁচে হাসপাতাল তৈরি না হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পুজোর পর লাগাতার আন্দোলনে নামছি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.