নিজের বিধানসভা এলাকা বাগদায় গত সোমবার, ১৫ অগস্ট কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের মন্ত্রী উপেন বিশ্বাস। সমাজের পিছিয়ে পড়া শ্রেণির ছেলেমেয়েদের কথা ভেবে এ দিন তাঁদের জন্য ইংরাজি ভাষা শেখার ব্যবস্থা চালু করা হয়। সেইসঙ্গে তফসিলি জাতি-উপজাতি ছাত্রদের জন্য একটি ছাত্রাবাসের উদ্বোধন করা হয়। এ ছাড়া তাঁদের জন্য কম্পিউটার প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় চাষিদের জন্য কৃষি শ্রমিক কল্যাণ কেন্দ্রেরও উদ্বোধন করেন মন্ত্রী। এর মাধ্যমে চাষিরা কৃষি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর সহজেই পাবেন।
|
উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চাকলা পঞ্চায়েতের রায়খোলা গ্রামে রবিবার উপ-স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন হল। এ দিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানে নতুন ভবনের উদ্বোধন করেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত শীল, বিডিও অমিয় কুমার দাস, স্থানীয় পঞ্চায়েত প্রধান আবদুল হাই মণ্ডল প্রমুখ। ব্লক প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০০৫ সালে রায়খোলা গ্রামে একটি ভাড়া বাড়িতে চালু হয় উপ-স্বাস্থ্যকেন্দ্রটি। পরে স্থানীয় মানুষের প্রয়োজনীয়তার কথা ভেবে ওই গ্রামের বাসিন্দা আব্দুর রহমান নতুন ভবন তৈরির জন্য ৪ শতক জমি দান করেন। বাড়ি তৈরির জন্য ১২ লক্ষ টাকা বরাদ্দ করে সংখ্যালঘু উন্নয়ন দফতর।
|
সোদপুরে পূর্বপল্লিতে এক চিকিৎসকের বাড়িতে লুঠপাটের ঘটনায় দু’জন গ্রেফতার হয়েছে। ধৃতদের নাম আকাশ কুর্মি ও সঞ্জয় দাস। তাদের কাছে লুঠ হওয়া কিছু জিনিস মিলেছে। আটক হয়েছে একটি মোটরবাইকও। পুলিশ জানায়, শনিবার রাতে চিকিৎসক জীবনকান্তি সরকারের বাড়িতে চার-পাঁচ জনের দুষ্কৃতী দল হানা দিয়ে টাকা ও গয়না লুঠ করে। বাধা দিতে গেলে তারা জীবনকান্তিবাবুকে আঘাত করে। পুলিশ জেনেছে, ঘোলা, টিটাগড় ও খড়দহের দুষ্কৃতীরাই এই ঘটনায় যুক্ত। পুলিশ জানায়, ধৃতদের জেরা করে বাকি দুষ্কৃতীদের সম্বন্ধেও তথ্য মিলেছে। |