|
সিভিল সোসাইটি আধুনিক গণতন্ত্রের অঙ্গ |
লোকপাল বিল উপলক্ষে সমাজকর্মী আণ্ণা হজারেকে কেন্দ্র করে দুর্নীতিবিরোধী আন্দোলনকেও সিভিল সোসাইটির আন্দোলন বলা হচ্ছে। সিভিল সোসাইটি বা নাগরিক সমাজ-এর ধারণাটি গত আড়াইশো বছর ধরে ক্রমশ বদলেছে। অষ্টাদশ শতকে ব্রিটেনের টমাস হবস এবং জন লক, ঊনবিংশ শতাব্দীতে জার্মানির ফ্রিডরিশ হেগেল এবং কার্ল মার্ক্স, বিশ শতাব্দীতে ইতালির আন্তোনিয়ো গ্রামশি সিভিল সোসাইটির ধারণা এই তাত্ত্বিকদের চিন্তার মাধ্যমে বিবর্তিত হয়েছে। গত শতকের শেষে পূর্ব ইয়োরোপের দেশগুলিতে সমাজতান্ত্রিক শাসনের অবসান ঘটার সময় নাগরিক সমাজ নতুন করে সক্রিয় হয়, তাকে নিয়ে আলোচনাও জমে ওঠে। |
|
সিভিল সোসাইটির কোনও সর্বজনসম্মত সংজ্ঞা আজও তৈরি হয়নি। তবে তার কয়েকটি সাধারণ ধর্ম বা লক্ষণ এখন মোটামুটি সর্বত্রই স্বীকৃত। এক, নাগরিক সমাজ বলতে বোঝানো হয় এমন একটি সামাজিক স্পেস বা পরিসরকে, যা রাষ্ট্রের অধীন বা রাষ্ট্রনিয়ন্ত্রিত নয়। একই সঙ্গে, এই পরিসরটিতে রাজনৈতিক দলের স্থান নেই। রাজনৈতিক নেতা বা কর্মীরা সেখানে যোগ দিতে পারেন হয়তো, কিন্তু ব্যক্তি হিসেবে। সিভিল সোসাইটি নিজেকে কর্পোরেট শিল্পবাণিজ্য মহল থেকেও স্বতন্ত্র রাখে। দুই, ধর্ম, জাতপাত ইত্যাদির ভিত্তিতে কাউকে নাগরিক সমাজের কোনও সম্মেলনে যোগ দিতে বাধা দেওয়া হয় না। তিন, নাগরিক সমাজ সাধারণত গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে অহিংস ভাবে নিজের দাবিদাওয়া জানায়। নাগরিক সমাজের প্রধান গুরুত্ব এইখানে যে, তা রাষ্ট্র এবং রাজনৈতিক দলের ওপর নানা বিষয়ে চাপ সৃষ্টি করতে পারে, তাদের অন্যায়ের বিরুদ্ধে নিরপেক্ষ প্রতিবাদ গড়ে তুলতে পারে, তাদের নীতি ও আচরণ সংশোধনে বাধ্য করতে পারে। সিভিল সোসাইটি আধুনিক গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। |
|
২০১১ সালের অগস্ট মাসটি ইংল্যান্ড-এ দেখা গেল এক অভিনব ‘দাঙ্গা’। বহু জায়গায় নাগরিক তাণ্ডব, অগ্নিসংযোগ, দোকানপাট ভাঙচুর, পণ্যদ্রব্যের অবাধ লুটতরাজ, পথচারীদের উপর হামলা, পুলিশবাহিনী উপর লাগাতার আক্রমণ: সব মিলিয়ে সারা দেশ একটা অচেনা আকার নিল ৬ থেকে ১০ অগস্ট। ঘটনার শুরু উত্তর লন্ডনের শহরতলি টটেনহ্যাম-এ, পুলিশের গুলিতে ‘স্টার গ্যাং’-এর কৃষ্ণাঙ্গ সদস্য মার্ক ডুগান-এর মৃত্যুকে কেন্দ্র করে। তবে বিভিন্ন অঞ্চলে যে বিপুল তাণ্ডব দেখা গেল, তা কেবল একটি ঘটনা দিয়েই বিচার করা যায় না। জাতিবিদ্বেষ বা অর্থনৈতিক ক্ষোভ কোনও যুক্তি দিয়েই ব্যাখ্যা করা যায় না। তবে এই দাঙ্গা অভিনব, কেননা দাঙ্গাকারীদের অধিকাংশই তরুণ, কিশোর-কিশোরীও। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন-এর মতে, দেশের নৈতিক অবক্ষয়ই এর জন্য দায়ী। তরুণ প্রজন্মকে ঠিক পথে চালনা করতে ব্যর্থতার জন্য অভিভাবক ও শিক্ষকদের দায়ী করেছেন তিনি। তবে এ অভিযোগ তোলার জন্য তাঁর সমালোচনাও চলছে দেশ জুড়ে। |
|
বার্লিন ওয়াল-এর পঞ্চাশ বছর হল। অবশ্য সেই দেওয়াল বাইশ বছর আগে (৯ নভেম্বর ১৯৮৯) দুই জার্মানির মিলনের সময়ই মানুষ ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। তবু ভূতপূর্ব জার্মান ডেমোক্র্যাটিক রিপাবলিক বা পূর্ব জার্মানির মানুষদের পশ্চিম জার্মানিতে পালানো আটকানোর জন্য দেওয়াল তৈরির ঘটনাটি (১৯৬১) এখনও জার্মান ইতিহাসের কলঙ্কিত অধ্যায়। দেয়াল টপকে পালাতে গিয়ে নিহত হন প্রায় এক হাজার মানুষ। তাঁদের স্মরণের মধ্য দিয়ে বার্লিনে পালিত হল ‘লজ্জার দেয়াল’-এর সুবর্ণজয়ন্তী। |
|
নোনাজল |
বরফের খোঁজ পাওয়া গিয়েছিল আগেই। এ বার সেখানে নোনা জলের প্রবাহের চিহ্ন পাওয়া গিয়েছে বলে দাবি করলেন নাসার বিজ্ঞানীরা। মার্স রেকনেসেন্স অর্বিটার এই তথ্য পাঠিয়েছে বলে জানাল নাসা।
|
নতুনমুখ্যমন্ত্রী |
কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী হলেন ডি ভি সদানন্দ গৌড়।
|
দ্রাবিড় |
ক্রিকেটে ইংল্যান্ড সফরের পর এক দিন ও টি-২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন রাহুল দ্রাবিড়। অন্য দিকে, ইংল্যান্ডের কাছে চার ম্যাচের টেস্ট সিরিজে ৩-০য় পিছিয়ে পড়ে টেস্ট দল হিসেবে শীর্ষস্থান খোয়াল ভারত।
|
কোর্টের রায় |
পরীক্ষার্থীরা চাইলে উত্তরপত্র দেখাতে হবে কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রাখল সুপ্রিম কোর্ট।
|
সুব্বারাও |
আরও দু’বছরের জন্য রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের পদে ডি সুব্বারাওয়ের কাজের মেয়াদ বাড়ালেন প্রধানমন্ত্রী।
|
শম্মীকাপুর |
৭৯ বয়সে মারা গেলেন বলিউডের খ্যাতনামা অভিনেতা শম্মী কাপুর।
|
তারেক মাসুদ |
পথ দুর্ঘটনায় নিহত হলেন বাংলাদেশের বিখ্যাত চিত্র পরিচালক তারেক মাসুদ।
• এয়ার ইন্ডিয়ার সি এম ডি অরবিন্দ যাদবকে বরখাস্ত করে বিমান মন্ত্রকের যুগ্ম সচিব রোহিত নম্দনকে সেই পদে নিয়োগ করল সরকার।
• নিরাপত্তার কারণে অলিম্পিকের মশাল পাকিস্তানে নিয়ে যাওয়া হবে না। |
|