লি-হেশের ‘দ্রাবিড়ীয়’ দাপট |
নিজস্ব প্রতিবেদন |
উনচল্লিশ ছুঁইছুঁই রাহুল দ্রাবিড়ের ব্যাটিং বিক্রমের দিনেই আটত্রিশ আর সাঁইত্রিশের আরও দুই ভারতীয় নিঃশব্দে তাঁদের র্যাকেট-বিক্রম দেখালেন!
দ্রাবিড়ের মতোই বয়সকে হার মানানো লিয়েন্ডার পেজ-মহেশ ভূপতি জুটি ফিলাডেলফিয়ায় পেশাদার টেনিস সার্কিটের মাস্টার্স সিরিজে বিশ্বের এক নম্বর ডাবলস জুড়ি বব ও মাইক ব্রায়ানকে হারিয়ে ফাইনালে উঠলেন। এক সেট ও একটি ব্রেক-এ পিছিয়ে পড়েও লি-হেশ এক ঘণ্টা ২২ মিনিটের অসাধারণ লড়াইয়ে সুপার টাইব্রেকে মার্কিন জমজ ভাইদের হারান ১-৬, ৭-৬ (৭-২), ১০-৭। ফাইনালে তৃতীয় বাছাই ইন্ডিয়ান এক্সপ্রেস-এর সামনে চতুর্থ বাছাই মাইকেল লোদ্রা-নেনাদ জিমোনজিচ। ফরাসি-সার্বিয়ান জুটি শেষ ১১টা ম্যাচ অপরাজিত। গত দু’সপ্তাহে ওয়াশিংটন ও মন্ট্রিয়লে চ্যাম্পিয়ন হয়ে এটিপি খেতাবের হ্যাটট্রিকের মুখে।
|
|
গর্বিত করছেন লি-হেশ। ছবি এএফপি |
ফাইনালে আরও একটি কঠিন লড়াই হবে ধরে নিলেও লি-হেশের কৃতিত্ব এতটুকু কমার নয়। ন’বছর পর সার্কিটে জুটি বাঁধার পর এ মরসুমে চেন্নাই ওপেন ও মায়ামি মাস্টার্স চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও অস্ট্রেলীয় ওপেন ও কুইন্স ক্লাব রানার্স কিংবদন্তি ভারতীয় জুটি। দু’টোরই ফাইনালে ব্রায়ান ভাইদের কাছে হারের শোধও সিনসিনাটি ওপেনে তুললেন লি-হেশ। অথচ তিনটি গ্র্যান্ড স্লাম-সহ ২৫টি পেশাদার খেতাব জয়ী লিয়েন্ডার-মহেশ জুটি রবিবার ভারতীয় সময় ভোররাতে প্রথম সেট মাত্র ২১ মিনিটে হারেন। দু’বার সার্ভিস নষ্ট করেন দু’জনেই। দ্বিতীয় সেটের শুরুতেও বিপক্ষের সার্ভিস ব্রেক করে এগিয়ে যান সর্বাধিক এটিপি ডাবলস খেতাবের বিশ্বরেকর্ডের মালিক ব্রায়ানরা। কিন্ত ষষ্ঠ গেমে মার্কিনদের পাল্টা সার্ভিস ভেঙে ঘুরে দাঁড়ান ভারতীয়রা। টাইব্রেকে গোড়াতেই ২-০ এগিয়ে যাওয়াকে কাজে লাগিয়ে সহজেই জেতেন। এর পর ম্যাচ টাইব্রেকে লি-হেশ তাঁদের আটটি সার্ভিস পয়েন্টের ছ’টিই জেতেন তীব্র চাপের মুখে। যে দাপটের সামনে ব্রায়ানরা শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেন।
সিঙ্গলস ফাইনালে অ্যান্ডি মারের মুখোমুখি নোভাক জকোভিচ এ মরসুমে তাঁর দশম খেতাবের সামনে। ২০১১-এ দু’টি গ্র্যান্ড স্লাম-সহ ৯টা টুর্নামেন্ট জয়ী জকোভিচ ইতিমধ্যেই এক বছরে পাঁচটি মাস্টার্স সিরিজ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বরেকর্ড গড়েছেন। গ্র্যান্ড স্লামের পরেই যে টুর্নামেন্টকে টেনিসের দ্বিতীয় সেরা মঞ্চ ধরা হয়। এ বছর জকোভিচের জয়-হারের হিসেব ৫৭-১। শুধুমাত্র ফরাসি ওপেন সেমিফাইনালে হারেন ফেডেরারের কাছে। |
|