|
|
|
|
|
|
|
মার্কিন মুলুকে ইঞ্জিনিয়ারিং পাঠ |
ইঞ্জিনিয়ারিং-এর নানা শাখায় মাস্টার্স ও পিএইচ ডি স্তরে বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক ভারতীয় ছাত্রছাত্রীদের কাছে পছন্দের গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এর জন্য আগে কিছু প্রস্তুতি লাগে। কোনও গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম নির্বাচন করার সময় ছাত্রছাত্রীদের বেশ কয়েকটি বিষয়ে নজর দিতে হবে। যেমন, প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক প্রোগ্রাম (পাঠক্রম) ও ফ্যাকাল্টি কতটা উচ্চমানের, ইন্টার্নশিপের সুযোগ কতটা, জয়েন্ট (যৌথ বা একাধিক) ডিগ্রির কী সুযোগ রয়েছে, বিদেশে কাজের সুযোগ কেমন, শিল্পের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ কতটা, কোর্সটি কাদের থেকে স্বীকৃতি (অ্যাক্রে-ডিটেশন) পেয়েছে, ইত্যাদি। আমেরিকায় অ্যাক্রেডিটেশন বোর্ড ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনলজি (http://www.abet.org/) অ্যাপ্লায়েড সায়েন্স, কম্পিউটিং, ইঞ্জিনিয়ারিং এবং টেকনলজি পাঠ্যক্রমগুলিকে অ্যাক্রেডিটেশন দেয়। সাড়ে পাঁচশোর বেশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আড়াই হাজারেরও বেশি পাঠক্রম এই অ্যাক্রেডিটেশন পেয়েছে। গ্র্যাজুয়েট স্তরে ইঞ্জিনিয়ারিং-এর পাঁচশোরও বেশি কোর্স পড়ানো হয় নানা বিশ্ববিদ্যালয়ে। কম্পিউটার, ইলেকট্রিক্যাল, নিউক্লিয়ার, জিয়োলজিক্যাল, সফটওয়্যার, এয়ারোস্পেস, বায়োলজিক্যাল এবং বায়োমেডিক্যাল-- ইঞ্জিনিয়ারিং-এর এমন বেশ কিছু শাখা ভারতের ছাত্রদের কাছে জনপ্রিয়। প্রোগ্রাম নির্বাচনের জন্য প্রথমে নিজের কেরিয়ারের লক্ষ্য, তার পর অ্যাকাডেমিক লক্ষ্য স্থির করতে হবে। এর পর বাছতে হবে কোন ক্ষেত্রে, কোন বিষয়টিতে বিশেষ ভাবে দক্ষতা তৈরি করতে চাও। প্রথম সারির প্রতিষ্ঠানগুলি, যেমন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনলজি (http://web.mit.edu/), স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি (http://www.stanford.edu/), ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়া, বার্কলে (http://berkeley.edu/), ক্যালিফর্নিয়া ইনস্টিটিউট অব টেকনলজি (http://www.caltech.edu/) প্রভৃতির ওয়েবসাইটগুলি দেখলে পাঠক্রম, শিক্ষক, পড়ার খরচ, কাজের সুযোগ, ইন্টার্নশিপ, সব বিষয়েই একটা তুলনামূলক ধারণা তৈরি করা যাবে। |
|
অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই এম এসসি ও পিএইচ ডি স্তরে আর্থিক সহায়তা দেয়। বিশ্ব-বিদ্যালয়ের ওয়েবসাইটে এই ধরনের বৃত্তি পাওয়ার শর্ত সম্পর্কে আলাদা করে তথ্য দেওয়া থাকে।
ভাল শিক্ষক, উন্নত পরিকাঠামো ও কাজের বাড়তি সুযোগ ছাড়াও বিদেশে পড়তে যাওয়ার একটা বড় সুবিধে নানা দেশের ছাত্রদের সাহচর্য। বিচিত্র সংস্কৃতি ও শিক্ষাব্যবস্থা ছাত্রদের মধ্যে বিভিন্ন চিন্তাপদ্ধতির সূত্রপাত করে। এক সঙ্গে কাজ করতে গেলে, কোনও সমস্যার সমাধান করতে গেলে, নানা চিন্তাধারার সংস্পর্শের ফলে সকলেরই উদ্ভাবনী শক্তির প্রসার ঘটে।
ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হল www.gradsource.com, এবং www.educationusa.state.gov |
|
• সেরা বিশ্ববিদ্যালয়গুলির ওয়েবসাইট থেকে পাঠক্রম, কাজের সুযোগ সম্পর্কে ধারণা তৈরি করা দরকার।
• এম এসসি ও পিএইচ ডি স্তরে আর্থিক সহায়তার সুযোগ রয়েছে।
• নানা দেশের সহপাঠীদের সঙ্গে কাজ উদ্ভাবনী শক্তির বিকাশে সাহায্য করে
• কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট: www.gradsource.com এবং www.educationusa.state.gov |
|
|
মার্কিন যুক্তরাষ্ট্রে জিওলজি নিয়ে মাস্টার্স, পি এইচডি করতে চাই। কোথায় পড়ার ব্যবস্থা রয়েছে? বৃত্তির সুযোগ কেমন? প্রতিম বসু, হুগলী
আমেরিকার ইলিনয় ইনস্টিটিউট অব টেকনলজি (http://www.iit.edu/) , আইওয়া স্টেট ইউনিভার্সিটি (http://www.iastate.edu/), মিসৌরি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনলজি (http://www.mst.edu/), ওহায়ো স্টেট ইউনিভার্সিটি (http://www.osu.edu/), ইউনিভার্সিটি অব ওকলাহোমা (http://www.ou.edu/web.html), ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি (http://www.wsu.edu/) প্রভৃতি বিশ্ববিদ্যালয়ে জিওলজি ও আনুসঙ্গিক বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন পড়ার সুযোগ রয়েছে।
ভর্তির শর্ত: জি আর ই এবং টোয়েফলের স্কোর। অধিকাংশ বিশ্ববিদ্যালয়েই স্কলারশিপ, অনুদান, টিউশন ফি-তে আংশিক ছাড় ও নানা ধরনের অ্যাসিস্ট্যান্টশিপের সুবিধা
পাওয়া যায়।
কানাডায় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতকস্তরে পড়তে চাই। কোথায় পড়ব? খরচ কেমন? স্কলারশিপ
পাওয়া যাবে?
অনুরাগ বসু, ব্যারাকপুর
কানাডায় ম্যাকগিল ইউনির্ভাসিটি বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ে। অন্যান্য বিশ্ববিদ্যালগুলির মধ্যে কয়েকটি হল, অ্যালবার্টা, ইয়র্ক, ক্যালগারি, ডালহৌসি প্রভৃতি। এই সব শিক্ষা প্রতিষ্ঠানেই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। পড়ার বার্ষিক খরচ পনেরো-ষোলো হাজার কানাডিয়ান ডলার। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট স্তরে স্কলারশিপের সুবিধে রয়েছে। কানাডার অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই আন্তর্জাতিক শিক্ষার্থীদের ব্যাচেলর ডিগ্রি স্তরে ভর্তির সময় তিন থেকে পাঁচ হাজার কানাডিয়ান ডলার এনট্রান্স স্কলারশিপ দিয়ে থাকে। ইয়র্ক ইউনিভার্সিটি ‘দ্য গ্লোবাল লিডার অব টুমরো’ অ্যাওয়ার্ড দেয়। এর অর্থমূল্য মোট ৬০ হাজার কানাডিয়ান ডলার। চার বছরের ব্যাচেলর ডিগ্রি কোর্সের প্রতি বছর পনেরো হাজার ডলার করে শিক্ষার্থীকে দেওয়া হয়। অত্যন্ত উচ্চমানের অ্যাকাডেমিক রেকর্ড থাকলে, হাই স্কুল দ্বারা নমিনেটেড হলে এবং ‘লিডারশিপ’ দক্ষতাসম্পন্ন হলে এই বিশেষ স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। কোর্স চলাকালীনও প্রতি বছর অত্যন্ত উচ্চমানের রেজাল্ট করতে পারলে তবেই প্রতি বছর স্কলারশিপ রিনিউ করা হবে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আইইএলটিএস পরীক্ষা দেব। কোথায় আবেদন করতে হবে?
রিয়া সেন, বালিগঞ্জ
যে সব দেশে প্রথম ভাষা ইংরেজি, তেমন কিছু দেশে পড়াশোনা বা চাকরি করতে যেতে হলে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গোয়েজ টেস্টিং সিস্টেম (আই ই এল টি এস) পরীক্ষা দিতে হয়।
পরীক্ষাটি দু’রকমের হয়। একটি অ্যাকাডেমিক ট্রেনিং এবং অন্যটি জেনারেল ট্রেনিং। পরীক্ষার জন্য রেজিস্টার করতে হবে অনলাইনে, অথবা নিকটতম ব্রিটিশ কাউন্সিলের শাখায় গিয়ে। এ ছাড়া পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে আবেদন ব্রিটিশ কাউন্সিলে জমা দেওয়া যায়। বিশদ জানতে ওয়েবসাইট: http://www.britishcouncil.org/india-exams-ielts-home.htm
মার্কিন যুক্তরাষ্ট্রে জিওলজি নিয়ে মাস্টার্স, পি এইচডি করতে চাই। কোথায় পড়ার ব্যবস্থা রয়েছে? বৃত্তির সুযোগ কেমন?
প্রতিম বসু, হুগলী
আমেরিকার ইলিনয় ইনস্টিটিউট অব টেকনলজি (http://www.iit.edu/) , আইওয়া স্টেট ইউনিভার্সিটি (http://www.iastate.edu/), মিসৌরি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনলজি (http://www.mst.edu/), ওহায়ো স্টেট ইউনিভার্সিটি (http://www.osu.edu/), ইউনিভার্সিটি অব ওকলাহোমা (http://www.ou.edu/web.html), ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি (http://www.wsu.edu/) প্রভৃতি বিশ্ববিদ্যালয়ে জিওলজি ও আনুসঙ্গিক বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন পড়ার সুযোগ রয়েছে। ভর্তির শর্ত: জি আর ই এবং টোয়েফলের স্কোর। অধিকাংশ বিশ্ববিদ্যালয়েই স্কলারশিপ, অনুদান, টিউশন ফি-তে আংশিক ছাড় ও নানা ধরনের অ্যাসিস্ট্যান্টশিপের সুবিধা
পাওয়া যায়।
কানাডায় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতকস্তরে পড়তে চাই। কোথায় পড়ব? খরচ কেমন? স্কলারশিপ
পাওয়া যাবে?
অনুরাগ বসু, ব্যারাকপুর
কানাডায় ম্যাকগিল ইউনির্ভাসিটি বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ে। অন্যান্য বিশ্ববিদ্যালগুলির মধ্যে কয়েকটি হল, অ্যালবার্টা, ইয়র্ক, ক্যালগারি, ডালহৌসি প্রভৃতি। এই সব শিক্ষা প্রতিষ্ঠানেই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। পড়ার বার্ষিক খরচ পনেরো-ষোলো হাজার কানাডিয়ান ডলার। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট স্তরে স্কলারশিপের সুবিধে রয়েছে। কানাডার অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই আন্তর্জাতিক শিক্ষার্থীদের ব্যাচেলর ডিগ্রি স্তরে ভর্তির সময় তিন থেকে পাঁচ হাজার কানাডিয়ান ডলার এনট্রান্স স্কলারশিপ দিয়ে থাকে। ইয়র্ক ইউনিভার্সিটি ‘দ্য গ্লোবাল লিডার অব টুমরো’ অ্যাওয়ার্ড দেয়। এর অর্থমূল্য মোট ৬০ হাজার কানাডিয়ান ডলার। চার বছরের ব্যাচেলর ডিগ্রি কোর্সের প্রতি বছর পনেরো হাজার ডলার করে শিক্ষার্থীকে দেওয়া হয়। অত্যন্ত উচ্চমানের অ্যাকাডেমিক রেকর্ড থাকলে, হাই স্কুল দ্বারা নমিনেটেড হলে এবং ‘লিডারশিপ’ দক্ষতাসম্পন্ন হলে এই বিশেষ স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। কোর্স চলাকালীনও প্রতি বছর অত্যন্ত উচ্চমানের রেজাল্ট করতে পারলে তবেই প্রতি বছর স্কলারশিপ রিনিউ করা হবে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আইইএলটিএস পরীক্ষা দেব। কোথায় আবেদন করতে হবে?
রিয়া সেন, বালিগঞ্জ
যে সব দেশে প্রথম ভাষা ইংরেজি, তেমন কিছু দেশে পড়াশোনা বা চাকরি করতে যেতে হলে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গোয়েজ টেস্টিং সিস্টেম (আই ই এল টি এস) পরীক্ষা দিতে হয়।
পরীক্ষাটি দু’রকমের হয়। একটি অ্যাকাডেমিক ট্রেনিং এবং অন্যটি জেনারেল ট্রেনিং। পরীক্ষার জন্য রেজিস্টার করতে হবে অনলাইনে, অথবা নিকটতম ব্রিটিশ কাউন্সিলের শাখায় গিয়ে। এ ছাড়া পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে আবেদন ব্রিটিশ কাউন্সিলে জমা দেওয়া যায়। বিশদ জানতে ওয়েবসাইট: http://www.britishcouncil.org/india-exams-ielts-home.htm |
|
|
|
|
|