টুকরো খবর
|
ভাইচুং জানিয়ে দিলেন, আর নয়
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শেষ পর্যন্ত সরকারিভাবে ভারতের দুই কোচ সুখবিন্দর সিংহ, তনুময় বসুকে জানিয়ে দিলেন ভাইচুং ভুটিয়া, চোট না সারায় তিনি অনুশীলন করতে পারছেন না। ফুটবলারদেরও বলে দেন, “ইচ্ছে থাকলেও ইংল্যান্ডে যেতে পারছি না। চেষ্টা করেছিলাম, খেলার জন্য। কিন্তু পারছি না।” তিনি শনিবার মাঠে এলেও প্র্যাক্টিসে নামেননি। সব মিলিয়ে দু’বেলার বেশি প্র্যাক্টিস করতে পারেননি।
ভাইচুং কলকাতা ফিরে মঙ্গলবার দুর্গাপুর যেতে পারেন ইস্টবেঙ্গল বনাম সিকিম ইউনাইটেডের খেলায় হাজির থাকার জন্য। সেখানে না নামার সম্ভাবনা। বুধবার আবার ফিরছেন দিল্লি। রাজধানীতে ফেডারেশনের দফতরে তাঁর অবসর ঘোষণা করার কথা। ভাইচুং ও রেনেডি সিংহ এতদিন দলের সঙ্গে ছিলেন না। ভাইচুং ফিরে যাওয়ার পরে রেনেডি জাতীয় দলের হোটেলে গিয়ে উঠবেন।
|
শিলিগুড়িতে পর্বতারোহীদের সংবর্ধনায় ন্যাফ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
কৃতী পর্বতারোহীদের সংবর্ধনা দিল হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার্স অ্যাসোসিয়েশন (ন্যাফ)। রবিবার শিলিগুড়ির মিত্রসম্মেলনী হলে তাদের সংবর্ধনা দেওয়া হয়। ৬ পর্বতারোহী এবং সম্প্রতি মঙ্গলিয়া থেকে এশিয়ান বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে পদকজয়ী শিলিগুড়ির বাসিন্দা মনোজ কুমার মজুমদারকে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন যুব কল্যাণ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, মেয়র গঙ্গোত্রী দত্ত, ক্রীড়া বিভাগদের মেয়র পারিষদ অরিন্দম মিত্র, মহকুমা ক্রীড়া পরিষদের সচিব নান্টু পাল-সহ অনেকেই। ন্যাফ সূত্রে জানা গিয়েছে, যে পর্বতারোহীদের সংবর্ধনা জানানো হয়েছে তাঁরা হলেন কৃষ্ণনগর মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্য বসন্ত সিংহ রায় এবং দেবাশিস বিশ্বাস। তারা দু জনেই গত বছর এভারেস্ট এবং এ বছর কাঞ্চনজঙ্ঘা জয় করেন। ৪৫ বছরের প্রেমলতা অগ্রবাল বয়স্ক মহিলাদের মধ্যে প্রথম এভারেস্টে ওঠেন। দীপঙ্কর ঘোষ এবং রাজীব ভট্টাচার্য এ বছর ২১ মে এভারেস্ট জয় করেন। ন্যাফের সদস্য রাজীব মণ্ডল একাকী হেঁটে হিমালয়ের একপ্রান্ত থেকে অপর প্রান্তে গিয়েছেন। সংবর্ধনা অনুষ্ঠানের পর পর্বতারোহনে যুক্ত ৭ টি সংগঠন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। শিলিগুড়িতে পাহাড়ে চড়ার সরঞ্জামের ‘স্টোর’ গড়া, স্কুলস্তরের ছেলেদের পাহাড়ে চড়ায় প্রশিক্ষণ দিতে ‘রক ক্লাইম্বিং ওয়াল’ তৈরি প্রস্তাব দেন সংগঠনের কর্মকর্তা এবং ক্রীড়া পরিষদের সচিব নান্টু পাল। এ ব্যাপারে মন্ত্রী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
|
যুব বিশ্বকাপ জিতল ব্রাজিল
সংবাদসংস্থা • বোগোটা |
বড়রা না পারলেও ব্রাজিলের ছোটরা যুব বিশ্বকাপ জিতল। বড়দের মতোই তারা জিতল পাঁচ বার। কলম্বিয়ায় নাটকীয় ভাবে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ ফাইনালে তারা ৩-২ হারাল পর্তুগালকে। |
|
ভবিষ্যতের রোনাল্ডো-রোনাল্ডিনহোরা।
যুব বিশ্বকাপ নিয়ে ব্রাজিল। শনিবার। ছবি রয়টার্স |
ফাইনালে হ্যাটট্রিক করে নায়ক অস্কার।
অথচ ৭৮ মিনিট পর্যন্ত পর্তুগাল ২-১ এগিয়ে ছিল। হাত থেকে যখন কাপ ছিটকে যাচ্ছে সেই সময়েই ব্রাজিল ম্যাচে ফিরে আসে অস্কারের গোলে। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ন’মিনিট বাকি থাকতে জয়ের গোলটিও আসে অস্কারের পা থেকে। এই বিশ্বকাপে ব্রাজিলের আর এক নায়ক হেনরিকে। যিনি টুর্নামেন্টে পাঁচ গোল করে সর্বোচ্চ গোলদাতার সোনার বুট পেয়েছেন। টুর্নামেন্টের সেরা ফুটবলার হিসাবে সোনার বলের মালিকও হেনরিকেই।
|
ম্যাঞ্চেস্টার সিটি ৩-২ জিতল
সংবাদসংস্থা • লন্ডন |
সের্জিও আগুয়েরো গোল না পেলেও জিতল ম্যাঞ্চেস্টার সিটি। রবিবার অ্যাওয়ে ম্যাচে বোল্টনকে তারা ৩-২ হারাল। সিটির হয়ে গোল করলেন দাভিদ সিলভা, গ্যারেথ ব্যারি এবং এদিন জেকো। বোল্টনের গোল দুটি ক্ল্যাসনিচ এবং ডেভিসের। ২২ মিনিট বাকি থাকতে সিটি-র কোচ রবার্তো মানচিনি মাঠে নামান কার্লোস তেভেজকে। আগুয়েরোর পরিবর্তে। তার আগেই অবশ্য ম্যাচের সব গোলগুলি হয়ে গিয়েছে। অন্য ম্যাচে উলভারহ্যাম্পটন ২-০ হারাল ফুলহ্যামকে। নরউইচ এবং স্টোক সিটির ম্যাচটি ১-১ ড্র হল। |
|