বিদেশে দ্রাবিড়

হি ইজ আ চ্যাম্পিয়ন। আমি সারা ক্রিকেট জীবন ধরে ওকে দেখেছি। সেই টিন এজ থেকে এক সঙ্গে প্রচুর ক্রিকেট খেলেছি। সব সময়ই জানতাম ও খুব স্পেশাল ক্রিকেটার। আমি মনে করতাম ২০০২ থেকে ২০০৫ দ্রাবিড় ওর সেরা ফর্মে ছিল। তার পর থেকে বছর তিনেক, মিথ্যা বলব না, মাঝে মধ্যে মনে হয়েছে ক্রিকেটার রাহুল দ্রাবিড় কি শেষ হয়ে আসছে? ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে যা দেখছি সেই পুরনো দ্রাবিড়। আর ইংল্যান্ডে যেটা করল কোনও প্রশংসাই যথেষ্ট নয়। অসাধারণ! অসাধারণ!

চলতি সিরিজে অসাধারণ খেলছে দ্রাবিড়। আর একটা দুর্ধর্ষ সেঞ্চুরি! তরুণ ভারতীয় ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকল। সবার ওকে দেখে শেখা উচিত।

দেওয়াল এখনও মজবুত।

রাহুল দ্রাবিড় হচ্ছে ব্যাটিংয়ের মহাতারকা। অসাধারণ পারফম্যান্স। ভারতের হয়ে খেলতে নামার সময় ওর মধ্যে যে গর্ব আর তীব্র আকুতিটা দেখি, তা মনে রাখার মতো।

অবিশ্বাস্য ক্রিকেটার! ওর মনঃসংযোগের ক্ষমতা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি! গ্রেট কেন ব্যারিংটনের সঙ্গে ওর তুলনা টানা চলে।


সেরা পাঁচ
• ইংল্যান্ড (২০১১) চার টেস্টে ৪৬১ রান, গড় ৭৬.৮৩, সেঞ্চুরি ৩
• ইংল্যান্ড (২০০২) চার টেস্টে ৬০২ রান, গড় ১০০.৩৩, সেঞ্চুরি ৩
• ওয়েস্ট ইন্ডিজ (২০০৬) চার টেস্টে ৪৯৬, গড় ৮২.৬৬, সেঞ্চুরি ১
• ওয়েস্ট ইন্ডিজ (২০০২) পাঁচ টেস্টে ৪০৪ রান, গড় ৫৭.৭১, সেঞ্চুরি ১
• অস্ট্রেলিয়া (২০০৩-’০৪) চার টেস্টে ৬১৯ রান, গড় ১২৩.৮০, সেঞ্চুরি ১

দ্রাবিড়ীয় দ্রষ্টব্য
৩৫ সেঞ্চুরি করে সুনীল গাওস্করকে টপকে তালিকায় চার নম্বরে
• টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৩০ হাজার বল খেলা প্রথম ব্যাটসম্যান
• চতুর্থ ইনিংসে সব থেকে বেশি রানের বিশ্বরেকর্ডের মালিক (৫৩ ইনিংসে ১৪৭৬ রান, গড় ৪৪.৪৮)
• টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী (১৫৭ টেস্টে ১২,৭৭৫ রান)
৯০-এ আটকেছেন সব থেকে বেশি (১০ বার, স্টিভ ওয়ের সঙ্গে যুগ্ম ভাবে)



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.