|
|
|
|
মেসির পরেই বিদেশিদের টানছেন আগুয়েরো |
কুণাল বসু • কলকাতা |
লিওনেল মেসির পায়ের জাদু দেখতে গেলে অপেক্ষা করতে হবে এখনও ১১ দিন। ‘মেসি’ নামটা অনেক আগেই আলোচনা শুরু করে দিয়েছে ময়দানের বিদেশি ফুটবলারদের মধ্যে।
কিন্তু মেসির পরেই কার খেলা দেখার জন্য আগ্রহী কলকাতার বিদেশি ফুটবলাররা? টোলগে ওজবে, উগা ওপারা এবং পেন ওরজির সঙ্গে কথা বললে আর একটা নাম বেশি উঠে আসছে। সের্জিও আগুয়েরো।
আর্জেন্তিনার যে দল যুবভারতীতে নামবে তাতে মেসি ছাড়াও তারকার ছড়াছড়ি। আগুয়েরো, হিগুয়াইন, মাসচেরানো, দি’মারিয়া, জাবালেতা--নেই বলতে শুধু তেভেজ। তাই টোলগেরাও আটকে নেই শুধু মেসিতে।
|
|
আগুয়েরো: মেসির পরই আকষর্ণের কেন্দ্রে। |
তবে সকলেই অবাক কার্লোস তেভেজকে দলে না রাখায়। টোলগে প্রথমেই আক্ষেপ করলেন তেভেজ আসছে না শুনে। বলছিলেন, “মেসি ছাড়া অবশ্যই দেখতে চাইতাম তেভেজকে। কিন্তু ও আসছে না। এখন তো বড় আকর্ষণ আগুয়েরো। এখন কী অসাধারণ ফর্মে!” ইংলিশ প্রিমিয়ার লিগে এ বার ম্যাঞ্চেস্টার সিটির হয়ে অভিষেক ঘটেছে আগুয়েরোর। প্রথম ম্যাচেই দুই গোল করে সিটি সমর্থকদের আশা বাড়িয়ে দিয়েছেন মারাদোনার জামাই।
ইস্টবেঙ্গল ডিফেন্সের প্রধান ভরসা ওপারার প্রথম পছন্দ ছিলেন মেসি। তারপরই আসছিলেন তেভেজ। প্রথমে বলেই দিলেন, “মেসি-তেভেজকে দেখতেই মাঠে যাব।” যখন শুনলেন তেভেজ ওই দলে নেই, অবাক হলেন। “ওকে দলে রাখেনি কেন?” তার পরই বলছিলেন, “এখন তাহলে আমি বলব, আগুয়েরো এবং হিগুয়াইনের কথা। ইংলিশ প্রিমিয়ারে আগুয়েরো দারুণ শুরু করেছে।” ওপারা আরও বলছিলেন, “মেসিও সে দিন রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে দু’গোল করেছে।” বোঝা যাচ্ছে, সদ্য ক্লাব ফুটবলে চূড়ান্ত ফর্মে থাকা মেসি-আগুয়েরোর দিকেই কিছুটা ঝুঁকে ওপারা। পেন প্রথমেই স্বীকার করে নিলেন, খুব ভাল করে ম্যাচটা সম্পর্কে জানা নেই। পরে বললেন, “আমার পছন্দ মেসি। শুধুই মেসি। মাঠে গেলে ওকেই দেখতে যাব।”
তাঁদের ব্রিটিশ কোচ ট্রেভর মর্গ্যান কিন্তু একমত নন ওপারাদের সঙ্গে। বলছিলেন, “আর্জেন্তিনা-ব্রাজিলের কোনও খেলা মাঠে গিয়ে দেখিনি। প্রথম এই সুযোগটা পাব। আমি দেখতে চাই গোটা আর্জেন্তিনা দলটাকেই।” মানতে চাইলেন না একা মেসি দলটার আকর্ষণ। বলেন, “পুরো দলটাই তারকায় ভর্তি। একা কাউকে নয়, আমি সবাইকে দেখতে মাঠে যাব।”
সদ্য কোপা আমেরিকায় আর্জেন্তিনার পারফরম্যান্স মোটেই আহামরি ছিল না। ২ সেপ্টেম্বর যুবভারতীতে কি টোলগেদের আশা পূরণ হবে? |
|
|
|
|
|