|
|
|
|
‘ডাইন’ অপবাদে ওন্দায় বৃদ্ধকে ‘মার’ |
নিজস্ব সংবাদদাতা • ওন্দা |
ডাইন অপবাদে এক বৃদ্ধকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। শনিবার রাতে ওন্দা থানার কল্যাণী পঞ্চায়েতের আকন্দবনি গ্রামের ঘটনা। বাদল মাণ্ডি নামের ওই বৃদ্ধকে শনিবার রাতেই বাড়ির লোকজন বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রবিবার তাঁরা পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, তিন জনকে আটক করেছে। |
|
হাসপাতালে বাদল মাণ্ডি। ছবি: অভিজিৎ সিংহ। |
বাদলবাবুর পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত প্রায় ১০টা নাগাদ ৩০-৪০ জন গ্রামবাসী তাঁদের বাড়িতে চড়াও হন। বাড়িতে তখন বাদলবাবু, তাঁর স্ত্রী, দুই ছেলে ও বৌমা ছিলেন। বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের অস্থিশল্য বিভাগে ভর্তি থাকা বাদলবাবু রবিবার বলেন, “ওরা দরজা ভেঙে ঘরের ভিতরে ঢোকে। আমরা তখন শুয়ে পড়েছিলাম। আমাকে টানতে টানতে ঘর থেকে ওরা বের করে নিয়ে গিয়ে উঠোনে ফেলে রড দিয়ে বেধড়ক মারধর করে। স্ত্রী বাঁচাতে এলে তাঁকেও ওরা মারধর করে।” মারধর করার কারণ কী? তাঁর অভিযোগ, “গ্রামবাসীদের ধারণা, আমার বাড়িতে অপদেবতা রয়েছে। এই মিথ্যা ধারণায়, বছর সাতেক আগে ওরা একবার আমাকে মারধর করেছিল। শনিবার রাতে মারতে মারতে ওরা আমাকে সেই ‘ডাইন’ বলেই গালমন্দ করছিল। পুলিশের কাছে ওদের বিরুদ্ধে সেই অভিযোগই করেছি।”
বাদলবাবুর বড়ছেলে সুনীল মাণ্ডি বলেন, “গ্রামের কারুর কিছু অঘটন হলেই বাবার বিরুদ্ধেই লোকে আঙুল তোলে। অনেকবার বোঝানোর চেষ্টা করেও গ্রামবাসীদের ভুল ভাঙাতে পারিনি। ভয় হয়, এই ভুল ধারণার বশেই কোনও দিন গ্রামবাসীরা বাবাকে প্রাণে না মেরে ফেলে।” চেষ্টা করেও অভিযোগকারীদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ওন্দার বিডিও অঞ্জন ঘোষ বলেন, “ডাইন সন্দেহে এক বৃদ্ধকে মারধর করা হয়েছে বলে অভিযোগ শুনেছি। বাদলবাবু সুস্থ হয়ে গ্রামে ফিরে গ্রামবাসীদের নিয়ে আলোচনায় বসব।” |
|
|
|
|
|