|
|
|
|
রেশনের চাল গায়েব, ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ হাকিমপাড়ায় |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
রেশনের চাল গায়েব করার অভিযোগ তুলে এক ডিলারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন জনতা। রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার হাকিমপাড়ার বঙ্কিমচন্দ্র রোডে। খাদ্য সরবরাহ দফতরের এক মহিলা অফিসার গিয়ে রেশন ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। রঘুনাথ পাল নামে ওই ডিলারের চাল সরবরাহ সংক্রান্ত বেশ কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করে নেন খাদ্য সরবরাহ দফতরের ওই অফিসার। নিজের ভুল স্বীকার করে মুচলেকাও দেন ওই রেশন ডিলার।
এলাকার কাউন্সিলার মৈত্রেয়ী চক্রবর্তী বলেন, “দীর্ঘদিন ধরেই গরিবদের চাল নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছিল। এদিন তা হাতেনাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। বিষয়টি খাদ্য সরবরাহ দফতরে জানানো হয়েছে। ওই ডিলার মুচলেকা দিয়ে ক্ষতিপূরণ দেওয়ার কথা স্বীকার করেছেন।” খাদ্য সরবরাহ দফতরের জেলা নিয়ামক রিনচেন শেরপা বলেন, “আমাকে এখনও রিপোর্ট করা হয়নি। রিপোর্ট হাতে পেলে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে।”
এক্ষেত্রে রেশন ডিলারকে বরখাস্ত ও পরে তার লাইন্সেস বাতিল করে দেওয়া হয় বলে খাদ্য সরবার দফতর সূত্রে জানা গিয়েছে। ঘটনার গুরুত্ব বিচার করে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হতে পারে বলে দফতরের এক আধিকারিক জানান। অভিযুক্ত রেশন ডিলার রঘুনাথ পাল বলেন, “কয়েকজন বিপিএল তালিকাভুক্তকে চাল দেওয়ার ক্ষেত্রে ভুল হয়েছে। এমনটা আর হবে না। তাঁদের পাওনা চাল ফিরিয়ে দেব।”
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুদিন ধরেই রেশনে দুর্নীতি করা হচ্ছে। বিপিএল তালিকাভুক্তদের যেখানে কার্ড ১৭৫০ গ্রাম করে চাল দেওয়ার কথা, তা কমিয়ে ১ কেজি করে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। এমনকী দোকানে টাঙানো তালিকায় রেশন সংক্রান্ত তথ্য অসম্পূর্ণ রাখা হয় বলে অভিযোগ। হাকিমপাড়ার বাসিন্দা বিপিএল তালিকাভুক্ত জ্যোৎস্না মণ্ডল, “আমি পরিবারের চার সদস্যের কার্ডে রেশন তুলি। দু’দিন ধরে আমাকে কার্ড প্রতি ১ কেজি করে চাল দেওয়া হচ্ছে। বৃদ্ধা মানুষ বুঝতে পারিনি। আজ সব বুঝতে পারছি।” স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল নেতা মলয় সরকার বলেন, “রেশন সরবরাহে দুর্নীতি কিছুতেই মানা হবে না। রেশন ডিলারকে এদিন তা জানানো হয়েছে।” |
|
|
|
|
|