সিপিআই নেতার ছেলেকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে আরামবাগের পূর্ব কৃষ্ণপুরে। আরশেদ আলি খান নামে প্রহৃত যুবককে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তৃণমূলের লোকজনের দাবি মতো তাঁর ব্যাগে তল্লাশি চালিয়ে পাইপের দু’টি খণ্ড পাওয়া গিয়েছে বলে জানায় পুলিশ। গ্রেফতার করা হয়েছে আরশেদকে। পরে তাঁকে ভর্তি করা হয় আরামবাগ মহকুমা হাসপাতালে। চিকিৎসাধীন আরশেদ বলেন, “আমি একটি বেসরকারি সংস্থায় কাজ করি। কলকাতা থেকে বেশ কয়েক দিন পরে বেড়ি ফিরছিলাম। হরিণখোলা থেকে বাইক নিয়ে ফেরার পথে হঠাৎ তৃণমূলের কিছু ছেলে আমাকে ধাওয়া করে। অরুণবেড়ার কাছে ঘিরে ফেলে লাঠি, রড দিয়ে পেটায়।” ধৃত যুবকের দাবি, তৃণমূলের লোকজনই পাইপ এনে ব্যাগে রেখে দেয় এবং পুলিশের কাছে দাবি করে, পাইপগান রাখা আছে। পুলিশ জানিয়েছে, ধৃত যুবক একটু সুস্থ হলে তাঁকে গোটা ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।
|
শিবপুরে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি বা বেসু-তে একটি আলোচনাসভার উদ্বোধনের পাশাপাশি রবিবার ওই বিশ্ববিদ্যালয়ে ‘স্টুডেন্টস সেন্টার ফর ক্রিয়েটিভ এক্সেলেন্স’-এর উদ্বোধন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। বেসু-র একটি প্রায় পরিত্যক্ত ভবন সংস্কার করে গড়ে তোলা হয়েছে ওই উৎকর্ষ কেন্দ্র। সেই কেন্দ্রে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উপরে একটি প্রদর্শনী চলছে। সেখানে প্রফুল্লচন্দ্রের লেখা দুষ্প্রাপ্য বই এবং বিভিন্ন জনের সঙ্গে তাঁর নানা মুহূর্তের আলোকচিত্র ঠাঁই পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের মূল ভবনে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের সম্পর্ক নিয়ে চিঠি এবং আলোকচিত্রের আরও একটি প্রদর্শনী চলছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী দু’টি প্রদর্শনীই ঘুরে দেখেন।
|
বন্যার জলে নেমে মাছ ধরতে গিয়ে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার ঘটনাটি ঘটেছে আরামবাগ মহকুমার বন্যাদুর্গত খানাকুলের মোস্তাফাপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ভীম পরামানিক (৫৫)। বন্যার জলে পুকুর এবং পাড়ের অংশ একাকার হয়ে গিয়েছিল তাঁর গ্রামে। সেখানেই এ দিন দুপুরে মাছ ধরতে গিয়ে পা ফসকে পুকুরে তলিয়ে যান ওই ব্যক্তি। পরে তাঁর দেহ উদ্ধার হয়। সেটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।” |